
ইয়ারমুকের যুদ্ধে রোমান সেনাপতি খালিদ বিন ওয়ালিদকে উদ্দেশ্য করে বলেছিলেন,
"দেখে মনে হচ্ছে তোমাদের দারিদ্রতা, ছেড়া জামা, ক্ষুধা তোমাদেরকে এখানে এনেছে। তুমি যদি চাও তাহলে আমি তোমাদের প্রত্যেককে ১০ দিনার করে দিব, দামি পোষাক আর উত্তম খাবার দিব। এগুলো নিয়ে তোমরা চলে যাবে। পরবর্তী বছরেও তোমাদেরকে এসব পাঠানো হবে। এই তুচ্ছ জিনিসের জন্য তোমাদেরকে এখানে এসে ঝামেলা পাকাতে হবে না।"
খালিদ বিন ওয়ালিদ রোমান সেনাপতির এমন কটূক্তিমূলক আর অহংকারসূচক কথার জবাবে বলেছিলেন,
"মাহান, কান খুলে শুনে রাখো! আমাদের এখানে আসা সম্পর্কে তোমার বুঝের ঘাটতি আছে। আমরা এমন এক জাতি যারা প্রতিপক্ষের রক্ত পান করি। আমরা শুনেছি রোমানদের রক্ত নাকি খুব সুস্বাদু। তাই আমরা এখানে তা উপভোগ করতে এসেছি।"
@LetAmeenSpeakBengali
 

 
							
						
Comment