Announcement

Collapse
No announcement yet.

তোমার ভাইকে সাহায্য করলে তুমিও সাহায্যপ্রাপ্ত হবে।... মাওলানা ইলিয়াস হামীদ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • তোমার ভাইকে সাহায্য করলে তুমিও সাহায্যপ্রাপ্ত হবে।... মাওলানা ইলিয়াস হামীদ

    দারসুল হাদীস
    তোমার ভাইকে সাহায্য করলে তুমিও সাহায্যপ্রাপ্ত হবে
    ...মাওলানা ইলিয়াস হামীদ


    হে প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! আজ পৃথিবীর চতুর্দিক দিক থেকে ভেসে আসছে অসহায় দুঃস্থ মানবতার ক্ষুধার্ত চিৎকার আর আহাজারি। ভেসে আসছে রক্ত গুমোট গন্ধ। মাজলুম মুসলমানদের আর্তনাদে আজ পৃথিবীর আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে। নাফ নদীর ঢেউয়ের সাথে ভেসে আসছে নারী, শিশু, বৃদ্ধের লাশ। কেউ হারিয়েছে মাকে, কেউবা বাবাকে আবার কেউবা হারিয়েছে বেঁচে থাকার অবলম্বন একমাত্র স্বামীকে। কেউ সব হারিয়ে আজ একাকী-নিঃস্ব। পরিবার-পরিজন হারিয়ে বাঁচার ইচ্ছেটুকুও বাকী নেই আজ অনেকের। কারো প্রিয়জন শেষ বারের মতো বিদায় নিয়েছে এই বলে, দেখা হবে জান্নাতে। কেউ আবার বেঁচে থেকে ক্ষুধার জ্বালায় মরছেন ধুকে ধুকে। বেঁচে থাকার বুক ভরা আশা নিয়েই তারা শত শত মাইল পাড়ি দিয়েছে বাংলাদেশী মুসলিম ভাই-বোনদের কাছে। কিন্তু বাংলাদেশের মুসলিম ভাই-বোনেরা কি পালন করতে পেরেছে মুসলিম হিসেবে তাদের দায়িত্ব ও কর্তব্য? হাসি ফোটাতে পেরেছে মুহাজির মুসলিম ভাই-বোনদের মুখে? নাকি তারা নিজেরাই বৌদ্ধ সন্ত্রাসীদের মতো ভয়ঙ্কর রূপ ধারণ করেছে? মেতে উঠেছে হত্যা, ধর্ষণ ও লুণ্ঠনে? হায় আফসোস! আজ বুঝি মুসলিমদের পাশে দাঁড়ানোর কেউ নেই? অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
    مَثَلُ الْمُؤْمِنِينَ فِي تَوَادِّهِمْ، وَتَرَاحُمِهِمْ، وَتَعَاطُفِهِمْ مَثَلُ الْجَسَدِ إِذَا اشْتَكَى مِنْهُ عُضْوٌ تَدَاعَى لَهُ سَائِرُ الْجَسَدِ بِالسَّهَرِ وَالْحُمَّى
    “পরস্পর ভালোবাসা, দয়া ও অনুগ্রহের ক্ষেত্রে মুমিনদের উদাহরণ হলো এক দেহের মতো। যখন তার এক অঙ্গ অসুস্থ হয়, তখন তার সমস্ত শরীর বিনিদ্রা ও জ্বরে আক্রান্ত হয়।” -বুখারী: ৬০১১, মুসলিম: ২৫৮৬

