রাসুল (সাঃ) এর স্বভাবের বর্ণনা
সকল প্রশংসা আল্লাহর জন্য।
আবু আ’ব্দুল্লহ জাদালী রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমি হযরত আ’য়েশাহ রদিয়াল্লহু আ’নহা কে রাসুল (সাঃ) এর আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাঁহাকে বলিতে শুনিয়াছি যে, তিনি স্বভাবগত অশ্লীল বা অশ্লীলভাষী ছিলেন না। আর না বাজারে শোরগোল করা তাঁহার স্বভাব ছিল। তিনি দুর্ব্যবহারের প্রতিদানে দুর্ব্যবহার করিতেন না, বরং ক্ষমা করিয়া দিতেন এবং এড়াইয়া যাইতেন। অথবা বলিয়াছেন “ক্ষমা ও মাফ করিয়া দিতেন”। (কান্*য)
সালেহ রহমাতুল্লহ আ’লাইহি বলিয়াছেন যে, হযরত আবু হুরইরহ (রাঃ)রাসুল (সাঃ)ের চরিত্র বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে, তিনি সম্মুখ অথবা পিছন ফিরিলে সম্পূর্ণ শরীরে ফিরিতেন। আমার পিতা মাতা তাঁহার উপরে কুরবান হউক–তিনি না স্বভাবগত অশ্লীল ছিলেন, না অশ্লীলভাষী ছিলেন। আর না বাজারে শোরগোল করা তাঁহার স্বভাব ছিল। অপর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে আমি তাঁহার ন্যায় কাহাকেও না পূর্বে কখনও দেখিয়াছি না পরে দেখিয়াছি।
হযরত আনাস (রাঃ)এর রেওয়ায়াতের বর্ণিত হইয়াছে যে, তিনি না গালিগালাজ করিতেন, না কাহাকেও লানত করিতেন। আর না তিনি অশ্লীল স্বভাবের ছিলেন। তিনি আমাদের কাহাকেও তিরষ্কার করিতে হইলে এরূপ বলিতেন তাহার কপাল কর্দমাক্ত হউক।
আ’ব্দুল্লহ ইবনে আ’মর রদিয়াল্লহু আ’নহুমা বলিয়াছেন যে, নবী করীম (সাঃ) না স্বভাবগত অশ্লীল ছিলেন, আর না কখনও অশ্লীল বাক্য ব্যবহার করিতেন। তিনি বলিতেন, তোমাদের উত্তম চরিত্রবানই উওম ব্যক্তি। (বিদায়াহ) হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৭-৮
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করুন। আমীন।
-----0-----
সকল প্রশংসা আল্লাহর জন্য।
আবু আ’ব্দুল্লহ জাদালী রহমাতুল্লহ আ’লাইহি বলেন, আমি হযরত আ’য়েশাহ রদিয়াল্লহু আ’নহা কে রাসুল (সাঃ) এর আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করিলে তাঁহাকে বলিতে শুনিয়াছি যে, তিনি স্বভাবগত অশ্লীল বা অশ্লীলভাষী ছিলেন না। আর না বাজারে শোরগোল করা তাঁহার স্বভাব ছিল। তিনি দুর্ব্যবহারের প্রতিদানে দুর্ব্যবহার করিতেন না, বরং ক্ষমা করিয়া দিতেন এবং এড়াইয়া যাইতেন। অথবা বলিয়াছেন “ক্ষমা ও মাফ করিয়া দিতেন”। (কান্*য)
সালেহ রহমাতুল্লহ আ’লাইহি বলিয়াছেন যে, হযরত আবু হুরইরহ (রাঃ)রাসুল (সাঃ)ের চরিত্র বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন যে, তিনি সম্মুখ অথবা পিছন ফিরিলে সম্পূর্ণ শরীরে ফিরিতেন। আমার পিতা মাতা তাঁহার উপরে কুরবান হউক–তিনি না স্বভাবগত অশ্লীল ছিলেন, না অশ্লীলভাষী ছিলেন। আর না বাজারে শোরগোল করা তাঁহার স্বভাব ছিল। অপর রেওয়ায়াতে অতিরিক্ত ইহাও বর্ণিত হইয়াছে যে আমি তাঁহার ন্যায় কাহাকেও না পূর্বে কখনও দেখিয়াছি না পরে দেখিয়াছি।
হযরত আনাস (রাঃ)এর রেওয়ায়াতের বর্ণিত হইয়াছে যে, তিনি না গালিগালাজ করিতেন, না কাহাকেও লানত করিতেন। আর না তিনি অশ্লীল স্বভাবের ছিলেন। তিনি আমাদের কাহাকেও তিরষ্কার করিতে হইলে এরূপ বলিতেন তাহার কপাল কর্দমাক্ত হউক।
আ’ব্দুল্লহ ইবনে আ’মর রদিয়াল্লহু আ’নহুমা বলিয়াছেন যে, নবী করীম (সাঃ) না স্বভাবগত অশ্লীল ছিলেন, আর না কখনও অশ্লীল বাক্য ব্যবহার করিতেন। তিনি বলিতেন, তোমাদের উত্তম চরিত্রবানই উওম ব্যক্তি। (বিদায়াহ) হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৭-৮
আল্লাহ তায়ালা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী করুন। আমীন।
-----0-----
Comment