ক্লাউড স্টোরেজে তথ্য সংরক্ষণ
উত্তম ক্লাউড স্টোরেজ নির্বাচনঃ
সাধারণ ক্লাউড স্টোরেজ যেখানে আমরা নিজেদের তথ্য সংরক্ষন করে থাকি অথবা অন্যদের জন্য কোন জিনিস আপলোড করি সেটা নিরাপদ থাকে না। বিশেষ ভাবে ড্রপবক্স ,আই ক্লাউড এবং গুগল ড্রাইভ। এরা গোয়েন্দা সংস্হাদেরকে আপনার তথ্য সরবরাহ করতে সক্ষম এবং প্রয়োজনে করে থাকে। বিশেষ করে প্রিজম প্রোগামে যত কম্পানি কাজ করে তাদের থেকে বেচে থাকা অত্যন্ত জরুরী। ক্লাউড স্টোরের ক্ষেত্রে আপনি অবশ্যই এটা লক্ষ রাখবেন, আপনার ডেটা সার্ভার, ইন্টারনেট, শেয়ারিং সব জায়গাতে এন্ড টু এন্ড ইনক্রিপটেড হয়।
সবচেয়ে উত্তম ক্লাউড স্টোরেজ যেখানে এই ফিচার বিদ্যমান সেগুলো হলো এইঃ
1. tresorit.com
সবচেয়ে ভালো এবং আপনার তথ্য পরিপূর্ণ ভাবে এন্ড টু এন্ড ইনক্রিপটেড রাখে তবে এটা পেইড স্টোরেজ।
2. teamdrive.com
এটাও খুব ভালো সার্ভিস দেয় কিন্তু এটাতেও টাকা দিতে হয়।।
3. https://www.sync.com/
সবচেয়ে উপযোগী সার্ভিস আর কম মূল্য রাখে। আর এতে আপনি ফ্রিতেও একাউন্ট তৈরি করত পারবেন যাতে 5 জিবি পর্যন্ত ডেটা আপলোড করতে পারবেন।
আরো একটি ফ্রি বিকল্প রয়েছে যদি আপনি পয়সা খরচ করতে না চান।
প্রথমে cryptomator ইনস্টল করে নিন। এটা ড্রপবক্স, গুগল ড্রাইভ ইত্যাদি সাধারণ ক্লাউড সার্ভিসের সাথে লিংক হয়ে আপনার ডেটাকে ইনক্রিপ্ট করে তাতে পাঠিয়ে দেয়। এতে করে গুগল আপনার তথ্য দেখতে চাইলেও দেখতে পারে না যে আসলে তথ্যটা কী? কারণ সেটা cryptomator এর মাধ্যমে ইনক্রেপটেড হয়। এজন্য গুগল ড্রাইভের সাথে অবশ্যই এটা ব্যবহার করুন।
এখান থেকে ডাউনলোড করতে পারবেন। এটার এন্ড্রোয়েড ভার্সন আছে কিন্তু বেশ দামি, এজন্য আপনি উইনডোজ ভার্সন ব্যবহার করুন।
আপনাদের দুয়ায় স্বরণ রাখবেন।
Comment