বিখ্যাত শাফ'ঈ ‘আলিম আবুল হাসান আল-মাওয়ারদি (মৃত্যু ৪৫০ হি.) তাঁর জীবদ্দশায় নিজের রচিত সব গ্রন্থ লুকিয়ে রেখেছিলেন। যখন তিনি মৃত্যু শয্যায় শায়িত, তিনি বিশ্বস্ত একজন ব্যক্তিকে ডেকে বললেন,
"অমুক অমুক জায়গায় আমার লেখা বই আছে। আমি এগুলো এতদিন প্রকাশ করিনি; কারণ, আমি আমার নিয়তকে খালেস (একনিষ্ঠ) পাই নি। তাই বলছি, যখন আমার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আমার হাতের ওপর তোমার হাত রাখবে। যদি দেখো আমি শক্ত করে ধরছি, তাহলে বুঝে নিবে আমার কাজ কবুল হয়নি; তখন আমার বইগুলো নদীতে ফেলে দিয়ে আসবে। আর যদি দেখো আমি মুষ্টি ছেড়ে দিচ্ছি, তাহলে বুঝে নিবে আমার কাজ কবুল হয়েছে।"
.
তাঁর বন্ধু বলেন,
"অবশেষে যখন মৃত্যু যন্ত্রণা শুরু হলো, আমি তাঁর কবজি ধরলাম। তারপর তাঁর মুষ্টি হালকা হয়ে এলো। ফলে তার বইসমূহ প্রকাশ পেলো।"
(সিয়ার আ'লাম আন-নুবালা)
.
নিয়ত নিয়ে এভাবে আমরা কয়জন চিন্তা করি? বরং ভাল কাজ করতে পেরে আমরা দিব্যি লোকসমাজে বলে বেড়াই।
সুফইয়ান ইবন সাইয়িদ আছ-ছাওরী রহ. বলেন, "আমি নিয়ত (সঠিক দিকে) ধরে রাখার চেয়ে কঠিন কোনো কিছু পাইনি।" (আল-জামি'ঈ লি-আদাব আর-র'য়ি, খতীব বাগদাদী, ৩১৮/১)
.
নিঃসন্দেহে নিয়ত খুব কঠিন বিষয়। এর বিশুদ্ধতা ধরে রাখা খুব কঠিন। শায়খ মুহাম্মাদ ইবন সালিহ আল-উসাইমীন রহ. বলেন, "এই জন্যই হাদীসে এসেছে, আবূ হুরায়রা রদি. বলেন, 'একদা আল্লাহর রসূল ﷺ – কে প্রশ্ন করা হলো: হে আল্লাহর রসূল! কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? আল্লাহর রসূল ﷺ বললেন,... কিয়ামতের দিন আমার শাফা’আত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে 'মন থেকে' এবং 'একনিষ্ঠ-চিত্তে' লা ইলাহা ইল্লাল্লাহ বলে।" (বুখারী, কিতাবুল ইলম, ৩/৩৩. অধ্যায়)
.
আপনার এমন কয়টি আমল আছে যা আপনি এবং আপনার রব ছাড়া কেউ জানে না? আজকাল আমাদের বেশিরভাগ আমল প্রকাশ্য, গোপন বলে কিছু নেই। অথচ আমাদের নেককার পূর্ববর্তীগণ এমনভাবে আমল করতেন, এমনকি তাদের স্ত্রীরাও টের পেতো না!
.
কিছু আমল করুন যা কেবল আল্লাহ্ তা'অালা জানবেন। মিযানের পাল্লায় তা খুব ভারী হবে। নিশ্চয়ই ইখলাস ছোট আমলকে অনেক বড় করে তোলে।
__________
কালেক্টেড৷
"অমুক অমুক জায়গায় আমার লেখা বই আছে। আমি এগুলো এতদিন প্রকাশ করিনি; কারণ, আমি আমার নিয়তকে খালেস (একনিষ্ঠ) পাই নি। তাই বলছি, যখন আমার মৃত্যু যন্ত্রণা শুরু হবে, আমার হাতের ওপর তোমার হাত রাখবে। যদি দেখো আমি শক্ত করে ধরছি, তাহলে বুঝে নিবে আমার কাজ কবুল হয়নি; তখন আমার বইগুলো নদীতে ফেলে দিয়ে আসবে। আর যদি দেখো আমি মুষ্টি ছেড়ে দিচ্ছি, তাহলে বুঝে নিবে আমার কাজ কবুল হয়েছে।"
.
তাঁর বন্ধু বলেন,
"অবশেষে যখন মৃত্যু যন্ত্রণা শুরু হলো, আমি তাঁর কবজি ধরলাম। তারপর তাঁর মুষ্টি হালকা হয়ে এলো। ফলে তার বইসমূহ প্রকাশ পেলো।"
(সিয়ার আ'লাম আন-নুবালা)
.
নিয়ত নিয়ে এভাবে আমরা কয়জন চিন্তা করি? বরং ভাল কাজ করতে পেরে আমরা দিব্যি লোকসমাজে বলে বেড়াই।
সুফইয়ান ইবন সাইয়িদ আছ-ছাওরী রহ. বলেন, "আমি নিয়ত (সঠিক দিকে) ধরে রাখার চেয়ে কঠিন কোনো কিছু পাইনি।" (আল-জামি'ঈ লি-আদাব আর-র'য়ি, খতীব বাগদাদী, ৩১৮/১)
.
নিঃসন্দেহে নিয়ত খুব কঠিন বিষয়। এর বিশুদ্ধতা ধরে রাখা খুব কঠিন। শায়খ মুহাম্মাদ ইবন সালিহ আল-উসাইমীন রহ. বলেন, "এই জন্যই হাদীসে এসেছে, আবূ হুরায়রা রদি. বলেন, 'একদা আল্লাহর রসূল ﷺ – কে প্রশ্ন করা হলো: হে আল্লাহর রসূল! কিয়ামতের দিন আপনার সুপারিশ লাভের ব্যাপারে কে সবচেয়ে অধিক সৌভাগ্যবান হবে? আল্লাহর রসূল ﷺ বললেন,... কিয়ামতের দিন আমার শাফা’আত লাভে সবচেয়ে সৌভাগ্যবান হবে সেই ব্যক্তি যে 'মন থেকে' এবং 'একনিষ্ঠ-চিত্তে' লা ইলাহা ইল্লাল্লাহ বলে।" (বুখারী, কিতাবুল ইলম, ৩/৩৩. অধ্যায়)
.
আপনার এমন কয়টি আমল আছে যা আপনি এবং আপনার রব ছাড়া কেউ জানে না? আজকাল আমাদের বেশিরভাগ আমল প্রকাশ্য, গোপন বলে কিছু নেই। অথচ আমাদের নেককার পূর্ববর্তীগণ এমনভাবে আমল করতেন, এমনকি তাদের স্ত্রীরাও টের পেতো না!
.
কিছু আমল করুন যা কেবল আল্লাহ্ তা'অালা জানবেন। মিযানের পাল্লায় তা খুব ভারী হবে। নিশ্চয়ই ইখলাস ছোট আমলকে অনেক বড় করে তোলে।
__________
কালেক্টেড৷
Comment