বিসমিল্লাহির রাহিমানির রাহিম
হযরত সাওবান রা: থেকে বর্নিত রাসূল সা: বলেছেন: অচিরেই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত জাতি একে অপরকে আহবান করবে। যেমন, খাবারের দিকে একে অপরকে আহবান করা হয়। তখন কোন একজন বললেন: হে আল্লাহর রাসূল তা কি আমাদের সংখ্যা সল্পতার কারনে হবে? তিনি বললেন: না, বরং তোমরা সেদিন সংখ্যাধিক্য হবে। কিন্তু তোমাদের অবস্থা হবে শ্রোতে ভাষমান খড়কুটার ন্যায়। আর আল্লাহ তায়ালা শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয়-ভিতি দুর করে দিবেন। এবং তোমাদের অন্তরে “ওয়াহান” ঢেলে দিবেন। কেউ একজন জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল “ওয়াহান” কি জিনিস? তিনি বললেন: দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। অন্য রেওয়ায়েতে আছে দুনিয়ার ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদকে অপছন্দ করা। ( আল-হাদিস, মুসনাদে আহমাদ)
বর্তমান চারদিকে দৃষ্টি বুলালে আল্লাহর রাসূলের এই ভবিষ্যতবানি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে ওঠে। বর্তমান পৃথিবিতে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও গুটি কয়েক ইহুদীর মোকাবেলায় তাদেরকে খুবই দুর্বল মনে হয়। আল্লাহ তায়ালা আমাদেরকে শক্তিশালি করুন। আমিন।
হযরত সাওবান রা: থেকে বর্নিত রাসূল সা: বলেছেন: অচিরেই তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য সমস্ত জাতি একে অপরকে আহবান করবে। যেমন, খাবারের দিকে একে অপরকে আহবান করা হয়। তখন কোন একজন বললেন: হে আল্লাহর রাসূল তা কি আমাদের সংখ্যা সল্পতার কারনে হবে? তিনি বললেন: না, বরং তোমরা সেদিন সংখ্যাধিক্য হবে। কিন্তু তোমাদের অবস্থা হবে শ্রোতে ভাষমান খড়কুটার ন্যায়। আর আল্লাহ তায়ালা শত্রুদের অন্তর থেকে তোমাদের প্রতি ভয়-ভিতি দুর করে দিবেন। এবং তোমাদের অন্তরে “ওয়াহান” ঢেলে দিবেন। কেউ একজন জিজ্ঞাসা করল হে আল্লাহর রাসুল “ওয়াহান” কি জিনিস? তিনি বললেন: দুনিয়ার ভালোবাসা এবং মৃত্যুকে অপছন্দ করা। অন্য রেওয়ায়েতে আছে দুনিয়ার ভালোবাসা এবং আল্লাহর রাস্তায় জিহাদকে অপছন্দ করা। ( আল-হাদিস, মুসনাদে আহমাদ)
বর্তমান চারদিকে দৃষ্টি বুলালে আল্লাহর রাসূলের এই ভবিষ্যতবানি দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে চোখের সামনে ভেসে ওঠে। বর্তমান পৃথিবিতে কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও গুটি কয়েক ইহুদীর মোকাবেলায় তাদেরকে খুবই দুর্বল মনে হয়। আল্লাহ তায়ালা আমাদেরকে শক্তিশালি করুন। আমিন।
Comment