ভাইয়েরা দলাদলি না করে দুটি কাজ করুন ইনশাআল্লাহ ফায়দা হবে।
১। সংকীর্ণতামুক্ত হয়ে এক আল্লাহর দিকে ডাকা।
২। প্রচুর পড়াশোনা করা।
➤➤ দাওয়াহর ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয়গুলোঃ
☞ অধিক সমালোচনা পরিহার করা, ☞ সুন্নাহ মুতাবেক কথা বলা,
☞ মাদউ/যাকে দাওয়াহ দেয়া হচ্ছে' তাকে ঘায়েল না করা।
☞ সে কোন দলে থেকে থাকলে, সরাসরি দলকে গোমরাহ, পথভ্রষ্ট, ইত্যাদি শব্দে খেতাব/সম্বোধন না করা।
☞ কুরআন ও সুন্নাহ বেশি প্রচার করা
☞ সংকীর্ণ না হওয়া। অর্থাৎ কিছু ভুলে লিপ্ত থাকার কারণে তাদের সকল অবদান অস্বীকার না করা।
☞ উগ্র,বদমেজাজি, কর্কশ, খিটখিটে এসব মেজাজ সম্পূর্ণ পরিহার করা।
☞ কেউ প্রশ্ন করলে জওয়াব জানা থাকলেও সাথে সাথেই না বলা,
বরং একটু সময় নিয়ে পূণরায় অধ্যায়ন করে জওয়াব দেয়া।
☞ ভুল হলে সাথে সাথেই শুধরে নেয়া
। ☞ কারো প্রশ্নের সম্পূর্ণ জওয়াব দেয়া, ভদ্রতার সাথে ও সুন্নাহ ফলো করে জওয়াব দেয়া।
☞ বিষয়ভিত্তিক দাওয়াহ দেয়া/লেখালেখি করা।
☞ কোন বিষয়ে আলোচনা শুরু করলে অন্তত এত পরিমাণ তা আলোচনা করা যেন পাঠক/শ্রোতা/মাদউ সেই বিষয়টির উপর একটি পূর্ণ ধারণা পেয়ে যায়।
☞ বিরোধীদের মান্যবর ব্যক্তির সমালোচনা করতে অবশ্যই এতটুকু খেয়াল রাখা যে কীভাবে নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াহ দিয়েছেন সম্মানিতকে সম্মান দেয়া, নাম উল্লেখের ক্ষেত্রে সৌন্দর্য বজায় রাখা ইত্যাদি।
এজাতীয় আরো যতকিছু হতে পারে নিজেরা পরিস্থিতি বুঝে তা এপ্লাই করা।
➤➤প্রচুর পড়াশোনা করাঃ এখানে আমাদের অনেক ভাইয়েরই কমতি দেখা যাচ্ছে। জ্ঞানের কমতি হয় অধ্যানের কমতি থাকার কারণে। আর সত্যিকারের দাইর জন্য তো প্রচুর অধ্যায়নের অবশ্যই প্রয়োজন রয়েছে।
কারণ বলা যায়না তার মাদউর কোন ধরনের প্রশ্নের সম্মুখিন হতে হয়। তাছাড়া বিষ ভিত্তিক আলোচনার জন্য ধারাবাহিক ও প্রচুর পড়ার কোন বিকল্পই নেই।
সংগৃহীত ও পরিমার্জিত
১। সংকীর্ণতামুক্ত হয়ে এক আল্লাহর দিকে ডাকা।
২। প্রচুর পড়াশোনা করা।
➤➤ দাওয়াহর ক্ষেত্রে লক্ষ্যনীয় বিষয়গুলোঃ
☞ অধিক সমালোচনা পরিহার করা, ☞ সুন্নাহ মুতাবেক কথা বলা,
☞ মাদউ/যাকে দাওয়াহ দেয়া হচ্ছে' তাকে ঘায়েল না করা।
☞ সে কোন দলে থেকে থাকলে, সরাসরি দলকে গোমরাহ, পথভ্রষ্ট, ইত্যাদি শব্দে খেতাব/সম্বোধন না করা।
☞ কুরআন ও সুন্নাহ বেশি প্রচার করা
☞ সংকীর্ণ না হওয়া। অর্থাৎ কিছু ভুলে লিপ্ত থাকার কারণে তাদের সকল অবদান অস্বীকার না করা।
☞ উগ্র,বদমেজাজি, কর্কশ, খিটখিটে এসব মেজাজ সম্পূর্ণ পরিহার করা।
☞ কেউ প্রশ্ন করলে জওয়াব জানা থাকলেও সাথে সাথেই না বলা,
বরং একটু সময় নিয়ে পূণরায় অধ্যায়ন করে জওয়াব দেয়া।
☞ ভুল হলে সাথে সাথেই শুধরে নেয়া
। ☞ কারো প্রশ্নের সম্পূর্ণ জওয়াব দেয়া, ভদ্রতার সাথে ও সুন্নাহ ফলো করে জওয়াব দেয়া।
☞ বিষয়ভিত্তিক দাওয়াহ দেয়া/লেখালেখি করা।
☞ কোন বিষয়ে আলোচনা শুরু করলে অন্তত এত পরিমাণ তা আলোচনা করা যেন পাঠক/শ্রোতা/মাদউ সেই বিষয়টির উপর একটি পূর্ণ ধারণা পেয়ে যায়।
☞ বিরোধীদের মান্যবর ব্যক্তির সমালোচনা করতে অবশ্যই এতটুকু খেয়াল রাখা যে কীভাবে নবী মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াহ দিয়েছেন সম্মানিতকে সম্মান দেয়া, নাম উল্লেখের ক্ষেত্রে সৌন্দর্য বজায় রাখা ইত্যাদি।
এজাতীয় আরো যতকিছু হতে পারে নিজেরা পরিস্থিতি বুঝে তা এপ্লাই করা।
➤➤প্রচুর পড়াশোনা করাঃ এখানে আমাদের অনেক ভাইয়েরই কমতি দেখা যাচ্ছে। জ্ঞানের কমতি হয় অধ্যানের কমতি থাকার কারণে। আর সত্যিকারের দাইর জন্য তো প্রচুর অধ্যায়নের অবশ্যই প্রয়োজন রয়েছে।
কারণ বলা যায়না তার মাদউর কোন ধরনের প্রশ্নের সম্মুখিন হতে হয়। তাছাড়া বিষ ভিত্তিক আলোচনার জন্য ধারাবাহিক ও প্রচুর পড়ার কোন বিকল্পই নেই।
সংগৃহীত ও পরিমার্জিত
Comment