সকল প্রশংসা আল্লাহর জন্য।
খাদেমদের সহিত রাসুল (সাঃ) এর উত্তম ব্যবহার
এক রেওয়ায়াতে আছে, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, আমি দশ বছর রাসুল (সাঃ) এর খেদমত করিয়াছি। তাঁহার আদেশ পালনে অলসতা করিলে অথবা পালন না করিলে কখনও তিরষ্কার করেন নাই। বরং পরিবারের কেহ তিরষ্কার করিলে তিনি বলিতেন, ছাড়িয়া দাও, যদি তক্বদীরে থাকিত তবে হইত। অথবা বলিতেন, যদি আল্লহ পাকের ফয়সালা হইত তবে হইত। (বিদায়াহ)
হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, আমি রাসুল (সাঃ) এর খেদমত বহু বছর করিয়াছি। তিনি কখনও আমাকে একটি গালিও দেন নাই। আর না কখনও মারিয়াছে না ধমক দিয়াছেন। না কখনও আমার মুখের উপর ভ্রূ কুঞ্চিত করিয়াছেন। তাঁহার আদেশ পালনে অলসতা করিলে তিরষ্কারও করেন নাই। যদি পরিবারের কেহ তিরষ্কার করিত তিনি বলিতেন, ছাড়িয়া দাও, যদি তক্বদীরে থাকিত তবে হইত।
অপর এক রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, রাসুল (সাঃ) এর মাদীনায় আগমনের সময় আমার বয়স আট বৎসর ছিল। আমার মা আমাকে তাঁহার নিকট লইয়া গেলেন এবং বলিলেন, ইয়া রসুলুল্লহ! আমি ব্যতীত আনসারদের অন্যান্য মেয়ে-পুরুষরা আপনাকে তোহফা দিয়াছে। আপনাকে দিবার মত আমার এই ছেলে ব্যতীত আমি আর কিছু পাই নাই। সুতরাং ইহাকে গ্রহণ করুন। আপনার যে কোন প্রয়োজনে সে আপনার খেদমত করিবে। অতঃপর আমি দশ বছর তাঁহার খেদমত করিয়াছি। তিনি কখনও আমাকে মারেন নাই, গালি দেন নাই বা আমার মুখের উপর ভ্রূকুঞ্চিতও করেন নাই। (কান্*য) হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৮-১০
~~~***~~~
খাদেমদের সহিত রাসুল (সাঃ) এর উত্তম ব্যবহার
এক রেওয়ায়াতে আছে, হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, আমি দশ বছর রাসুল (সাঃ) এর খেদমত করিয়াছি। তাঁহার আদেশ পালনে অলসতা করিলে অথবা পালন না করিলে কখনও তিরষ্কার করেন নাই। বরং পরিবারের কেহ তিরষ্কার করিলে তিনি বলিতেন, ছাড়িয়া দাও, যদি তক্বদীরে থাকিত তবে হইত। অথবা বলিতেন, যদি আল্লহ পাকের ফয়সালা হইত তবে হইত। (বিদায়াহ)
হযরত আনাস (রাঃ) বলিয়াছেন, আমি রাসুল (সাঃ) এর খেদমত বহু বছর করিয়াছি। তিনি কখনও আমাকে একটি গালিও দেন নাই। আর না কখনও মারিয়াছে না ধমক দিয়াছেন। না কখনও আমার মুখের উপর ভ্রূ কুঞ্চিত করিয়াছেন। তাঁহার আদেশ পালনে অলসতা করিলে তিরষ্কারও করেন নাই। যদি পরিবারের কেহ তিরষ্কার করিত তিনি বলিতেন, ছাড়িয়া দাও, যদি তক্বদীরে থাকিত তবে হইত।
অপর এক রেওয়ায়াতে আছে, তিনি বলিয়াছেন, রাসুল (সাঃ) এর মাদীনায় আগমনের সময় আমার বয়স আট বৎসর ছিল। আমার মা আমাকে তাঁহার নিকট লইয়া গেলেন এবং বলিলেন, ইয়া রসুলুল্লহ! আমি ব্যতীত আনসারদের অন্যান্য মেয়ে-পুরুষরা আপনাকে তোহফা দিয়াছে। আপনাকে দিবার মত আমার এই ছেলে ব্যতীত আমি আর কিছু পাই নাই। সুতরাং ইহাকে গ্রহণ করুন। আপনার যে কোন প্রয়োজনে সে আপনার খেদমত করিবে। অতঃপর আমি দশ বছর তাঁহার খেদমত করিয়াছি। তিনি কখনও আমাকে মারেন নাই, গালি দেন নাই বা আমার মুখের উপর ভ্রূকুঞ্চিতও করেন নাই। (কান্*য) হায়াতুস সাহাবাহ ৪র্থ খন্ড (দারুল কিতাব, মে ২০০৩) পৃষ্ঠা ৮-১০
~~~***~~~
Comment