আস্সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে ফোরামে টরের নতুন ভার্সন (মোবাইল) সম্পর্কে কিছু কথা বলার চেষ্ঠা করব। কেননা, টরের এই আপডেট ভার্সনে রয়েছে অনেক সুবিধা ও এর সহজ ব্যবহার উপযোগিতা। ওমা তাওফিকী ইল্লাবিলা ।
<<= Tor Browser for Android =>>
টর কর্তৃপক্ষ সম্প্রতি সময় তাদের মোবাইল ইউজারের সুবিধার কথা মাথায় রেখে টরের অ্যাপসে আপডেট এনেছে। আর এতে রয়েছে বিভিন্ন ফিচার এবং এটি সহজেই মোবাইলে ব্যবহার উপযোগী। তাদের আগের ভার্সনের দ্বারা টর নেটওয়ার্কে যুক্ত হতে হলে দুটি অ্যাপস (ওরবট + অরফক্স) ইনস্টল করার প্রয়োজন হতো। কিন্তু এখন আর এই ঝামেলা থাকছেনা । এখন শুধুমাএ একটি সফটওয়ার দিয়েই টর নেটওয়ার্কে প্রবেশ করা যাবে। অ্যাপসে রয়েছে সহজ সেটিংস অপশন, ব্রিজ অপশন এবং অন্যান্য আরো সুবিধা।
নিচের টরের অফিসিয়াল লিঙ্কে বিস্তারিত দেখুন :
অ্যাপস ডাউনলোড :
সাধারণভাবে গুগল প্লে স্টোরে Tor Browser লিখে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে । তবে এভাবে প্লে স্টোর হতে ডাউনলোড না করাটাই উত্তম।
এর বিকল্প হিসেবে আপনি uptodown.com বা apkpure.com এই রকম সাইট হতে ডাউনলোড করে নিতে পারেন। আশাকরি প্রায় সব মোবাইল ভার্সনেই এটি সাপোর্ট করবে।
কিছু সেটিংস : সফলভাবে আপনার মোবাইলে অ্যাপসটি ইন্সটল করা হয়ে গেলে আপনার টর ব্রাউজারে কিছু সেটিংস ঠিক করে নেয়া উত্তম।
ক) প্রিফারেন্স সেট : এর জন্যে আপনার ওপেন করা ওনিয়ন ব্রাউজারের এ্যাডরেস বারে about:config লিখলে প্রিফারেন্সের অনেক বড় লিস্ট চলে আসবে। আপনি সেখানে উপরের দিকে সার্চ বক্সে নিচের প্রিফারেন্সগুলোর ভেল্যু ঠিক আছে কিনা দেখে নিন , না থাকলে নিচের মতো করে দিন।
i) geo.enabled : false
ii) network.websocket.enabled : false
iii) geo.wifi.uri : localhost
খ) ব্রিজ সেটআপ : ব্রিজ সেটআপ করার জন্য প্রথমে আপনাকে ব্রাউজারের উপরের ডানদিকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনি দুইভাবে সেটআপ করতে পারবেন।
1) সিলেক্ট এ ব্রিজ: এই অপশনে আপনি যেকোন একটি ব্রীজ সহজেই সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে প্রথম ব্রীজ অপশনটি obfs4 চয়েজ করতে পারেন।
2) Provide A Bridge I Know : এতে আপনি আপনার পছন্দমত কাস্টম কোন ব্রীজ সেটআপ করতে পারেন । নিচের লিঙ্ক হতে আপনি ব্রীজ এড্রেস সংগ্রহ করতে পারেন :-
গ) অন্যান্য সেটিংস : ব্রাউজারের অন্যান্য সেটিংস এর মধ্যে উল্লেখযোগ্য হলো - সর্বদা প্রাইভেট মোডে ব্রাউজ করা, সিকুরিটি সেটিংস সর্বদা Sefest/Sefer রাখা (তবে *sefest মোডে রাখলে মাঝেমধ্যে সাইটের অনেক অপশন সো করতে চায়না), Defult Search Engine হিসেবে duckduckgo ব্যবহার করা সহ আরো কিছু অপশন যা ভাইয়েরা একটু চেষ্টা করলেই আশা করি পারবেন। এরপরও যদি কারো কোন সমস্যা হয় তাহলে ইউটিউবে একটু খাটাখাটি করলেই হবে ...ইনশাআল্লাহ্।
বি: দ্র: ফোরামের ভাইদের বিশেষ করে যারা নতুন তারা অনেকেই মোবাইলের টর সেটআপ নিয়ে ভোগান্তিতে পরতে হয়। এমনকি আমার নিজেরও হয়েছিল। তাই আজকে ভাইদের জন্য ক্ষুদ্র এ প্রচেষ্ঠা । আর হ্যাঁ, আমার এ পোষ্টে অসামঞ্জস্যতা/ভূল থাকা অস্বাভাবিক নয়। তাই এক্ষেত্রে ফোরামের অভিজ্ঞ দ্বীনি ভাই এবং মডারেট ভাইদের সহযোগিতা একান্ত কাম্য। ওয়াস্সালাম ।
