পনের.
আলী ইবনু খাশরাম রহ. (২৫৭ হি.)
প্রসিদ্ধ মুহাদ্দিস ও হাদিসের ইমাম। ইমাম মুসলিম, নাসায়ী ও তিরমিযি নিজ সনদে তার থেকে হাদিস বর্ণনা করেছেন। তিনি প্রসিদ্ধ যাহেদ বিশরে হাফির ভাগ্নে। আলী ইবনু খাশরাম রহ. (২৫৭ হি.)
সহীহ বুখারির রাবি ফিরাবরি রহ. (৩২০ হি.) এর আলোচনায় যাহাবি রহ. বলেন,
المحدث، الثقة، العالم، أبو عبد الله محمد بن يوسف بن مطر بن صالح بن بشر الفربري، راوي (الجامع الصحيح) عن أبي عبد الله البخاري، سمعه منه بفربر مرتين. وسمع أيضا من علي بن خشرم لما قدم فربر مرابطا. اهـ
“আবু আব্দুল্লাহ আলফিরাবরি। ইমাম বুখারি থেকে জামে সহীহ (বুখারি) এর বর্ণনাকারী। ইমাম বুখারি থেকে তিনি ফিরাবরায় সহীহ বুখারি দুইবার শুনেছেন। এছাড়া আলী ইবনু খাশরাম থেকেও হাদিস শুনেছেন, যখন আলী ইবনু খাশরাম রিবাতের উদ্দেশ্যে ফিরাবরায় এসেছিলেন।”- সিয়ারু আ’লামিন নুবালা ১১/৩৫১বুঝা গেল, আলী ইবনু খাশরাম রহ. ফিরাবরায় রিবাতে গিয়েছেন।
***
ষোল.
শাকিক ইবনু সালামা আবু ওয়ায়িল আলকূফি (৮২ হি.)
মুখাদরাম তাবিয়ি। জাহিলি যামানা পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াতের যামানা পেয়েছেন, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখার সুযোগ হয়নি। সিহাহ সিত্তার সকলেই তার থেকে হাদিস বর্ণনা করেছেন। ষোল.
শাকিক ইবনু সালামা আবু ওয়ায়িল আলকূফি (৮২ হি.)
আসিম ইবনু বাহদালা রহ. বলেন,
كان لأبي وائل -رحمه الله- خص من قصب، يكون فيه هو وفرسه، فإذا غزا نقضه، وتصدق به، فإذا رجع أنشأ بناءه. اهـ
“আবু ওয়ায়িল রহ. এর একটি বাঁশের কুড়েঘর ছিল, যেখানে তিনি তার ঘোড়া নিয়ে থাকতেন। যখন জিহাদে যেতেন, কুড়েঘরটি ভেঙ্গে সাদাকা করে দিতেন। জিহাদ থেকে যখন ফিরে আসতেন, নতুন করে বানিয়ে নিতেন।”– সিয়ারু আ’লামিন নুবালা ৫/৯০
Comment