উনিশ.
হাম্মাম ইবনু মুনাব্বিহ (১৩২ হি.)
হাম্মাম ইবনু মুনাব্বিহ (১৩২ হি.)
তিনি ইয়ামানের রাজধানী সানআর অধিবাসী। সহিফায়ে হাম্মাম ইবনু মুনাব্বিহের জন্য প্রসিদ্ধ, যাতে একশো চল্লিশটির মতো হাদিস আছে, যেগুলো তিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে শুনেছেন। মুসলিম শরীফে হাম্মাম সূত্রে এ সহিফার হাদিস বর্ণিত আছে। যাহাবি রহ. বর্ণনা করেন,
قال أحمد بن حنبل: كان يغزو. اهـ
“ইমাম আহমাদ ইবনু হাম্বল রহ. বলেন, হাম্মাম ইবনু মুনাব্বিহ রহ. জিহাদ করতেন।”- সিয়ারু আ’লামিন নুবালা ৬/৫৮***
Comment