ইউসুফ আ. এর মাদরাসা
সকল প্রশংসা মহান আল্লাহর জন্যে, দুরূদ ও রহমত বর্ষিত হোক তাঁর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর ওপর।
এক ব্যক্তি শাফেয়ী রহ. কে জিজ্ঞেস করলেন, “কোন ব্যক্তি উত্তম? যাকে আল্লাহ পরীক্ষা করেছেন সে উত্তম; না এমন যোগ্য ব্যক্তি যাকে পরীক্ষা করা হয়নি?”
উত্তরে শাফেয়ী রহ. বলেন, “পরীক্ষা ব্যতীত কেউই যোগ্য হয় না।”
হে আমার ভাই!
এই বন্দিত্বই কত বীরকে প্রসব করেছে। পরিশুদ্ধ করেছে তাঁদের অন্তর-আত্মাকে। পৃথক করে দেখিয়েছে- কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী? মহান প্রতিপালকের বাণী-
وَلِيُمَحِّصَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَمْحَقَ الْكَافِرِينَ
“আর এ কারণেই আল্লাহ তাআলা ঈমানদারদেরকে পাক-সাফ করেন ও কাফেরদেরকে ধ্বংস করেন।” -সূরা আলে ইমরান: ১৪১কারাগারে যাওয়ার একটি ফায়েদা হলো- মুসলমানগণ এসব তাগুতদের শত্রুতা সম্পর্কে স্পষ্টরূপে জানতে পারে। জানতে পারে জিহাদ ফি সাবিলিল্লাহ’র বিরুদ্ধে তাদের কঠোর বিদ্বেষের বিষয়টাও । যদি আপনারা দেখতেন- এসব তাগুতরা, আমেরিকার এসব গোলামরা জেলের ভেতর আমাদের ভাই, আমাদের বোনদের সাথে কিরূপ আচরণ করে! যা দেখে কোন পাষন্ড নেই; যার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়বে না।
হে আমার ভাই! হে আমার বোন!
ধৈর্যধারণ করুন। ধৈর্যধারণ করুন। সাহায্য অতি নিকটে।
কবির ভাষায়-
হে আল্লাহর সৈনিক সবর করো
নিশ্চয়ই স্বস্তি রয়েছে কষ্টের পরেই
নির্যাতন ভেবো না- কারার বন্দীদশাকে
কারার প্রভুর সাহায্য অতি নিকটেই।
কেউ কেউ হয়তো মনে মনে বলছেন, এটা আবার কেমন সাহায্য?! এখানে তো কষ্টের পর কষ্ট! লাঞ্ছনার পর লাঞ্ছনা! নির্যাতনের পর নির্যাতন! যা পাহাড়সম দৃঢ় একজন মানুষকেও ভেঙ্গে চুরমার করে দেয়। নিশ্চয়ই স্বস্তি রয়েছে কষ্টের পরেই
নির্যাতন ভেবো না- কারার বন্দীদশাকে
কারার প্রভুর সাহায্য অতি নিকটেই।
তাকে বলতে চাই- এটি সেই মাদরাসা; যেখান থেকে ইউসুফ আ. শিক্ষিত হয়ে বের হয়েছিলেন। এখানে তিনি অনেক কিছু শিখেছিলেন। এটা সেই মাদরাসা; যা তাঁকে উম্মাহর নেতৃত্ব দিতে শেখায়। জানায়- কীভাবে তাদেরকে পরিচালনা করতে হবে।
বাকি অংশ সামনে প্রকাশিত হবে ইন-শাআল্লাহ!
...আল বালাগ, ইস্যুঃ ৩
...আল বালাগ, ইস্যুঃ ৩
Comment