Announcement

Collapse
No announcement yet.

শায়েখ মোহাম্মদ আতঁ-তাহির ইবনে আশুর রাহিমাহুল্লাহ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • শায়েখ মোহাম্মদ আতঁ-তাহির ইবনে আশুর রাহিমাহুল্লাহ

    শায়েখ মোহাম্মদ আতঁ-তাহির ইবনে আশুর রাহিমাহুল্লাহ

    1973 সালের 1২ আগস্ট, শায়েখ মোহাম্মদ আতঁ-তাহির ইবনে আশুর তিউনিশিয়ায় মৃত্যু বরণ করেন। তিনি ছিলেন আধুনিক যুগের কুরআনের বিশিষ্ট ব্যক্ষ্যাকারক। তিনি তার তাফসীর ‘তাহরীর ওয়াত তানবীর’ এর মাধ্যমে পরিচিত ছিলেন।

    সেই সাথে শায়খ মুহাম্মদ সত্য কথা বলার সাহস এবং বিপথগামী শাসকের বিরুদ্ধে কথা বলার জন্য পরিচিতি ছিলেন।

    1961 সালের ফেব্রুয়ারীতে, তিউনিশিয়ায় ধর্মনিরপেক্ষ রাষ্ট্রপতি হাবিব বুরগুইবা, তিউনিশিয়ার নাগরিকদেরকে রমজান মাসে উপবাস না করার আহ্বান জানানোর জন্য আদেশ দেন এবং একটি "মর্ডান রাষ্ট্র" প্রতিষ্ঠার ভিত্তি স্থাপন করেন। তারপর সে তার মন্ত্রিদেরকে সাথে নিয়ে টেলিভিশনে উপস্থিত হয়ে রমজানে রোজার সময় খাওয়া ও পান করে।

    তার আশা করছিল শায়েখ আশুর ও শায়েখ আব্দুল আজিজ রমজানের রোযা ভেঙ্গে ফেলার বৈধতার ব্যপারে একটি ফতোয়া জারি করেন।

    দুই জন শায়েখই এমন ফতোয়া প্রচার করতে অস্বীকার করেন এবং শায়েখ আশুর নিম্নোক্ত আয়াতটি ক্ষোভের সঙ্গে তেলয়াত করেন:

    হে ঈমানদারগণ! তোমাদের উপর রোজা ফরয করা হয়েছে, যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর, যেন তোমরা পরহেযগারী অর্জন করতে পার। (আল বাকারাহ ২: 183)
    এবং ঘোষণা করেন: “পরাক্রমশালী আল্লাহ্ সত্য বলেছেন এবং বুরগুইবা মিথ্যাবাদী!” এবং তিনি এটা তিনবার পুনরাবৃত্তি।

    @আমিনকে বলতে দাও
Working...
X