    আজ আমাদের কর্তব্য হচ্ছে আমাদের মাজলুম ভাই-বোনদের সর্বোপায়ে সাহায্য-সহযোগিতা করা। বারা ইবনে আযেব রাযি. বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মাজলুমদের সাহায্য করার জন্য আদেশ করেছেন।
    হে মুসলিম ভাই ও বোনেরা! তোমরা এটা ভেবো না, তোমাদের মাজলুম ভাই-বোনদের সাহায্য করলে তোমাদের সম্পদ কমে যাবে। নিজেদের পরিবার-পরিজন নিয়ে চলতে কষ্ট হবে। বরং জেনে রাখো, তোমার মাজলুম ভাই-বোনদের সাহায্য করলে প্রকৃতপক্ষে তুমি নিজেই সাহায্যপ্রাপ্ত হবে। আর তোমাকে সাহায্য করবেন তোমার সেই মহান রব, যিনি মহাক্ষমতার অধিকারী, অফুরন্ত ভাণ্ডারের মালিক।
    রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
    اللهُ في عَونِ العَبدِ ما كانَ العَبدُ في عَونِ أخيهِ
    “যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্য করতে থাকে, আল্লাহ ততক্ষণ পর্যন্ত সে বান্দার সাহায্য করতে থাকেন।” -মুসলিম: ২৬৯৯, ২৭০০

    তুমি যদি চাও, মহান আল্লাহ তোমার প্রয়োজন পূর্ণ করুক; তাহলে তুমি তোমার নিপীড়িত ভাই-বোনদের প্রয়োজন পূরণে যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাও। কারণ যখন তুমি তোমার ভাইয়ের প্রয়োজন পূরণ করে দেবে, মহান আল্লাহ তখন তোমার প্রয়োজন পূরণ করে দেবেন।
    রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
    مَن كانَ في حاجَةِ أخيهِ، كانَ اللهَ في حاجَتِهِ
    “যে ব্যক্তি তার ভাইয়ের প্রয়োজন পূরণ করবে, আল্লাহ তাআলা তার প্রয়োজন পূরণ করবেন।” -বুখারী: ২৪৪২, মুসলিম: ২৫৮০

    তুমি যদি তোমার অসহায় ভাই-বোনদের বিপদ-আপদ দূরীকরণে সচেষ্ট হও; তাহলে মহান আল্লাহ তোমার বিপদ দূর করে দেবেন।
    وَمَنْ فَرَّجَ عَنْ مُسْلِمٍ كُرْبَةً، فَرَّجَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرُبَاتِ يَوْمِ القِيَامَةِ
    “আর যে ব্যক্তি কোনো মুসলিমের একটি বিপদ দূর করে দেবে, আল্লাহ বিচারের দিনে তার বিপদসমূহ হতে একটি বিপদ দূর করে দেবেন।” -বুখারী: ২৪৪২, মুসলিম: ২৫৮০

    সুতরাং হে মুসলিম ভাই ও বোনেরা! এখনই সময় আল্লাহর নৈকট্য অর্জনের। এখনই সময় জান্নাত হাসিলের। এখনই সময় অপর ভাইয়ের সাহায্য করে নিজের প্রয়োজন পূরণের। তাই আসুন, উল্লিখিত হাদীসগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আসুন! নিপীড়িত ভাই-বোনদের সাহায্যার্থে সকল ধরনের পদক্ষেপ গ্রহণ করি। আর আজই প্রস্তুতি গ্রহণ করি। আবারো বলছি, আমরা যদি আমাদের মুসলিম ভাই-বোনদের সাহায্য করি; প্রকৃতপক্ষে আমরা নিজেরাই আল্লাহর পক্ষ থেকে সাহায্যপ্রাপ্ত হবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তাওফীক দান করুন। আমীন!
    ......al-balagh 1439 | 2017 | issue 6......

  • #2
    হে মালিক,
    মজলুমদের সাহায্য করুন
    হেফাজত করুন।

    Comment


    • #3
      আবেগে হ্রদয় ভেঙ্গে যায়
      অশ্রুতে গাল ভিজে যায়
      কিন্তু কি করব মোরাতো অসহায়

      Comment


      • #4
        হে আল্লাহ।
        মজলুমদের সাহায্য করুন।
        ফিরে এসো দ্বীনের পথে।

        Comment


        • #5
          হে হৃদয় সমূহকে পরিবর্তনকারী আমাদের হৃদয়কে আপনার অনুগত করে দিন।

          Comment

          Working...
          X