প্রায় বছর তিনেক আগে আমার এই আইডি থেকে পাকিস্তানি এক বোনের সাত পর্বের একটি আত্মজীবনী প্রকাশ করেছিলাম। অনেক দিন পরে লেখাটা আমার মেমোরে র্দেখতে পেয়ে আবার পড়লাম। লেখাটা যখন পাবলিশ করেছিলাম তখন অনেক ভাই এক সাথে পিডিএফ আকারে প্রকাশ করার অনুরোধ করেছিলেন। কিন্তু আমি হঠাৎ করে ফোরাম থেকে হারিয়ে যাওয়ায় এটি আর পিডিএফ আকারে প্রকাশ করা হয়নি। আজ আবার প্রকাশ করছি। হয়ত কোন ভাইয়ের কাজে আসবে।
[সরাসরি দেখা যায় বা পড়া যায়, এমন লিঙ্ক কাম্য। যেমন- https://archive.org/ -মডারেটর]
Comment