<<= Tor Browser for Android =>>
টর কর্তৃপক্ষ সম্প্রতি সময় তাদের মোবাইল ইউজারের সুবিধার কথা মাথায় রেখে টরের অ্যাপসে আপডেট এনেছে। আর এতে রয়েছে বিভিন্ন ফিচার এবং এটি সহজেই মোবাইলে ব্যবহার উপযোগী। তাদের আগের ভার্সনের দ্বারা টর নেটওয়ার্কে যুক্ত হতে হলে দুটি অ্যাপস (ওরবট + অরফক্স) ইনস্টল করার প্রয়োজন হতো। কিন্তু এখন আর এই ঝামেলা থাকছেনা । এখন শুধুমাএ একটি সফটওয়ার দিয়েই টর নেটওয়ার্কে প্রবেশ করা যাবে। অ্যাপসে রয়েছে সহজ সেটিংস অপশন, ব্রিজ অপশন এবং অন্যান্য আরো সুবিধা।
নিচের টরের অফিসিয়াল লিঙ্কে বিস্তারিত দেখুন :
অ্যাপস ডাউনলোড :
সাধারণভাবে গুগল প্লে স্টোরে Tor Browser লিখে সার্চ দিলেই অ্যাপটি পাওয়া যাবে । তবে এভাবে প্লে স্টোর হতে ডাউনলোড না করাটাই উত্তম।
এর বিকল্প হিসেবে আপনি uptodown.com বা apkpure.com এই রকম সাইট হতে ডাউনলোড করে নিতে পারেন। আশাকরি প্রায় সব মোবাইল ভার্সনেই এটি সাপোর্ট করবে।
কিছু সেটিংস : সফলভাবে আপনার মোবাইলে অ্যাপসটি ইন্সটল করা হয়ে গেলে আপনার টর ব্রাউজারে কিছু সেটিংস ঠিক করে নেয়া উত্তম।
ক) প্রিফারেন্স সেট : এর জন্যে আপনার ওপেন করা ওনিয়ন ব্রাউজারের এ্যাডরেস বারে about:config লিখলে প্রিফারেন্সের অনেক বড় লিস্ট চলে আসবে। আপনি সেখানে উপরের দিকে সার্চ বক্সে নিচের প্রিফারেন্সগুলোর ভেল্যু ঠিক আছে কিনা দেখে নিন , না থাকলে নিচের মতো করে দিন।
i) geo.enabled : false
ii) network.websocket.enabled : false
iii) geo.wifi.uri : localhost
খ) ব্রিজ সেটআপ : ব্রিজ সেটআপ করার জন্য প্রথমে আপনাকে ব্রাউজারের উপরের ডানদিকে সেটিংস আইকনে ক্লিক করতে হবে। এখানে আপনি দুইভাবে সেটআপ করতে পারবেন।
1) সিলেক্ট এ ব্রিজ: এই অপশনে আপনি যেকোন একটি ব্রীজ সহজেই সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে প্রথম ব্রীজ অপশনটি obfs4 চয়েজ করতে পারেন।
2) Provide A Bridge I Know : এতে আপনি আপনার পছন্দমত কাস্টম কোন ব্রীজ সেটআপ করতে পারেন । নিচের লিঙ্ক হতে আপনি ব্রীজ এড্রেস সংগ্রহ করতে পারেন :-
গ) অন্যান্য সেটিংস : ব্রাউজারের অন্যান্য সেটিংস এর মধ্যে উল্লেখযোগ্য হলো - সর্বদা প্রাইভেট মোডে ব্রাউজ করা, সিকুরিটি সেটিংস সর্বদা Sefest/Sefer রাখা (তবে *sefest মোডে রাখলে মাঝেমধ্যে সাইটের অনেক অপশন সো করতে চায়না), Defult Search Engine হিসেবে duckduckgo ব্যবহার করা সহ আরো কিছু অপশন যা ভাইয়েরা একটু চেষ্টা করলেই আশা করি পারবেন। এরপরও যদি কারো কোন সমস্যা হয় তাহলে ইউটিউবে একটু খাটাখাটি করলেই হবে ...ইনশাআল্লাহ্।
[Sourch : ‘আনসারুল্লাহ আইটি টিম’ রিসালার আংশিক ছায়া অবলম্বনে রচিত]
বি: দ্র: ফোরামের ভাইদের বিশেষ করে যারা নতুন তারা অনেকেই মোবাইলের টর সেটআপ নিয়ে ভোগান্তিতে পরতে হয়। এমনকি আমার নিজেরও হয়েছিল। তাই আজকে ভাইদের জন্য ক্ষুদ্র এ প্রচেষ্ঠা । আর হ্যাঁ, আমার এ পোষ্টে অসামঞ্জস্যতা/ভূল থাকা অস্বাভাবিক নয়। তাই এক্ষেত্রে ফোরামের অভিজ্ঞ দ্বীনি ভাই এবং মডারেট ভাইদের সহযোগিতা একান্ত কাম্য। ওয়াস্সালাম ।
~আপনাদের নেক দুয়ায় শরীক রাখার অনুরোধ। (Dua Is The Weapon of The Belivers)~
Comment