ব্রিটিশদের সাথে যুদ্ধে শহীদ কয়েকজন উসমানী যোদ্ধার পড়ে থাকা লাশ।
আজ থেকে ১০৩ বছর আগে, জাফা উপত্যকায় ব্রিটিশদের সাথে যুদ্ধে শহীদ কয়েকজন উসমানী যোদ্ধার পড়ে থাকা লাশ। ১৯১৭ সালের ৩০শে ডিসেম্বর বিজয়ী বেশে জেরুসালেমে প্রবেশ করে ব্রিটিশ বাহিনী। মুসলিমদের হাতছাড়া হয়ে যায় আল কুদসের ভুমি ফিলিস্তিন। উসমানীদের পরাজয়ের পর ফিলিস্তিনকে দেখার আর কেউ ছিল না। আজও নেই। এই শহীদদের রক্ত শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে আরো লাখো শহীদের রক্ত, কিন্তু শুকায় নি ফিলিস্তিনি মায়েদের অশ্রুর নহর। চল্লিশ হাজার যাইতুন বাগিচার জুন্দ ফিলিস্তিন আজ খাঁ খাঁ করা এক অবরুদ্ধ কারাগার ।
সংগ্রহীত।
শুন্য দিগন্ত পথ চেয়ে আছে, আবার কবে ফিরে আসবে উমার, সালাহউদ্দীন, সালিহ বা বাইবার্সের ছেলেরা...
সংগ্রহীত।
Comment