মূসা এবং হারূন (আঃ) এর ওফাতের পর বনী ইসরাঈলের নবী হন ইউশা বিন নুন (আঃ) ।
জেরুজালেম দখলের জন্য উনি বনী ইসরাঈলকে সাথে নিয়ে যুদ্ধে বের হন । এতদিনে মারা গেছে সকল অবাধ্য ইসরাঈলী (যারা বলেছিল "তুমি ও তোমার রব যাও (জিহাদে) " ) ।
যুদ্ধ চলছে । দিন গড়াতে গড়াতে শনিবার এসেই পরে প্রায় । তখন শরিয়তে ছিল ইয়াউমুস-সাবতে অর্থাৎ শনিবারে যুদ্ধ নিষেধ ।আজ যুদ্ধ থেমে গেলে অনেক বড় একটা ক্ষতির মাঝে পরা লাগবে ।
ইউশা (আঃ) বললেন , "হে সূর্য তুমিও আল্লাহ্* থেকে আদেশ প্রাপ্ত এবং আমিও।"
আল্লাহ্* তা'আলা তার বান্দার জন্য সূর্যকে স্থির করে দিলেন ।
বিজয়ী হলেন সায়্যিদিনা ইউশা (আঃ) ও বনী ইসরাঈল ।
শিক্ষাঃ চরম বিপদের মুহূর্তে আল্লাহ্* তা'আলার কাছেই চাওয়া ।
আল্লাহ্* তা'আলা বলেন,
"আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে। " (২ঃ১৮৬)
জেরুজালেম দখলের জন্য উনি বনী ইসরাঈলকে সাথে নিয়ে যুদ্ধে বের হন । এতদিনে মারা গেছে সকল অবাধ্য ইসরাঈলী (যারা বলেছিল "তুমি ও তোমার রব যাও (জিহাদে) " ) ।
যুদ্ধ চলছে । দিন গড়াতে গড়াতে শনিবার এসেই পরে প্রায় । তখন শরিয়তে ছিল ইয়াউমুস-সাবতে অর্থাৎ শনিবারে যুদ্ধ নিষেধ ।আজ যুদ্ধ থেমে গেলে অনেক বড় একটা ক্ষতির মাঝে পরা লাগবে ।
ইউশা (আঃ) বললেন , "হে সূর্য তুমিও আল্লাহ্* থেকে আদেশ প্রাপ্ত এবং আমিও।"
আল্লাহ্* তা'আলা তার বান্দার জন্য সূর্যকে স্থির করে দিলেন ।
বিজয়ী হলেন সায়্যিদিনা ইউশা (আঃ) ও বনী ইসরাঈল ।
শিক্ষাঃ চরম বিপদের মুহূর্তে আল্লাহ্* তা'আলার কাছেই চাওয়া ।
আল্লাহ্* তা'আলা বলেন,
"আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে। " (২ঃ১৮৬)
Comment