০১
আনাস রা. থেকে বর্ণিত- রাসূল সা. যখন খন্দকের দিকে আগমন করলেন তখন প্রত্যক্ষ করলেন যে, এক শীতের সকালে আনসার ও মুহাজিরীনগণ খনন করছেন। তাদের নিকট এমন কোন দাস নেই যে তাদের পরিবর্তে দাসগণ এ কাজ করে দেয়। তাদের কষ্ট এবং ক্ষুধার ভাব দেখে রাসূলুল্লাহ সা. বললেন-
اللهم ان العيش عيش الاخرة** فاغفرللانصار والمهاجرة
হে আল্লাহ! অবশ্যই পরকালীন জীবনটাই প্রকৃত জীবন।
অতএব, আনসার এবং মুহাজিরগণকে ক্ষমা করে দিন।
হে আল্লাহ! অবশ্যই পরকালীন জীবনটাই প্রকৃত জীবন।
অতএব, আনসার এবং মুহাজিরগণকে ক্ষমা করে দিন।
আনসার এবং মুহাজিরগণ প্রত্যুত্তরে বললেন-
نحن الذين بايعوا محمدا ** علي الجهاد ما بقينا ابدا
আমরা মুহাম্মদ সা. এর হাতে জিহাদের উপর বায়াত হয়েছি।
যতদিন এ দেহে প্রাণ আছে তা রক্ষা করার ওয়াদা করেছি।
আমরা মুহাম্মদ সা. এর হাতে জিহাদের উপর বায়াত হয়েছি।
যতদিন এ দেহে প্রাণ আছে তা রক্ষা করার ওয়াদা করেছি।
-সহীহ বুখারী: ১ম খণ্ড: ৩৯৭ পৃ. ২য় খণ্ড: ৫৮৮ পৃ.
০২
উহুদ যুদ্ধের পর রাসূল সা. বনু দীনার গোত্রের এমন এক মহিলার পাশ দিয়ে গমন করেন যার স্বামী, ভাই ও পিতা শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। তাঁকে এদের শাহাদাতের সংবাদ দেয়া হলে, তিনি বলে উঠলেন- রাসূলুল্লাহ সা. এর খবর কী? সাহাবীগণ উত্তর দিলেন- “হে উম্মু ফুলান। তুমি যেমন চাচ্ছো তিনি তেমনই আছেন।” অর্থাৎ তিনি ভালোই আছেন। মহিলাটি বললেন- “তাঁকে একটু আমাকে দেখিয়ে দিন। আমি তাঁর দেহ মোবারক দেখতে চাই।” সাহাবীগণ ইঙ্গিতে রাসূলুল্লাহ সা. কে দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সা. এর প্রতি তাঁর দৃষ্টি পড়া মাত্রই হঠাৎ তিনি বলে উঠলেন-
كل مصيبة بعدك جلل
আপনাকে পেলে সব বিপদই নগন্য।
উহুদ যুদ্ধের পর রাসূল সা. বনু দীনার গোত্রের এমন এক মহিলার পাশ দিয়ে গমন করেন যার স্বামী, ভাই ও পিতা শাহাদাতের পেয়ালা পান করেছিলেন। তাঁকে এদের শাহাদাতের সংবাদ দেয়া হলে, তিনি বলে উঠলেন- রাসূলুল্লাহ সা. এর খবর কী? সাহাবীগণ উত্তর দিলেন- “হে উম্মু ফুলান। তুমি যেমন চাচ্ছো তিনি তেমনই আছেন।” অর্থাৎ তিনি ভালোই আছেন। মহিলাটি বললেন- “তাঁকে একটু আমাকে দেখিয়ে দিন। আমি তাঁর দেহ মোবারক দেখতে চাই।” সাহাবীগণ ইঙ্গিতে রাসূলুল্লাহ সা. কে দেখিয়ে দিলেন। রাসূলুল্লাহ সা. এর প্রতি তাঁর দৃষ্টি পড়া মাত্রই হঠাৎ তিনি বলে উঠলেন-
كل مصيبة بعدك جلل
আপনাকে পেলে সব বিপদই নগন্য।
- ইবনে হিশাম,২য় খ-, ৯৯ পৃ.
চলবে ইনশাআল্লাহ...
Comment