কিভাবে নিজের আইডিতে প্রোফাইল পিকচার এ্যাড করবেন?
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা‘দ…
সম্মানিত মেম্বার ও ভিজিটর ভাইয়েরা-
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
আজ আপনাদের সাথে সুন্দর একটি টিপস শেয়ার করার ইচ্ছা করেছি। আশা করি- সকল ভাইয়েরা উপকৃত হবেন। পাশাপাশি এর দ্বারা অনেক ভাইদের দীর্ঘ দিনের মনের সুপ্ত বাসনাও পূরণ হবে, ইনশা আল্লাহ।
তো সেটা কি? সেটা হলো: কিভাবে আপনারা নিজেদের আইডিতে প্রোফাইল পিকচার এ্যাড করবেন? যা দেখে আপনাদের চোখ জুড়াবে এবং হৃদয় প্রশান্তি লাভ করবে।
আচ্ছা! তাহলে আর দেরী না করে নিয়মটা জেনে নেয়া যাক। নিয়মটা হলো: আপনারা প্রথমে নিজেদের আইডি লগইন করবেন। তারপর ফোরামের একদম উপরের ডান দিকে দেখবেন লেখা আছে...Welcome, id name(আপনার আইডি নাম), Notifications. My Profile. Settings. Log Out. ও প্রশ্ন করুন।
এখান থেকে প্রথমে Settings এ ক্লিক করবেন। তারপর বামদিকে দেখবেন- My Settings লেখার নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। সেখান থেকে আপনি Edit Avatar এ ক্লিক করবেন। তারপর দেখুন- Your Current Avatar লেখার নিচে দুটি অপশন আছে। যথা: ১. Do not use an avatar ২. Use Custom Avatar.
এখান থেকে Use Custom Avatar এ মার্ক করবেন/ঠিক চিহ্ন দিবেন। এরপর দেখুন- Use Custom Avatar লেখার নিচে দুটি অপশন আছে। যথা: Option 1 - Enter the URL to the Image on Another Website: Option 2 - Upload Image From Your Computer:
উল্লেখ্য, আপনারা প্রথম অপশন থেকে লিংক দিয়ে ও দ্বিতীয় অপশনে Browse..ক্লিক করে যে পিকটি দিতে চাচ্ছেন, তা open করবেন।
সবশেষে আপনারা save changesc এ ক্লিক করবেন। ব্যস হয়ে গেল, আলহামদুলিল্লাহ।
আশা করি- সবাই সুন্দরভাবেই বুঝতে পেরেছেন। তাহলে এবার কাজ শুরু করে দিতে পারেন, ইনশা আল্লাহ।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
**************
আপনাদের নেক দু‘আয় মুজাহিদীন ভাইদেরকে ভুলে যাবেন না।
Comment