তেইশ.
ইবনু কুদামা আলমাকদিসি রহ. (৬২০ হি.)
ইবনু কুদামা আলমাকদিসি রহ. (৬২০ হি.)
শাইখুল ইসলাম মুওয়াফফাক উদ্দীন ইবনু কুদামা। ‘মুগনি’ প্রণেতা হিসেবে সকলের কাছে প্রসিদ্ধ। ইসলামের ইতিহাসে মুগনির মতো কিতাব নেই বললেই চলে।
আমরা ইবনু কুদামা রহ. এর শুধু ইলমী যিন্দেগিটাই জানি। কিন্তু তিনিও একজন মুজাহিদ ছিলেন তা আমাদের কল্পনায় আসে না। হাফেয জিয়া উদ্দীন মাকদিসি রহ. বলেন,
سمعت البهاء يصفه بالشجاعة، وقال: كان يتقدم إلى العدو وجرح في كفه، وكان يرامي العدو. اهـ
“শায়খ বাহা ইবনু কুদামার পরিচয়ে বলেছেন যে, তিনি একজন বাহাদুর ব্যক্তি ছিলেন। তিনি আরো বলেছেন, ইবনু কুদামা শত্রুর দিকে এগিয়ে যেতেন। একবার হাতে আঘাতও পেয়েছেন। তিনি শত্রুর সাথে তীরন্দাজিও করতেন।”- সিয়ারু আ’লামিন নুবালা ১৬/১৫২বুঝা গেল,
- তিনি বীর ছিলেন।
- জিহাদ করতেন।
- ময়দানে সম্মুখভাগে থাকতেন এবং শত্রুর দিকে এগিয়ে যেতেন।
- শত্রুর সাথে তীরন্দাজি করতেন।
- আঘাতও পেয়েছেন।
***
Comment