বিসমিল্লাহির রাহমানির রাহিম।
তাকবিয়াতুল ঈমান নামক বই থেকে কিছু সংগ্রহ।
আহমদ (রহ) মনে করলেন, এ অন্য লোনো ইসমাইল হবে। তাই তিনি বললেনঃ আমি শাহ আব্দুল আজিজ ( রহ) এর ভাতিজা শাহ ইসমাইলের কথা জিজ্ঞেস করছি। যখন তাকে বলা হলো যে,তিনিই শাহ ইসমাইল ( রহ) তখন তার সরলতা ও অনাড়ম্বর জীবন যাপন দেখে মুন্সি সাহেবের চোখ আপনা থেকেই অশ্রুসজল হয়ে উঠলো।
সাইয়েদ সাহেব সওয়ারির জন্য শাহ ইসমাইল সাহেবকে একটি ঘোড়া দিয়েছিলেন,কিন্তু তিনি যখন যখন কোনো কাজে যেতেন তখন অন্য কোনো বন্ধুকে ঘোড়ায় সওয়ার করিয়ে নিজে পায়ে হেটে যেতেন। কারণ, দ্বীনের কাজে যতবেশি কষ্ট করা যাবে ততবেশি সওয়াব অর্জিত হবে।
তাকবিয়াতুল ঈমান নামক বই থেকে কিছু সংগ্রহ।
আহমদ (রহ) মনে করলেন, এ অন্য লোনো ইসমাইল হবে। তাই তিনি বললেনঃ আমি শাহ আব্দুল আজিজ ( রহ) এর ভাতিজা শাহ ইসমাইলের কথা জিজ্ঞেস করছি। যখন তাকে বলা হলো যে,তিনিই শাহ ইসমাইল ( রহ) তখন তার সরলতা ও অনাড়ম্বর জীবন যাপন দেখে মুন্সি সাহেবের চোখ আপনা থেকেই অশ্রুসজল হয়ে উঠলো।
সাইয়েদ সাহেব সওয়ারির জন্য শাহ ইসমাইল সাহেবকে একটি ঘোড়া দিয়েছিলেন,কিন্তু তিনি যখন যখন কোনো কাজে যেতেন তখন অন্য কোনো বন্ধুকে ঘোড়ায় সওয়ার করিয়ে নিজে পায়ে হেটে যেতেন। কারণ, দ্বীনের কাজে যতবেশি কষ্ট করা যাবে ততবেশি সওয়াব অর্জিত হবে।
Comment