লিবিয়ার মুজাহিদিনদের আমির উমার মুখতার ইতালির ইনভেইডারদের বিরুদ্ধে ১৯২০-১৯৩০ সাল পর্যন্ত জিহাদ করেছেন। ৭০ বছর বয়সে তিনি মারাত্মকভাবে জখম হন এবং তাকে ইতালি কারাবন্দী হিসেবে নিয়ে যায়।
১৯৩১ সালে বিচারাধীন কোর্টের সাথে উমার মুখতারের যে কথোপকথন হয়েছিল:
- আপনি কি ইতালি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন?
উমার: হ্যা।
- আপনি কি লোকদের ইতালির বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করেছেন?
উমার: হ্যা।
- আপনি যা করেছেন তার কি শাস্তি হতে পারে সেটা কি আপনার জানা আছে?
উমার: হ্যা।
ইতালির বিরুদ্ধে আপনি কত বছর যুদ্ধ করেছেন?
উমার: ২০ বছরেরও বেশি হবে।
- আপনি যা করেছেন তার ব্যাপারে কি আপনি অনুতাপবোধ করেন?
উমার: না।
- আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে মৃত্যুদন্ড দেয়া হবে?
উমার: হ্যা।
বিচারক তখন মন্তব্য করেন:
আপনার মত ব্যাক্তিত্ব সম্পন্ন কারো জন্য এ হবে এক দুঃখজনক পরিণতি।
তা শুনে উমার মুখতার বলেন:
বরং, এভাবে আমার জীবনের ইতি টানাই হল সর্বোত্তম পন্থা।
বিচারক চেয়েছিল তাকে খালাস করে নির্বাসনে পাঠিয়ে দিতে, যেন তিনি অন্য মুজাহিদদের অনুরোধ করেন জিহাদ বন্ধ করে দেয়ার জন্য।
এরপর উমার মুখতার তাঁর বিখ্যাত উক্তিটি করেন:
"আমার শাহাদাত আঙ্গুলি যা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল, সে আঙ্গুল দিয়ে কোন মিথ্যা লিখতে পারবো না। আমরা আত্মসমর্পণ করা জানি না, আমরা বিজয়ী হই, নয়তবা শহীদ হই।"
@LetAmeenSpeakBengali
					১৯৩১ সালে বিচারাধীন কোর্টের সাথে উমার মুখতারের যে কথোপকথন হয়েছিল:
- আপনি কি ইতালি রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন?
উমার: হ্যা।
- আপনি কি লোকদের ইতালির বিরুদ্ধে যুদ্ধ করতে উৎসাহিত করেছেন?
উমার: হ্যা।
- আপনি যা করেছেন তার কি শাস্তি হতে পারে সেটা কি আপনার জানা আছে?
উমার: হ্যা।
ইতালির বিরুদ্ধে আপনি কত বছর যুদ্ধ করেছেন?
উমার: ২০ বছরেরও বেশি হবে।
- আপনি যা করেছেন তার ব্যাপারে কি আপনি অনুতাপবোধ করেন?
উমার: না।
- আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে মৃত্যুদন্ড দেয়া হবে?
উমার: হ্যা।
বিচারক তখন মন্তব্য করেন:
আপনার মত ব্যাক্তিত্ব সম্পন্ন কারো জন্য এ হবে এক দুঃখজনক পরিণতি।
তা শুনে উমার মুখতার বলেন:
বরং, এভাবে আমার জীবনের ইতি টানাই হল সর্বোত্তম পন্থা।
বিচারক চেয়েছিল তাকে খালাস করে নির্বাসনে পাঠিয়ে দিতে, যেন তিনি অন্য মুজাহিদদের অনুরোধ করেন জিহাদ বন্ধ করে দেয়ার জন্য।
এরপর উমার মুখতার তাঁর বিখ্যাত উক্তিটি করেন:
"আমার শাহাদাত আঙ্গুলি যা সাক্ষ্য দেয় যে, আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর রাসূল, সে আঙ্গুল দিয়ে কোন মিথ্যা লিখতে পারবো না। আমরা আত্মসমর্পণ করা জানি না, আমরা বিজয়ী হই, নয়তবা শহীদ হই।"
@LetAmeenSpeakBengali
 

 ওমর মুখতার
									
									
									ওমর মুখতার
								
Comment