চব্বিশ.
শাইখুল ইসলাম আবু উমার ইবনু কুদামা আলমাকদিসি রহ. (৬০৭ হি.)
শাইখুল ইসলাম আবু উমার ইবনু কুদামা আলমাকদিসি রহ. (৬০৭ হি.)
তিনি ‘আলমুগনি’ প্রণেতা মুওয়াফফাক উদ্দীন ইবনু কুদামা রহ. (৬২০ হি.) এর বড় ভাই। তারা মূলত নাবুলুসে ছিলেন। ফরাসিরা তা দখল করে নেয়ার পর হিজরত করে দিমাশকে চলে আসেন। বিশিষ্ট ক্বারী, মুহাদ্দিস ও ফকিহ ছিলেন। বিশিষ্ট নেককার ও ইবাদাতগুজার বুযুর্গ ছিলেন। মুগনি প্রণেতাকে মূলত তিনিই লালনপালন করেছেন। প্রভাবশালী ব্যক্তি ছিলেন। আমর বিল মা’রূফ ও নাহি আনিল মুনাকরে অগ্রগণ্য ছিলেন। কোন অন্যায় দেখলেই প্রতিহত করতেন। যখনই কোন জিহাদি কাফেলা রওয়ানা হতো, বেরিয়ে পড়তেন। এমন খুব কমই হতো যে, কাফেলা জিহাদে রওয়ানা হয়েছে আর তিনি তাতে শরীক হননি।
যাহাবি রহ. বলেন,
كان يكثر الصيام، ولا يكاد يسمع بجنازة إلا شهدها، ولا مريض إلا عاده، ولا جهاد إلا خرج فيه. اهـ
“অত্যধিক পরিমাণে রোযা রাখতেন। কোনো জানাযার কথা শুনলেই তাতে শরীক হতেন। কেউ অসুস্থ জানতে পারলেই দেখতে যেতেন। কোনো জিহাদি কাফেলা রওয়ানা হলেই তাতে বেরিয়ে পড়তেন।” -সিয়ারু আ’লামিন নুবালা ১৬/৫৯মুগনি গ্রন্থকার বলেন,
كان قلما يتخلف عن غزاة. اهـ
“এমন খুব কমই হতো যে, কোনো জিহাদি কাফেলা বের হয়েছে আর তিনি তাতে শরীক হননি।” -সিয়ারু আ’লামিন নুবালা ১৬/৫৯***
Comment