Announcement

Collapse
No announcement yet.

তাতারীদের ইতিহাস , নিজে সংগ্রহ করুন, অন্যকে হাদিয়া দিন...

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • তাতারীদের ইতিহাস , নিজে সংগ্রহ করুন, অন্যকে হাদিয়া দিন...



    তাতারীদের ইতিহাস গ্রন্থটি ষষ্ঠ শতাব্দির মুসলিম সামরাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ্রন্থ। বিখ্যাত ইতিহাসবিদ ড. রাগেব সারাজানির অনন্য সৃষ্টি এই বক্ষ্যমাণ গ্রন্থটির আলোচ্য বিষয় বর্বর তাতারীদের ঘৃন্য জঘন্য ইতিহাস। লেখক প্রতিষ্ঠিত সত্যের পাটাতনে দাঁড়িয়ে বলে গেছেন ইতিহাসের দাস্তান। সেই সঙ্গে ইসলামের শাশ্বত বিশ্বাস বরিত চরিত্র এবং মুসলমানদের রক্তে নির্মিত ঐতিহ্য ও আদর্শের প্রতি যতড়ববান থেকেছেন পূর্ণ সতর্কতায়। লেখকের গদ্য বড় অদ্ভুত সুন্দর। সহজ। সুখপাঠ্য। শক্তিমান ও প্রাঞ্জল। আরবী আধুনিক এবং বর্ণনাভঙ্গি ঋজু। ইতিহাসের গ্রন্থ বলে শব্দ ব্যবহারে ভাষা প্রাচুর্যও লক্ষণীয়। সবমিলিয়ে ‘তাতারীদের ইতিহাস’ একটি বর্ণাঢ্য রচনা।


    বর্ণনার ধারাবাহিকতা, তথ্যের সহজ উপস্থাপন, কাহিনীর বিন্যাস, ঘটনা চয়নের নিপূণতা, ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে ইতিহাসের একঘেয়ে ও জটিল আবহ থেকে পাঠককে বের করে নিয়ে এমন এক অদ্ভুত উপলব্ধির জগত নির্মাণ করেন, এখান থেকে বের হতে সময় লাগে। লেখক ইতিহাসের নির্মোহ কথকের মত শুধু ঘটনা-ঘনঘটার বয়ান দিয়ে যান নি; তিনি জায়গায় জায়গায় বিরতি নিয়েছেন, ঘটনার কারণ বিশ্লেষণ করেছেন, আহাজারি করেছেন, বর্তমানকে অতীতের সাথে মিলিয়ে দেখিয়েছেন। বারবার বলেছেন ইতিহাস পুনরাবৃত্ত হয়। তাতারীদের আমরা অতীতের অচেনা কোন ভূমিতে রেখে আসিনি। তাতারদের পেছনে রেখে আসা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য, সত্যিকার অর্থে তাবৎ পৃথিবীর জন্যে এরা সার্বজনীন, সর্বকালের। লেখক তিরস্কার আর মমতার ছুরি দিয়ে আমাদের চেতনা ও অনুভূতিকে তুমুল আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন। বলতে চেয়েছেন উত্থান পতনই এই পৃথিবীর জীবনছন্দ এবং যুদ্ধে পরাজয় কোনো বীরের জন্যে সাময়িক অপমান হতে পারে; আবার সেটাই হতে পারে তার জাতির জন্যে বিজয়ের পাঠ ও পাঠশালা। এ কারণেই আমাদের পূর্বসূরি মনীষীগণ শত্রুর কয়েদখানায় বসেও জিহাদের দাস্তান লিখতে ভুলেন নি। কয়লার কালিতে কাফনের কাপড়ে ইতিহাস লেখার ইতিহাস তো আমাদেরই। সে হিসেবে তাতারীদের কাহিনী আমাদের তরুণদের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। এটি আমাদের আলোচনায় আসা একান্ত দরকার। ‘আইনে জালূত’ আমাদের বিজয়ের মাঠ। ‘ইমাম কুতয’ আমাদের নায়ক নন; মহা নায়ক। আমাদের আদর্শ ও চেতনার অমর তেজস্বী শিক্ষক। তার ‘মান লিল ইসলাম ইন লাম নাকুন নাহনু’-র আওয়াজ আজো বাতাসে ভাসে।

    অথচ আমরা তাকে চিনিই না! তাতার আমাদের মুসলমানদের জন্য সবসময়ই প্রাসঙ্গিক। বর্তমান সময়ে আরো বেশি প্রাসঙ্গিক। দোয়া করি এটি আমাদের তরুণদের হাতে হাতে উঠে আসুক। ‘ওয়া ইসলা..মা....হ’ বলে আইনে জালুতের মাঠে কুতযের সেই পাষাণ নিনাদ আমাদের রক্তে কাঁপন ধরাক।
    মাওলানা আবদুল আলীম অনূদিত এই গ্রন্থ তার বিষয় তথ্যশক্তি টার্গেট এবং ভাষার সৌকর্যে আমাদের বাঙলা সাহিত্যে একটি উত্তম সংযোজন বলে বিবেচিত হবে। ইনশাআল্লাহ




