কালের মিনারে বাজতো যখন তোমার কণ্ঠস্বর
তাগুতী প্রাসাদে ওঠতো কাঁপন থরথর থরোথর
তোমার আলোয় দিকহারা মাঝি খুঁজে পেতো তার পথ
তোমার প্রদীপে আলোকিত হতো ধুসর ভবিষ্যৎ
সংকাটকালে তুমি বলে দিতে "এটা ঠিক;ওটা ভুল,
সাবধান মাঝি!ওই পথে গেলে ভেঙে যাবে মাস্তুুল"
প্রেরণার সুরে বলতে "বাতাসে তুলে দাও মাঝি পাল,
দারুণ সাহসে দাঁড় বেয়ে যাও-ছেড়োনা ছেড়োনা হাল".....
তুমি আজ নেই ভাবতেই বুকে বিষাদের সুর জাগে
সারাক্ষণ তুমি মনে পড়ে যাও ভালোবাসা অনুরাগে
তোমার পূণ্য রক্তে আবারো হাসবে এ উদ্যান...
কি করে ভুলবো-আমরা যে পিতা তোমারই সন্তান...
হৃদয়ে বিষাদ,তবু এ খুনের প্রতিশোধ নিতে হবে;
তুমি তো মরোনি,শাহাদাতে তুমি চিরকাল বেঁচে রবে।।
তাগুতী প্রাসাদে ওঠতো কাঁপন থরথর থরোথর
তোমার আলোয় দিকহারা মাঝি খুঁজে পেতো তার পথ
তোমার প্রদীপে আলোকিত হতো ধুসর ভবিষ্যৎ
সংকাটকালে তুমি বলে দিতে "এটা ঠিক;ওটা ভুল,
সাবধান মাঝি!ওই পথে গেলে ভেঙে যাবে মাস্তুুল"
প্রেরণার সুরে বলতে "বাতাসে তুলে দাও মাঝি পাল,
দারুণ সাহসে দাঁড় বেয়ে যাও-ছেড়োনা ছেড়োনা হাল".....
তুমি আজ নেই ভাবতেই বুকে বিষাদের সুর জাগে
সারাক্ষণ তুমি মনে পড়ে যাও ভালোবাসা অনুরাগে
তোমার পূণ্য রক্তে আবারো হাসবে এ উদ্যান...
কি করে ভুলবো-আমরা যে পিতা তোমারই সন্তান...
হৃদয়ে বিষাদ,তবু এ খুনের প্রতিশোধ নিতে হবে;
তুমি তো মরোনি,শাহাদাতে তুমি চিরকাল বেঁচে রবে।।
Comment