কম্পিউটার ও ল্যাপটপে ডিফল্ট ফন্ট হিসেবে থাকে ভিরিন্ডা, কিন্তু এ ফন্ট আমাদের অনেকেরেই পছন্দ না, যারা বিজয় ইউনিকোর্ডের মাধ্যমে কম্পোজ করেন, আর ভিরিন্ডা ব্যতীত অন্য কোন ফন্ট ব্যবহার করেন, তারা বেশ সমস্যায় পড়েন, বারবার ফন্ট অটোমেটিক ভিরিন্ডা হয়ে যায়, আমি নিজেও এর ভুক্তভোগী, কিন্তু এর সমাধান খুবই সহজ, প্রথমে https://www.omicronlab.com/tools/font-fixer.html এই লিংক থেকে font fixer 2.0.0 ডাউনলোড করে নিন, এরপর সেটা ওপেন করে choose a font from the list লেখা অপশনে ক্লিক করে কালপুরুশ বা সোনার বাংলা কোন একটি সিলেক্ট করে নিন, এরপর fix it এ ক্লিক করুন, এরপর পিসি রিস্টার্ট চাইলে রিস্টার্ট দিন। আর যারা অভ্র ব্যবহার করেন, তারা অভ্রের সেটিংশ অপশনে গেলেই font fixer: set difault bangla font নামের অপশন পেয়ে যাবেন। পরবর্তীতে যদি পুনরায় ভিরিন্ডা সেট করতে চান তাহলে fix it এর পাশের বাটন restore এ ক্লিক করুন। এরপর রিস্টার্ট দিন।
আপনি যে ডিফল্ট ফন্ট সেট করবেন, মাইক্রোসফট অফিস, অনলাইন ও অফলাইন সবখানেই সেই ফন্ট আসবে, এমনকি আমাদের প্রিয় দাওয়াহ ইলাল্লাহ সাইটেও। আমার কাছে কালপুরুস ফন্টটাই সবচেয়ে পছন্দ, এ ফন্টটা সেট করলে যদিও দাওয়ায় লেখার সাইজ একটু ছোট দেখা যায়, কিন্তু এতে তেমন সমস্যা নেই, কারণ আপনি সহজেই ডানপাশের open menu তে গিয়ে লেখাটা zoom করে নিতে পারেন।
আপনি যে ডিফল্ট ফন্ট সেট করবেন, মাইক্রোসফট অফিস, অনলাইন ও অফলাইন সবখানেই সেই ফন্ট আসবে, এমনকি আমাদের প্রিয় দাওয়াহ ইলাল্লাহ সাইটেও। আমার কাছে কালপুরুস ফন্টটাই সবচেয়ে পছন্দ, এ ফন্টটা সেট করলে যদিও দাওয়ায় লেখার সাইজ একটু ছোট দেখা যায়, কিন্তু এতে তেমন সমস্যা নেই, কারণ আপনি সহজেই ডানপাশের open menu তে গিয়ে লেখাটা zoom করে নিতে পারেন।
Comment