IP ও DNS লিকঃ সমস্যা ও সমাধান
বেশিরভাগ ব্যবহারকারী গোপনীয়তা বজায় রাখার জন্য বা সরকারী নজরদারী এবং ব্লক সাইটগুলিকে বাইপাসে ব্যবহার করার জন্য ভিপিএন নেটওয়ার্ক ব্যবহার করেন। কিন্তু অনেকে জানেন না IP লিক এবং DNS লিক কি?
এটা হচ্ছে এমন এক সমস্যা যার ফলে আসল IP এবং মূল ভূগলিক অবস্থান ওয়েব সাইট ও গোয়েন্দাদের প্রকাশিত হয়ে পরে। তাই নেটে শুধু একটি গোপনীয়তা ব্যবহার করেই নিশ্চিত হয়ে যাবেন না বরং যাচাই করে নিবেন আপনার কানেকশনের মধ্যে IP বা DNS লিক হচ্ছে কিনা। এর কিছু পদ্ধতিঃ
১ - আপনার নেট কানেকশনের মধ্যে কোন লিক আছে কিনা তা পরিক্ষা করতে নিচের সাইটগুলোতে প্রবেশ করুন।
IP লিক চেকঃ http://ipleak.net
DNS লিক চেকঃ http://dnsleaktest.com
আপনার সামনে যদি আপনার অবস্থানকৃত দেশের পতাকা প্রকাশিত হয় তাহলে বুঝবেন লিক রয়েছে।
2. যদি আপনি একটি লিক খুঁজে পান তাহলে ব্রাউজ করার সময় NoScrip ব্যবহার করে স্ক্রিপ্ট বন্ধ করুন।
3. ব্রাউজারে সার্চবারে লিখুন abuot:config এরপর সার্চ করুন media.peerconnection.enabled এবং সেটার পাশে False ভেল্যু দিন।
নোট: টর নেটওয়ার্ক কোন লিক পাওয়া যায় না এবং সেখানে ব্রাউজিং করতে কোন বাধা নেই।
--------------------
সেফার নেট টিম
শরিয়ার জন্যে উৎসর্গিত
Comment