আসসালামু আলাইকুম ওয়ামাতুল্লাহি ওয়া বারকাতুহু।
একজন সফটওয়্যার ডেভলাপার, যিনি দাবি করেন তিনি প্রায় ১৫ বছর মাইক্রোসফট এর সিনিয়র সফটওয়্যার ডেভলাপার হিসেবে কাজ করেছেন, তিনি বলেন windows 10 এমন ভাবে বানানো হয়েছে যাতে এর মাধ্যমে সহজেই ব্যবহারকারীর উপর গোয়েন্দাগিরি করা যায়। এর নিরাপত্তা নিয়ে কিছু আলোচনা দরকার।আল্লাহ তায়ালা কবুল করুক। আমীন।
windows 10 ইন্সটল দেওয়ার এক পর্যায়ে অনেকগুলো অপশন দেখা যায় যেগুলো শুরু থেকেই অন করা থাকে। যেমন ধরুন Location। এই মাধ্যমে আপনি কোথা থেকে কম্পিউটারটি ব্যাবহার করছেন তা জানা যায়। এরকম আরও অপশন আছে যেমন Diagnostics, Relevant add, Speech recognition, Find my device,Inking & typing, Advertising ID। ইন্সটল দেওয়ার সময় এগুলো সবগুলোই অফ করে দিন। এগুলো যতটা আপনার উপকারে আসবে তার চেয়ে বেশি আপনার উপর গোয়েন্দাগিরি করবে। আপনি যদি আবার উইন্ডোজ দেওয়া ঝামেলা মনে করেন তাহলে Settings থেকেও এগুলো বন্ধ করতে পারেন। বন্ধ করবেন যেভাবেঃ
কম্পিউটারের Setting > Privacy। এরপর বামপাশে যত অপশন আছে যেমন location, camera, microphone etc সবগুলো বন্ধ করে রাখুন। যেসব জায়গায় clear আছে (যেমন Activity History) সেগুলো clear করে দিন।
ইন্সটল দেওয়ার সময় আরও দেখা যায় আপনাকে মাইক্রোসফট এ অ্যাকাউন্ট খুলতে বলে। খুলবেন না। যদি আগে খুলে থাকেন কিংবা ব্যবহার করে থাকেন তাহলে sign out করে ফেলুন। কারণ এর মাধ্যমে তারা খেয়াল করে আপনি কোন কোন app এবং software ব্যবহার করেন।
যদি PC Name আপনার আসল নাম দিয়ে থাকেন তাহলে সেটিও পরিবর্তন করে অন্য কোন নকল নাম দিন।
এগুলো হল সাধারণ অপশন যা আপনি দেখতে পারছেন।মনে রাখবেন Setting এ আপনি তাই দেখবেন যা windows আপনাকে দেখাচ্ছে। আরও অনেক অপশন আছে যেগুলো সাধারণভাবে দেখা যায়না। কিন্তু software ব্যাবহার করে আপনাকে সেগুলো দেখতে হবে এবং বন্ধ করতে হবে। এরকম একটি সফটওয়্যার হল Spybot Anti-Beacon । এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপ বা সফটওয়্যার আপনার ডাটার ওপর নজরদারি করছি এবং এই নজরদারি আপনি বন্ধ করতে পারবেন। কিন্তু সমস্যা হল এটি পেইড ভার্সন। এর কোন ফ্রী ভার্সন নেই। ফ্রী কিছু সফটওয়্যার আছে যার মাধ্যমেও আপনি একই কাজ করতে পারবেন। যেমন O&O ShutUp10 , Destroy Windows 10 Spying। তবে এসব সফটওয়্যার ব্যাবহারের বিষয়ে মোডারেটরের মন্তব্য আশা করছি।
তাই আমার মনে হয় windows ব্যাবহারের পরিবর্তে Linux ব্যাবহার করাই উত্তম। যদিও Linux ব্যবহার করা একটু কঠিন। তারপরেও শিখতে থাকুন। ইনশাআল্লাহ্* সহজ হয়ে যাবে।
আরও দুটি বিষয়ঃ
১। Tor Browser কখনই Full screen করবেন না। এই বিষয়ে Tor এর অফিশিয়াল ওয়েবসাইটে বলা আছে।
২। মাঝে মাঝে দেখা যায় কোন একেটি ওয়েবসাইটে https:// ব্যাবহার ছাড়াই ঢুকা যায়। কিন্তু এটি করবেন না। যেই ওয়েবসাইটেই প্রবেশ করুন না কেন https:// আছে কিনা খেয়াল করুন।