    লেখক: ড. রাগেব সারজানী
    অনুবাদক: মাওলানা মুহাম্মদ আবদুল আলীম
    সম্পাদনা: মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
    প্রকাশনী: মাকতাবাতুল হাসান
    প্রথম প্রকাশকাল: জানুয়ারী, ২০১৬
    ৳২৮৬.০০

    অনলাইনে অর্ডার করুন- https://www.kitabghor.com/books/tatarider-itihas.html
    Last edited by abu_mujahid; 11-02-2016, 02:55 PM.
    বিন কাসিমের রণ বেশে
    কাঁপন তুলো হিন্দ দেশে!
    দিকে দিকে লাগাও নারাহ
    জিহাদেই শান্তির ফোয়ারা!!

  • #2
    ভাই পিডিএফ কোন ফরম্যাট নেই?
    "হক হকের জায়গায়
    সম্মান সম্মানের জায়গায়
    আমরা বেছে নিয়েছি আল্লাহর দলকেই"

    Comment


    • #3
      না আখি। এখনো বের হয়নি। আর কয়েক মাস যাক তারপরে বের হবে ইনশাআল্লাহ। নতুন বাজারে এসেছে
      বিন কাসিমের রণ বেশে
      কাঁপন তুলো হিন্দ দেশে!
      দিকে দিকে লাগাও নারাহ
      জিহাদেই শান্তির ফোয়ারা!!

      Comment


      • #4
        Originally posted by abu_mujahid View Post


        তাতারীদের ইতিহাস গ্রন্থটি ষষ্ঠ শতাব্দির মুসলিম সামরাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ্রন্থ। বিখ্যাত ইতিহাসবিদ ড. রাগেব সারাজানির অনন্য সৃষ্টি এই বক্ষ্যমাণ গ্রন্থটির আলোচ্য বিষয় বর্বর তাতারীদের ঘৃন্য জঘন্য ইতিহাস। লেখক প্রতিষ্ঠিত সত্যের পাটাতনে দাঁড়িয়ে বলে গেছেন ইতিহাসের দাস্তান। সেই সঙ্গে ইসলামের শাশ্বত বিশ্বাস বরিত চরিত্র এবং মুসলমানদের রক্তে নির্মিত ঐতিহ্য ও আদর্শের প্রতি যতড়ববান থেকেছেন পূর্ণ সতর্কতায়। লেখকের গদ্য বড় অদ্ভুত সুন্দর। সহজ। সুখপাঠ্য। শক্তিমান ও প্রাঞ্জল। আরবী আধুনিক এবং বর্ণনাভঙ্গি ঋজু। ইতিহাসের গ্রন্থ বলে শব্দ ব্যবহারে ভাষা প্রাচুর্যও লক্ষণীয়। সবমিলিয়ে ‘তাতারীদের ইতিহাস’ একটি বর্ণাঢ্য রচনা।


        বর্ণনার ধারাবাহিকতা, তথ্যের সহজ উপস্থাপন, কাহিনীর বিন্যাস, ঘটনা চয়নের নিপূণতা, ইতিহাসের চুলচেরা বিশ্লেষণ ইত্যাদির মাধ্যমে ইতিহাসের একঘেয়ে ও জটিল আবহ থেকে পাঠককে বের করে নিয়ে এমন এক অদ্ভুত উপলব্ধির জগত নির্মাণ করেন, এখান থেকে বের হতে সময় লাগে। লেখক ইতিহাসের নির্মোহ কথকের মত শুধু ঘটনা-ঘনঘটার বয়ান দিয়ে যান নি; তিনি জায়গায় জায়গায় বিরতি নিয়েছেন, ঘটনার কারণ বিশ্লেষণ করেছেন, আহাজারি করেছেন, বর্তমানকে অতীতের সাথে মিলিয়ে দেখিয়েছেন। বারবার বলেছেন ইতিহাস পুনরাবৃত্ত হয়। তাতারীদের আমরা অতীতের অচেনা কোন ভূমিতে রেখে আসিনি। তাতারদের পেছনে রেখে আসা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য, সত্যিকার অর্থে তাবৎ পৃথিবীর জন্যে এরা সার্বজনীন, সর্বকালের। লেখক তিরস্কার আর মমতার ছুরি দিয়ে আমাদের চেতনা ও অনুভূতিকে তুমুল আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন। বলতে চেয়েছেন উত্থান পতনই এই পৃথিবীর জীবনছন্দ এবং যুদ্ধে পরাজয় কোনো বীরের জন্যে সাময়িক অপমান হতে পারে; আবার সেটাই হতে পারে তার জাতির জন্যে বিজয়ের পাঠ ও পাঠশালা। এ কারণেই আমাদের পূর্বসূরি মনীষীগণ শত্রুর কয়েদখানায় বসেও জিহাদের দাস্তান লিখতে ভুলেন নি। কয়লার কালিতে কাফনের কাপড়ে ইতিহাস লেখার ইতিহাস তো আমাদেরই। সে হিসেবে তাতারীদের কাহিনী আমাদের তরুণদের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। এটি আমাদের আলোচনায় আসা একান্ত দরকার। ‘আইনে জালূত’ আমাদের বিজয়ের মাঠ। ‘ইমাম কুতয’ আমাদের নায়ক নন; মহা নায়ক। আমাদের আদর্শ ও চেতনার অমর তেজস্বী শিক্ষক। তার ‘মান লিল ইসলাম ইন লাম নাকুন নাহনু’-র আওয়াজ আজো বাতাসে ভাসে।

