যতোদিন পর্যন্ত পৃথিবীতে খিলাফত ব্যবস্থা ছিল, ততোদিন পর্যন্ত মুসলমানরাই ছিল পৃথিবীর সবচেয়ে সম্মানী জাতি। আর যেদিন থেকে খিলাফত ব্যবস্থা বিলুপ্ত হয়েছে, সেদিন থেকে মুসলমানরা পৃথিবীতে একটি লাঞ্চিত জাতি হিসেবে রূপ লাভ করেছে!
.
যখন আমরা মুসলমানেরা ইসলামি খিলাফত দ্বারা পৃথিবী শাসন করেছি, তখন আমাদের সীমানা বলতে কিছু ছিলনা। ওমর রা. মদীনায় থেকে বাইশটি দেশ শাসন করেছেন। খলীফা ওয়ালীদ বিন আব্দুল মালিকের শাসনামলে তাঁর বাহিনী পূর্বদিকে চীনের সীমান্ত আর পশ্চিমদিকে উত্তর ফ্রান্স পর্যন্ত বীরদর্পে চষে বেড়াত। খলীফা হারূনুর রশীদ এশিয়ার চারভাগের তিনভাগের মালিক ছিলেন! খলীফা মু'তাসিম বিল্লাহ আমূরিয়াহ ধ্বংস করে দেয়ার পরও বর্তমান বুলগেরিয়ার সীমান্তে তাঁর বাহিনী প্রেরণ করে বুলগেরিয়াকে সতর্ক করে দিতেন!
.
সুলতান সালাহুদ্দীন আইয়ুবী ক্রুসেডারদের নেস্তনাবুদ করে আল-ক্বুদসকে মুক্ত করেছিলেন। সুলতান সাইফুদ্দীন ক্বুতুয পুরো বিশ্বে ত্রাস সৃষ্টিকারী তাতারদের কবর রচনা করে বিশ্বকে পরিত্রান দিয়েছিলেন। ওসমানি খলীফারা ইউরোপের অর্ধেকের চেয়েও আরও বেশি ভূখন্ডের মালিক ছিলেন!
.
আমাদের তো কোন সীমানা ছিলনা যখন একজন মুসলিম কর্ডোভা থেকে বাগদাদ, মরক্কো থেকে মক্কায় সফর করত! রাস্তায় তাকে কেউ তার পাসপোর্ট সম্পর্কে জানতে চাইতনা!
.
হরেক রঙের সব পতাকা, সব জাতীয়তা আর সীমানাকে সরিয়ে নিতে হবে, যেগুলোকে দখলদার ক্রুসেডাররা আমাদের দেশে দেশে আমদানি করেছে আমাদের মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে। বলো তাকবীর 'আল্লাহু আকবার' - মোরা এক আল্লাহ এক রাসুলের উম্মত।
আল্লাহ তায়ালা আমাদের সেই সোনালী অতীত ফের ফিরিয়ে আনার তাওফীক্ব দান করুন।
.
যখন আমরা মুসলমানেরা ইসলামি খিলাফত দ্বারা পৃথিবী শাসন করেছি, তখন আমাদের সীমানা বলতে কিছু ছিলনা। ওমর রা. মদীনায় থেকে বাইশটি দেশ শাসন করেছেন। খলীফা ওয়ালীদ বিন আব্দুল মালিকের শাসনামলে তাঁর বাহিনী পূর্বদিকে চীনের সীমান্ত আর পশ্চিমদিকে উত্তর ফ্রান্স পর্যন্ত বীরদর্পে চষে বেড়াত। খলীফা হারূনুর রশীদ এশিয়ার চারভাগের তিনভাগের মালিক ছিলেন! খলীফা মু'তাসিম বিল্লাহ আমূরিয়াহ ধ্বংস করে দেয়ার পরও বর্তমান বুলগেরিয়ার সীমান্তে তাঁর বাহিনী প্রেরণ করে বুলগেরিয়াকে সতর্ক করে দিতেন!
.
সুলতান সালাহুদ্দীন আইয়ুবী ক্রুসেডারদের নেস্তনাবুদ করে আল-ক্বুদসকে মুক্ত করেছিলেন। সুলতান সাইফুদ্দীন ক্বুতুয পুরো বিশ্বে ত্রাস সৃষ্টিকারী তাতারদের কবর রচনা করে বিশ্বকে পরিত্রান দিয়েছিলেন। ওসমানি খলীফারা ইউরোপের অর্ধেকের চেয়েও আরও বেশি ভূখন্ডের মালিক ছিলেন!
.
আমাদের তো কোন সীমানা ছিলনা যখন একজন মুসলিম কর্ডোভা থেকে বাগদাদ, মরক্কো থেকে মক্কায় সফর করত! রাস্তায় তাকে কেউ তার পাসপোর্ট সম্পর্কে জানতে চাইতনা!
.
হরেক রঙের সব পতাকা, সব জাতীয়তা আর সীমানাকে সরিয়ে নিতে হবে, যেগুলোকে দখলদার ক্রুসেডাররা আমাদের দেশে দেশে আমদানি করেছে আমাদের মুসলমানদের মাঝে বিভেদ সৃষ্টির লক্ষ্যে। বলো তাকবীর 'আল্লাহু আকবার' - মোরা এক আল্লাহ এক রাসুলের উম্মত।
আল্লাহ তায়ালা আমাদের সেই সোনালী অতীত ফের ফিরিয়ে আনার তাওফীক্ব দান করুন।
Comment