সুলতান মাহমুদ আল ফাতেহ এর মা হুমা হাতুন, শিশু মাহমুদকে ভোরে কন্সট্যান্টটিনোপোলের দেয়াল দেখিয়ে বলতেন,
“মাহমুদ, তুমি এই প্রাচীর পদানত করবে”। শিশু তার মাকে জিজ্ঞাস করতো, “কিন্তু আমি কিভাবে এত বড় শহর বিজয় করবো?”
সে মা তার সন্তানকে প্রজ্ঞার সাথে জবাব দিতো, “কুরআন দিয়ে, সালতানাত (রাজ্য) দিয়ে, অস্ত্র এবং মানুষের ভালোবাসা দিয়ে”।
সে মা তার সন্তানকে ইসলামের জন্য উৎসর্গ করে দিয়েছিলেন। অগ্রাধিকার নির্ধারণ করেছিলেন এবং সন্তান্তকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে শাসকের সুসংবাদ দিয়েছিলেন, সে শাসক হিসেবে গড়ে তুলেছিলেন। ২১ বছর বয়সে তিনি কন্সট্যান্টিনোপোল পদানত করেন এবং পূর্বের রোমান সাম্রাজ্যের পতন ঘটান।
Comment