        অথচ আমরা তাকে চিনিই না! তাতার আমাদের মুসলমানদের জন্য সবসময়ই প্রাসঙ্গিক। বর্তমান সময়ে আরো বেশি প্রাসঙ্গিক। দোয়া করি এটি আমাদের তরুণদের হাতে হাতে উঠে আসুক। ‘ওয়া ইসলা..মা....হ’ বলে আইনে জালুতের মাঠে কুতযের সেই পাষাণ নিনাদ আমাদের রক্তে কাঁপন ধরাক।
        মাওলানা আবদুল আলীম অনূদিত এই গ্রন্থ তার বিষয় তথ্যশক্তি টার্গেট এবং ভাষার সৌকর্যে আমাদের বাঙলা সাহিত্যে একটি উত্তম সংযোজন বলে বিবেচিত হবে। ইনশাআল্লাহ




        লেখক: ড. রাগেব সারজানী
        অনুবাদক: মাওলানা মুহাম্মদ আবদুল আলীম
        সম্পাদনা: মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন
        প্রকাশনী: মাকতাবাতুল হাসান
        প্রথম প্রকাশকাল: জানুয়ারী, ২০১৬
        ৳২৮৬.০০

        অনলাইনে অর্ডার করুন- https://www.kitabghor.com/books/tatarider-itihas.html
        জাজাকাল্লাহ ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ

        حَسْبِيَ اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ عَلَيهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

        আল্লাহই আমার জন্য যথেষ্ট, তিনি ছাড়া আর কোনো হক্ব ইলাহ নেই। আমি তাঁর উপরই ভরসা করি। আর তিনি মহান আরশের রব্ব

        Comment


        • #5
          জাযাকাল্লাহু খাইরান ভাই। বইটার সন্ধান দেওয়ার জন্যে। আমার নিকত একটা কপি আছে।
          আশা করি এটার "পি ডি এফ" কপি আমরা পেয়ে জাব ইনশালালাহ।

          আসলেই এটা আমাদের অতীত ও বর্তমান সময়কে বঝার জন্যে অনেক জরুরী একটি কিতাব।
          ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ও ঘটছে। এটা প্রত্যেকেই পড়া উচিত।

          Comment


          • #6
            জাযাকাল্লাহ।

            الَّذِينَ آمَنُوا وَتَطْمَئِنُّ قُلُوبُهُم بِذِكْرِ اللَّهِ ۗ أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ [١٣:٢٨]

            "যারা বিশ্বাস স্থাপন করে এবং তাদের অন্তর আল্লাহর যিকির দ্বারা শান্তি লাভ করে; জেনে রাখ, আল্লাহর যিকির দ্বারাই অন্তর সমূহ শান্তি পায়।"(সূরা রা'দ,আয়াতঃ২৮)

            Comment


            • #7
              Originally posted by Ustad Ahmad Faruq View Post
              জাযাকাল্লাহু খাইরান ভাই। বইটার সন্ধান দেওয়ার জন্যে। আমার নিকত একটা কপি আছে।
              আশা করি এটার "পি ডি এফ" কপি আমরা পেয়ে জাব ইনশালালাহ।

              আসলেই এটা আমাদের অতীত ও বর্তমান সময়কে বঝার জন্যে অনেক জরুরী একটি কিতাব।
              ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে ও ঘটছে। এটা প্রত্যেকেই পড়া উচিত।
              ওয়া ইয়্যাকা উস্তাদ। কিন্তু বইটির গ্রন্থস্বত্ব আছে। প্রকাশকের অনুমতি ব্যাতীত প্রকাশ করা কি উচিত হবে? কয়েক মাস পরে ইনশাআল্লাহ বের করা যায়, তখন অনেক কপি বিক্রি হয়ে যাবে। আর ওনাদের প্রাপ্য টাকাও মোটামোটি উঠে যাবে
              বিন কাসিমের রণ বেশে
              কাঁপন তুলো হিন্দ দেশে!
              দিকে দিকে লাগাও নারাহ
              জিহাদেই শান্তির ফোয়ারা!!

              Comment

              Working...
              X