উন্মুক্ত সাইট, গ্রুপ বা চ্যানেল থেকে APPS ডাউনলোডের নিরাপত্তা
অনেক সময় ওপেন গ্রুপ বা চ্যানেলে বিভিন্ন apps সংক্রান্ত তথ্য ও আলোচনা প্রচার করা হয়। এসব apps এর নিরাপত্তা নিয়ে আলোচনা করাটা আমরা জরুরী মনে করছি।
FB অথবা TG গ্রুপগুলো প্রকাশ্য যোগাযোগ মাধ্যম। যেখানে সকল শ্রেণির লোকই বিদ্যমান থাকে। যদিও অধিকাংশ এডমিন ভাইয়েরা সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে চেষ্টা করে। কিন্তু গ্রুপেন অন্যান্য সদস্যগণ সতর্কতা অবলম্বনে অনেক ক্ষেত্রে ভুল করে ফেলে এবং গ্রুপে যেকোনো ব্যক্তির প্রচার করা যেকোনো apps ডাউনলোড করে ইনস্টল করতে থাকে। কিন্তু আমাদের এসকল apps ইনস্টল করা ও ডাউনলোড করার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত।
আমাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য শুধুমাত্র অনলাইনে সতর্কতা অবলম্বন। আমাদের উদ্দেশ্য এই নয় যে, যারাই এসকল apps প্রচার করবে, তাদের সকলকে গুপ্তচর ভাবা হবে। কেননা এখানে অনেক আন্তরিক ব্যক্তিও কাজ করেন। কিন্তু খিজিরের বেশে কখনো ডাকাত ঘুরে। অর্থাৎ গোয়েন্দাসংস্থা ম্যালাওয়ার বা বিভিন্ন হ্যাকিং সেটিং দিয়ে তৈরি apps ওপেন জায়গায় প্রচার করে থাকে। ফলে যে ব্যক্তি এগুলো ইনস্টল করে তার সকল ব্যক্তিগত ইনফরমেশন এবং মোবাইলের যাবতীয় গোপন তথ্য তাদের নজরদারীতে চলে যায়।
এর জন্যে মোবাইলের apps গুলো সবসময় F Droid, playstore এর নিরাপদ ভার্সন Yalpstore থেকে ডাউনলোড করবেন। এই সাইটগুলো ব্যতিত অন্য কোন সাইট থেকে apps ডাউনলোড করবেন না। কেননা ঐগুলোর সাথে গোয়েন্দা সংস্থাগুলোর সফটওয়্যার মিশে থাকার ভয় থাকে। যার ফলে তাদের সফটওয়্যারগুলো আপনার অজান্তেই নিজে নিজে আপনার মোবাইলে ইনস্টল হবে। যার দ্বারা আপনার সকল পরিচয় ও তথ্য লিক হয়ে যেতে পারে। এই জন্য যেকোনো গ্রুপে বা চ্যানেলে শেয়ার করা যেকোনো apps ইনস্টল করবেন না।
যখন কোনো apps ফ্রি তে না পাওয়া যাবে অর্থাৎ টাকা দিয়ে কিনে নিতে হয়, সেই ক্ষেত্রে তার crack version টি নির্ভরযোগ্য স্থান থেকে ডাউনলোড করবেন। সবসময় মোবাইলের apps গুলো update করবেন। আর যদি কোনো apps ওপেন কোনো গ্রুপ থেকে ডাউনলোড করতে চান তাহলে নির্ভরশীল কোনো চ্যানেল বা গ্রুপ থেকে ডাউনলোড করুন। অথবা নির্ভরশীল চ্যানেলে থেকে অন্য কোনো চ্যানেলের লিংক দেয়া থাকলে সেখান থেকে ডাউনলোড করবেন এবং এই বিষয়টিকে পুরোপুরি নিশ্চিত করে নিবেন যে, শেয়ার হওয়া অ্যাপটি নির্ভরশীল কোনো চ্যানেল থেকে শেয়ার হয়েছে।
------------
SAFER NET TEAM
Comment