সতের.
আবু ইসহাক আসসাবিয়ি রহ. (১২৭ হি.)
হাফিজুল হাদিস। কূফার অধিবাসী। বিশিষ্ট তাবিয়ি। সর্বজন স্বীকৃত হাদিসের ইমাম। উসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের ২/৩ বছর বাকি থাকতে তার জন্ম। আলী রাদিয়াল্লাহু আনহুকে দেখেছেন। বলা হয়, আটত্রিশ জন সাহাবিসহ চারশত শায়খের কাছে তিনি হাদিস পড়েছেন। ইবনু সিরিন, শুবা, যুহরি, কাতাদা, সুফিয়ান সাওরি, সুফিয়ান ইবনু উয়াইনা প্রমুখ বিখ্যাত মুহাদ্দিসগণ তার শাগরেদ। সিহাহ সিত্তার সকলে তার হাদিস বর্ণনা করেছেন। আবু ইসহাক আসসাবিয়ি রহ. (১২৭ হি.)
যাহাবি রহ. বলেন,
غزا الروم في دولة معاوية. اهـ
“মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে তিনি রোমানদের বিরুদ্ধে জিহাদ করেছেন।”- সিয়ারু আ’লামিন নুবালা ৬/১২২সাবিয়ি রহ. নিজেই বলেন,
غزوت في زمن زياد -يعني: ابن أبيه- ست غزوات، أو سبع غزوات. اهـ
“যিয়াদ রহ. গভর্নর থাকাকালে আমি ছয়/সাতটি জিহাদে শরীক হয়েছি।”- সিয়ারু আ’লামিন নুবালা ৬/১২৩উল্লেখ্য, যিয়াদ রহ. মুআবিয়া রাদিয়াল্লাহুর পক্ষ থেকে কূফার গভর্নর ছিলেন।
Comment