প্রিয় ভাই, আমি অনেকদিন যাবত Windows 10 ব্যবহার করছি। কিন্তু সম্প্রতি কিছু নিউজ ও খবরের মাধ্যমে স্পষ্টভাবে জানা গেছে যে, Windows 10 গ্রাহকের অজান্তেই তার গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নিচ্ছে। এবিষয়ে অনেক অভিযোগ এসেছে Windows এর জনক Microsoft কোম্পানির প্রতি। এদিকে Microsoft ও এই অভিযোগ মেনে নিয়েছে এবং তার সংস্কারের কথা জানিয়েছে। কিন্তু সংস্কার পরবর্তী সংস্করণেও আবারো একই অভিযোগ আসছে যে, এখনো Windows 10 তার গ্রাহকের তথ্য হাতিয়ে নিচ্ছে। তাই আমি Windows 10 থেকে অন্যকোন Windows এ যেতে চাচ্ছি।
সেক্ষেত্রে আমার জানার বিষয় হলো— আমাদের জন্য Windows 7/8/8.1 এর মধ্য হতে কোন Windows টি নিরাপত্তার দিক থেকে বেশী উপযোগী হবে??? এবং ভাইয়েরা কোন Windows ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন??? অভিজ্ঞ ভাইদের নিকট জানতে চাচ্ছি।
আল্লাহ সকলের মধ্যে বারাকাহ দান করুন! আমীন!
সেক্ষেত্রে আমার জানার বিষয় হলো— আমাদের জন্য Windows 7/8/8.1 এর মধ্য হতে কোন Windows টি নিরাপত্তার দিক থেকে বেশী উপযোগী হবে??? এবং ভাইয়েরা কোন Windows ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন??? অভিজ্ঞ ভাইদের নিকট জানতে চাচ্ছি।
আল্লাহ সকলের মধ্যে বারাকাহ দান করুন! আমীন!
Comment