একটি শিক্ষণীয় ঘটনা
উস্তায মুগীরা সামেত
একদিন এক শিক্ষক তার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা বড় হয়ে কী হবে? তখন একেক ছাত্র একেক রকম উত্তর দিল। কেউ বলল, আমি ডাক্তার হবো; কেউ বলল, আমি ইঞ্জিনিয়ার হবো; কেউ বলল, আমি পাইলট হবো। শুধু একটি ছেলে নীরবে বসে আছে; তাই তাকে নিয়ে অন্যরা হাসাহাসি করছে। তখন শিক্ষক তাকে প্রশ্ন করলেন, তুমি কী হতে চাও? সে বলল, আমার আকাঙ্খা হলো আমি সাহাবী হতে চাই! তখন শিক্ষক আশ্চর্য হয়ে বললেন, তুমি সাহাবী হতে চাও কেন? সে জবাবে বলল, আমার আম্মু প্রতি রাতে ঘুমানোর সময় আমাকে একজন সাহাবীর কাহিনী শোনান; তাই আমি সাহাবী হতে চাই। আমি জেনেছি, সাহাবীগণ বাহাদুর হোন, আল্লাহকে ভালোবাসেন, নবীজীকে ভালোবাসেন, তাঁরা আল্লাহ ছাড়া অন্য কাউকেই ভয় পান না; তাই আমি তাঁদের মতো হতে চাই। তখন ওই শিক্ষক বুঝে ফেললেন, ওই ছেলেকে গড়ার পেছনে রয়েছেন একজন মহীয়সী মা। আজকাল ক’জন এমন মা পাওয়া যাবে? যে তার সন্তানকে শৈশব থেকেই ইসলামি ধাঁচে গড়ে তোলে।
al-balagh 1438 | 2017 | issue 4
Comment