রাশিয়ার তৈরি টি-১৪ আরমাটা হচ্ছে বিশ্বের প্রথম নেক্সট জেনারেশন মেইন ব্যাটল ট্যাংক যার প্রোডাকশন লাইন ইতোমধ্যে চালু হয়েছে। এটি রাশিয়ার বাহিনীতে থাকা একমাত্র ট্যাংক যা ডিজাইন করা হয়েছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর। ৯০ এর দশকের শেষের দিকে রাশিয়ার নিঝনি তাগিল মিলিটারি ডিস্ট্রিক্টে একটি প্রোটোটাইপ এর মাধ্যমে এর জন্ম হয়, যার নাম ছিল অবজেক্ট ১৯৫। এর একটি প্রতিযোগী ছিল টি-৮০ ব্ল্যাক ঈগল, যা শেষ পর্যন্ত প্রোডাকশনে আসেনি৷ অবশেষে এই অবজেক্ট ১৯৫কেই আরো অনেক ঘষামাজা করে তৈরি করা হয় আরমাটা। ২০১৫ সাল থেকে এর প্রোডাকশন শুরু হয়৷ তবে আরমাটা আসলে একটা প্লাটফর্ম, এটা দিয়ে শুধু এই মেইন ব্যাটল ট্যাংকই নয়, পুরো একটা ভেহিকলের ফ্যামিলিকে বোঝানো হয়৷ এই ফ্যামিলিতে আরমাটা এমবিটি ছাড়াও আছে Kurganets-25 IFV, Kurganets-25 APC, Boomerang APC, Koalitsiya-SV SPG এবং Kornet-D1 ATGM vehicle. এরা প্রত্যেকেই একই চ্যাসিস এর উপর ভিত্তি করে তৈরি এবং এদের প্রধান স্পেশালিটি হচ্ছে ভেহিকলের হাল এর ভেতরে একটি আর্মার্ড ক্যাপসুল, যেখানে পুরো ক্রু একসাথে অবস্থান করে। এর ফলে ট্যাংকের ভেতরে বিভিন্ন পজিশনে ক্রু আলাদা আলাদাভাবে থাকে না এবং ওয়েপন ফায়ারিং, ড্রাইভিং সবকিছুই রিমোটলি কন্ট্রোলড হয়ে থাকে৷ এছাড়া ক্রু মেম্বারদের জন্য আধুনিক ট্যাংকের সমস্ত ফিচার যেমন-নাইট ভিশন, ইনফ্রারেড এবং থার্মাল ক্যামেরা, লেজার রেঞ্জফাইন্ডার ইত্যাদি তো আছেই৷
টি-১৪ আরমাটা এমবিটিতে একাধিক লেয়ার বিশিষ্ট কম্পোজিট আর্মার ব্যবহার করা হয়েছে এবং নির্দিষ্ট এংগেলে আর্মার প্লেটগুলিকে বসানো হয়েছে অধিক প্রোটেকশনের জন্য৷ ফলে এটি শত্রু ট্যাংকের APFSDS এবং HEAT শেল ও ATGM এর বিরুদ্ধে প্রোটেকশন দিতে সক্ষম৷ এছাড়াও ব্যবহার করা হয়েছে "Malachit" এক্সপ্লোসিভ রিএক্টিভ আর্মার যা ট্যাংক শেলের বিরুদ্ধে ৫০ পারসেন্ট সময়ই সুরক্ষা দিতে পারে৷ আর আর্মার্ড ক্রু ক্যাপসুল থাকার কারণে ট্যাংকে হিট হলেও ক্রু মেম্বারদের বেচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি৷ এছাড়াও এখানে "Afghanit" এক্টিভ প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একটি মিলিমিটার ওয়েভ AESA রাডার ব্যবহার করে ৩৬০° কভারেজ এ ATGM ও ট্যাংক শেলের হাত থেকে হার্ড কিল এবং সফট কিল দুই ধরনের প্রোটেকশনই দিতে পারে। সম্প্রতি NII Stali Upper Hemisphere Protection Complex নামে একটি সিস্টেম এই ট্যাংকে যোগ করা হয়েছে যা জ্যাভেলিন মিসাইল এর মতো সরাসরি উপর থেকে আসা মিসাইলকে ধবংস করতে পারবে৷
বিবরণ:
ডিজাইনার: Ural Design Bureau of Transport Machine-Building, Uralvagonzavod, Russian Federation.
