চীন সরকার কর্তৃক অধিকৃত জিনজিয়াং (স্থানীয় মুসলিমরা যাকে পূর্ব তুর্কিস্তান নামে ডাকেন) এর প্রখ্যাত আলিম শাইখ মুহাম্মাদ বিন সালেহ দামলা আলকাশগরী রহঃ ৮২ বছর বয়সে চীনা সরকারের কারাগারে ইন্তেকাল করেছেন। চীনা সরকারের দখলদারীর শুরুর দিনগুলোতেই তাঁকে গ্রেফতার করা হয়েছিল। দীর্ঘদিন কারাগারের শাস্তি সহ্য করার পর অবশেষে কারাগারেই ইন্তেকাল করলেন।
বাল্যবয়সেই শাইখ কুরআনে কারিম মুখস্ত করেন এবং ইসলামী শরীয়তের বিভিন্ন ইলমের শিক্ষা গ্রহণ করেন। তিনি একটি ইলমি পরিবারে বড় হয়েছেন।
তিনি ছিলেন একজন শক্তিশালী আলিম। তিনি উইঘুর ভাষায় পবিত্র কুরআন শরীফের অনুবাদ করেন। এছাড়াও হাদিসের গ্রন্থ রিয়াজুস সালিহিন, মুখতাসার সহিহ বুখারি, কিতাবুস সিরাহ আননাবাবিয়্যাহ লিইবনু হিশাম অনুবাদ করেন।
শাইখ একজন স্বাধীনতাকামী আলিম ছিলেন। তিনি অসংখ্য ছাত্র স্বাধীনতাকামী ছাত্র গড়েছিলেন। শাইখের ছাত্ররা জিনজিয়াং এ চীনা সরকারের দখলদারি ও অন্যায়ের বিরুদ্ধে ১৯৪৯ সাল থেকে লড়ে যাচ্ছেন।
উল্লেখ্য উইঘুর মুসলিমদের উপর চীনা সরকারের জুলুম অবিচারের দীর্ঘ দাস্তান রয়েছেন। ধর্মীয়ভাবে ভয়াবহ জুলুমের শিকার উইঘুর মুসলমানেরা। বিশেষ করে প্রতিবাদী স্বাধীনতাকামী আলিম ও ব্যক্তিত্বরা হয়তো চীনা সরকারের কারাগারে অথবা দেশত্যাগ করে কোন নিরাপদ অঞ্চলে চলে গেছেন।
- জিনজিয়াং এ স্বাধীনতাকামী দল আলহিজবুল ইসলামী কর্তৃক প্রকাশিত শোকবার্তা "বয়ানুন বিমুনাসাবাতি ইসতিশহাদিশ শাইখ আলআলিম মুহাম্মাদ সালিহ দামলা" অবলম্বনে
প্রকাশের তারিখ- ১৩ জুমাদাল উলা ১৪৩৯ হিজরি / ৩০ জানুয়ারি ২০১৮ ইংরেজি
বাল্যবয়সেই শাইখ কুরআনে কারিম মুখস্ত করেন এবং ইসলামী শরীয়তের বিভিন্ন ইলমের শিক্ষা গ্রহণ করেন। তিনি একটি ইলমি পরিবারে বড় হয়েছেন।
তিনি ছিলেন একজন শক্তিশালী আলিম। তিনি উইঘুর ভাষায় পবিত্র কুরআন শরীফের অনুবাদ করেন। এছাড়াও হাদিসের গ্রন্থ রিয়াজুস সালিহিন, মুখতাসার সহিহ বুখারি, কিতাবুস সিরাহ আননাবাবিয়্যাহ লিইবনু হিশাম অনুবাদ করেন।
শাইখ একজন স্বাধীনতাকামী আলিম ছিলেন। তিনি অসংখ্য ছাত্র স্বাধীনতাকামী ছাত্র গড়েছিলেন। শাইখের ছাত্ররা জিনজিয়াং এ চীনা সরকারের দখলদারি ও অন্যায়ের বিরুদ্ধে ১৯৪৯ সাল থেকে লড়ে যাচ্ছেন।
উল্লেখ্য উইঘুর মুসলিমদের উপর চীনা সরকারের জুলুম অবিচারের দীর্ঘ দাস্তান রয়েছেন। ধর্মীয়ভাবে ভয়াবহ জুলুমের শিকার উইঘুর মুসলমানেরা। বিশেষ করে প্রতিবাদী স্বাধীনতাকামী আলিম ও ব্যক্তিত্বরা হয়তো চীনা সরকারের কারাগারে অথবা দেশত্যাগ করে কোন নিরাপদ অঞ্চলে চলে গেছেন।
- জিনজিয়াং এ স্বাধীনতাকামী দল আলহিজবুল ইসলামী কর্তৃক প্রকাশিত শোকবার্তা "বয়ানুন বিমুনাসাবাতি ইসতিশহাদিশ শাইখ আলআলিম মুহাম্মাদ সালিহ দামলা" অবলম্বনে
প্রকাশের তারিখ- ১৩ জুমাদাল উলা ১৪৩৯ হিজরি / ৩০ জানুয়ারি ২০১৮ ইংরেজি
Comment