উপমহাদেশের জিহাদী আন্দোলনের এই গৌরব গাঁথা আমরা অনেকেই ভালোভাবে জানি না। নিম্নোক্ত প্রবন্ধ দুটিতে বিশ্লেষণ আকারে ইতিহাসটা বিধৃত হয়েছে। অনেক কারণেই এই আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা লাভ করা উপমহাদেশের চলমান আন্দোলনের গতিধারা নির্ণয়ের লক্ষ্যে আমাদের জন্য অতি গুরুত্বপূর্ণ।অনেক দিক থেকেই এই আন্দোলনের সঙ্গে আমাদের বর্তমান সময়ের অনেক মিল রয়েছে।আমরা সালাহউদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহি -এর ক্রুসেড মোকাবেলার ইতিহাস যেমনটা জানি, তারিক বিন জিয়াদ রহমতুল্লাহি আলাইহি -এর স্পেন বিজয়ের গৌরব গাঁথা উপন্যাসের বই যতটা পড়েছি, সেই তুলনায় বালাকোটের ইতিহাস সম্পর্কে আমাদের পড়াশোনা কম। প্রবন্ধ দুটি এই অভাব কিছুটা হলেও ঘুচাবে বলেই আমি আশাবাদী।
(প্রবন্ধের সবকটা শব্দ চয়ন ও বচন শৈলীর সঙ্গে আমি একমত নই)
(প্রবন্ধের সবকটা শব্দ চয়ন ও বচন শৈলীর সঙ্গে আমি একমত নই)