- লাল মসজিদ নিয়ে জানার আগ্রহ অনেক দিনের। তবে তেমন কোন রিসোর্স খুঁজে পাচ্ছিলাম না। কিছু রিসোর্স অনেক খোঁজাখুঁজি করে পেয়েও গেলাম। কিন্তু সেগুলো ছিল বিপরীত আলোচনা পূর্ণ। কিছু বুঝে উঠতে পারছিলাম না।
যাই হোক আস্তে আস্তে জানতে শুরু করলাম লাল মসজিদ সম্পর্কে।যত জানতে লাগলাম ততই অবাক হয়ে যাচ্ছিলাম।তখন হঠাৎ সিদ্ধান্ত নিয়ে ফেলি অগোছালো হলেও এই ইতিহাস জানা ও জানানো প্রয়োজন।তাই লেখার সিদ্ধান্ত নিয়ে ফেলি
- অনেক সময় ব্যয় করে যৎসামান্য ধারাবাহিকতা বজায় রাখতে চেষ্টা করে যাচ্ছি। এখনও কাজ চলমান। তবে যতটুকু কাজ হয়েছে সেগুলো আমার দ্বীনি ভাইদের সামনে উপস্থাপন করার সাথে সাথে আমার কাজ চলমান রাখার ইচ্ছা করেছি।কারণ কেমন যেন কাজটি শুরুর পর থেকে তেমন অগ্রগতি হচ্ছে না।তাই ভাবলাম যতটুকু হয়েছে সেটা ভাইদের সামনে উপস্থাপন তেনাদের কারোর ইখলাস পূর্ণ দোয়ার বরকতে হয়তো কল্যাণের সাথে দ্রুত কাজটি শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ।
আমার আলোচনা শুরু করবো একটি ভূমিকা দিয়ে। যেখানে মূলত কিছু ব্যক্তি, স্থান ও প্রতিষ্ঠানের পরিচয় করিয়ে দিব যাতে করে সামনে মূল ঘটনা বুঝতে সহজ হবে ইনশাআল্লাহ।এই লেখাটি ইনশাআল্লাহ ইতিপূর্বে যাকাতের মাছরাফ সম্পর্কে লেখাটির মতো সিরিজ আকারে লেখা হবে ইনশাআল্লাহ। পাশাপাশি এই কোন ভাইয়ের কাছে এই বিষয়ে কোনো রিসোর্স থাকলে এখানে দেয়ার বিশেষভাবে অনুরোধ করছি।
দোয়ার দরখাস্ত করে আলোচনায় এগোচ্ছি ইনশাআল্লাহ।
وما توفيقي إلا بالله
দোয়ার মুহতাজআবু বাসির
১০/১০/২৫ বাদ জুমা
Comment