ভর: ৪৮ টন
অপারেশনাল রেঞ্জ: ৫০০ কিলোমিটার
ক্রু মেম্বার: ৩ জন
ইঞ্জিন: ১,৫০০ হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন (প্রয়োজনে ২,০০০ হর্স পাওয়ার ডেলিভার করতে পারে, যদিও এতে ইঞ্জিনের ক্ষতি হতে পারে)
গতি: ৮০-৯০ কি.মি./ঘণ্টা অনরোড (এস্টিমেটেড)
আর্মামেন্ট:
মেইন গান: ১২৫ মি.মি. 2A82-1M স্মুথবোর গান, অটোলোডার যুক্ত এবং এটিজিএম ক্যাপেবল৷ ভবিষ্যতে ১৫২ মি.মি. 2A83 মেইন গান ব্যবহার করা হতে পারে৷
সেকেন্ডারি অস্ত্র: একটি ১২.৭ মি.মি. Kord হেভি মেশিন গান এবং একটি কো-এক্সিয়াল ৭.৬২ মি.মি. PKTM/PKP মেশিন গান (এছাড়াও টারেটে একটি ৩০ মি.মি. Shipunov 2A42 অটোমেটিক ক্যানন যোগ করার ব্যবস্থা আছে) এবং ইঞ্জিন স্মোক জেনারেটর।
টি-১৪ আরমাটা এর সিরিয়াল প্রোডাকশন বেশ কয়েকবার হোচট খেলেও অবশেষে তা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামীতে রাশিয়ান সেনাবাহিনীর টি-৭২, টি-৮০ এবং টি-৯০ ট্যাংকগুলিকে রিপ্লেস করবে আরমাটা।
collected.
টি-১৪ আরমাটা এমবিটিতে একাধিক লেয়ার বিশিষ্ট কম্পোজিট আর্মার ব্যবহার করা হয়েছে এবং নির্দিষ্ট এংগেলে আর্মার প্লেটগুলিকে বসানো হয়েছে অধিক প্রোটেকশনের জন্য৷ ফলে এটি শত্রু ট্যাংকের APFSDS এবং HEAT শেল ও ATGM এর বিরুদ্ধে প্রোটেকশন দিতে সক্ষম৷ এছাড়াও ব্যবহার করা হয়েছে "Malachit" এক্সপ্লোসিভ রিএক্টিভ আর্মার যা ট্যাংক শেলের বিরুদ্ধে ৫০ পারসেন্ট সময়ই সুরক্ষা দিতে পারে৷ আর আর্মার্ড ক্রু ক্যাপসুল থাকার কারণে ট্যাংকে হিট হলেও ক্রু মেম্বারদের বেচে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি৷ এছাড়াও এখানে "Afghanit" এক্টিভ প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা একটি মিলিমিটার ওয়েভ AESA রাডার ব্যবহার করে ৩৬০° কভারেজ এ ATGM ও ট্যাংক শেলের হাত থেকে হার্ড কিল এবং সফট কিল দুই ধরনের প্রোটেকশনই দিতে পারে। সম্প্রতি NII Stali Upper Hemisphere Protection Complex নামে একটি সিস্টেম এই ট্যাংকে যোগ করা হয়েছে যা জ্যাভেলিন মিসাইল এর মতো সরাসরি উপর থেকে আসা মিসাইলকে ধবংস করতে পারবে৷
বিবরণ:
ডিজাইনার: Ural Design Bureau of Transport Machine-Building, Uralvagonzavod, Russian Federation.
ভর: ৪৮ টন
অপারেশনাল রেঞ্জ: ৫০০ কিলোমিটার
ক্রু মেম্বার: ৩ জন
ইঞ্জিন: ১,৫০০ হর্স পাওয়ার ডিজেল ইঞ্জিন (প্রয়োজনে ২,০০০ হর্স পাওয়ার ডেলিভার করতে পারে, যদিও এতে ইঞ্জিনের ক্ষতি হতে পারে)
গতি: ৮০-৯০ কি.মি./ঘণ্টা অনরোড (এস্টিমেটেড)
আর্মামেন্ট:
মেইন গান: ১২৫ মি.মি. 2A82-1M স্মুথবোর গান, অটোলোডার যুক্ত এবং এটিজিএম ক্যাপেবল৷ ভবিষ্যতে ১৫২ মি.মি. 2A83 মেইন গান ব্যবহার করা হতে পারে৷
সেকেন্ডারি অস্ত্র: একটি ১২.৭ মি.মি. Kord হেভি মেশিন গান এবং একটি কো-এক্সিয়াল ৭.৬২ মি.মি. PKTM/PKP মেশিন গান (এছাড়াও টারেটে একটি ৩০ মি.মি. Shipunov 2A42 অটোমেটিক ক্যানন যোগ করার ব্যবস্থা আছে) এবং ইঞ্জিন স্মোক জেনারেটর।
টি-১৪ আরমাটা এর সিরিয়াল প্রোডাকশন বেশ কয়েকবার হোচট খেলেও অবশেষে তা শুরু হয়েছে। সব ঠিক থাকলে আগামীতে রাশিয়ান সেনাবাহিনীর টি-৭২, টি-৮০ এবং টি-৯০ ট্যাংকগুলিকে রিপ্লেস করবে আরমাটা।
collected.
Comment