নিরাপত্তার মালিক আল্লাহ
একজন সফটওয়্যার ডেভলাপার, যিনি দাবি করেন তিনি প্রায় ১৫ বছর মাইক্রোসফট এর সিনিয়র সফটওয়্যার ডেভলাপার হিসেবে কাজ করেছেন, তিনি বলেন windows 10 এমন ভাবে বানানো হয়েছে যাতে এর মাধ্যমে সহজেই ব্যবহারকারীর উপর গোয়েন্দাগিরি করা যায়। এর নিরাপত্তা নিয়ে কিছু আলোচনা দরকার।আল্লাহ তায়ালা কবুল করুক। আমীন।
windows 10 ইন্সটল দেওয়ার এক পর্যায়ে অনেকগুলো অপশন দেখা যায় যেগুলো শুরু থেকেই অন করা থাকে। যেমন ধরুন Location। এই মাধ্যমে আপনি কোথা থেকে কম্পিউটারটি ব্যাবহার করছেন তা জানা যায়। এরকম আরও অপশন আছে যেমন Diagnostics, Relevant add, Speech recognition, Find my device,Inking & typing, Advertising ID। ইন্সটল দেওয়ার সময় এগুলো সবগুলোই অফ করে দিন। এগুলো যতটা আপনার উপকারে আসবে তার চেয়ে বেশি আপনার উপর গোয়েন্দাগিরি করবে। আপনি যদি আবার উইন্ডোজ দেওয়া ঝামেলা মনে করেন তাহলে Settings থেকেও এগুলো বন্ধ করতে পারেন। বন্ধ করবেন যেভাবেঃ
কম্পিউটারের Setting > Privacy। এরপর বামপাশে যত অপশন আছে যেমন location, camera, microphone etc সবগুলো বন্ধ করে রাখুন। যেসব জায়গায় clear আছে (যেমন Activity History) সেগুলো clear করে দিন।
ইন্সটল দেওয়ার সময় আরও দেখা যায় আপনাকে মাইক্রোসফট এ অ্যাকাউন্ট খুলতে বলে। খুলবেন না। যদি আগে খুলে থাকেন কিংবা ব্যবহার করে থাকেন তাহলে sign out করে ফেলুন। কারণ এর মাধ্যমে তারা খেয়াল করে আপনি কোন কোন app এবং software ব্যবহার করেন।
যদি PC Name আপনার আসল নাম দিয়ে থাকেন তাহলে সেটিও পরিবর্তন করে অন্য কোন নকল নাম দিন।
এগুলো হল সাধারণ অপশন যা আপনি দেখতে পারছেন।মনে রাখবেন Setting এ আপনি তাই দেখবেন যা windows আপনাকে দেখাচ্ছে। আরও অনেক অপশন আছে যেগুলো সাধারণভাবে দেখা যায়না। কিন্তু software ব্যাবহার করে আপনাকে সেগুলো দেখতে হবে এবং বন্ধ করতে হবে। এরকম একটি সফটওয়্যার হল Spybot Anti-Beacon । এর মাধ্যমে আপনি দেখতে পারবেন কোন কোন অ্যাপ বা সফটওয়্যার আপনার ডাটার ওপর নজরদারি করছি এবং এই নজরদারি আপনি বন্ধ করতে পারবেন। কিন্তু সমস্যা হল এটি পেইড ভার্সন। এর কোন ফ্রী ভার্সন নেই। ফ্রী কিছু সফটওয়্যার আছে যার মাধ্যমেও আপনি একই কাজ করতে পারবেন। যেমন O&O ShutUp10 , Destroy Windows 10 Spying। তবে এসব সফটওয়্যার ব্যাবহারের বিষয়ে মোডারেটরের মন্তব্য আশা করছি।
তাই আমার মনে হয় windows ব্যাবহারের পরিবর্তে Linux ব্যাবহার করাই উত্তম। যদিও Linux ব্যবহার করা একটু কঠিন। তারপরেও শিখতে থাকুন। ইনশাআল্লাহ্* সহজ হয়ে যাবে।
আরও দুটি বিষয়ঃ
১। Tor Browser কখনই Full screen করবেন না। এই বিষয়ে Tor এর অফিশিয়াল ওয়েবসাইটে বলা আছে।
২। মাঝে মাঝে দেখা যায় কোন একেটি ওয়েবসাইটে https:// ব্যাবহার ছাড়াই ঢুকা যায়। কিন্তু এটি করবেন না। যেই ওয়েবসাইটেই প্রবেশ করুন না কেন https:// আছে কিনা খেয়াল করুন।
নিরাপত্তার মালিক আল্লাহ
Comment