মাওলানা আইনুল হক কাসেমির নতুন আর্টিকেল-
---------------------------------------------------------------
ঘটনাটা আলজেরিয়ায় ফ্রান্সের ঔপনিবেশিকতার সময়কার। এক ফরাসি সৈন্য তার ডায়রিতে লিখেছে-
'যখনই আমরা আলজেরিয়ার গ্রাম ও পাহাড়ে আমাদের বিরুদ্ধে লড়াকু মুজাহিদদদের গ্রেফতার করতে চিরুনি অভিযান চালাতাম বা ক্রেকডাউন লাগাতাম, তখনই আমি মনে মনে লজ্জিত হয়ে যেতাম। নিজেকে খুবই ইতর অনুভব করতাম। কারণ-
আলজেরিয়ান যুবতী ও রমণীরা যখনই আমাদের উপস্থিতি ঠের পেত, ততক্ষণাৎ বিজলির মতো হুমড়ি খেয়ে আস্তাবল বা পশুশালার দিকে দৌড় দিত। পশুর গোবর ও মল তাদের সারা শরীরে মাখিয়ে নিতো! যাতে করে তাদের শরীরের দুর্গন্ধে আমরা তাঁদেরকে ছিনতাই করা তো দূরের কথা; ধারেকাছেও না ভীড়ি! গোবর আর মলের দুর্গন্ধে নাক ছিটকাই! কামলালসা চরিতার্থ করার চিন্তা ছেড়ে নিজেদের কাপড় বাঁচানোর ফিকির করি!'
আল্লাহু আকবার! ইজ্জত রক্ষার এ কেমন পদক্ষেপ?! অদ্ভুত! বিরল! বেজায় আশ্চর্যজনক! পশুর গোবর ও মল সারা গায়ে মাখিয়ে নেয়া! উদ্ভট দুর্গন্ধ! ভাবতেই যেন কেমন লাগে! হুঁহুঁহুঁ......
সম্ভ্রম রক্ষায় এরকম জলাঞ্জলি কোন জাতির মেয়েরা দেখাতে পেরেছে কি মুসলিম জাতির মেয়েরা ছাড়া?! এরকম নজীর কি ইতিহাসে পাওয়া যাবে?! এ কেমন আত্নসম্ভ্রমবোধ?!
সূত্র- আরবের জনপ্রিয় ফেইসবুক পেইজ (التاريخ_الإسلامي) হতে।
Comment