কিভাবে নিজের আইডিতে Signature এ্যাড করবেন?
আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা‘দ…
সম্মানিত মেম্বার ও ভিজিটর ভাইয়েরা-
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
আজ আপনাদের সাথে সুন্দর আরেকটি টিপস শেয়ার করার ইচ্ছা করেছি। আশা করি- সকল ভাইয়েরা উপকৃত হবেন। পাশাপাশি এর দ্বারা অনেক ভাইদের দীর্ঘ দিনের মনের সুপ্ত বাসনাও পূরণ হবে, ইনশা আল্লাহ।
তো সেটা কি? সেটা হলো: কিভাবে আপনারা নিজেদের আইডিতে Signature এ্যাড করবেন? যা দেখে আপনাদের চোখ জুড়াবে এবং হৃদয় প্রশান্তি লাভ করবে।
প্রথমেই বলে নিচ্ছি Signature মানে কি? এটার শাব্দিক অর্থ হলো: স্বাক্ষর, সই, দস্তখত ইত্যাদি। তবে এখানে আমাদের উদ্দেশ্য হলো: আমরা নিজেদের পোষ্টের/কমেন্টের নিচে কোন মূল্যবান লেখা/বাণী ইত্যাদি কিভাবে যুক্ত করতে পারি?
যেমন দেখুন- আমার এই পোষ্টের নিচে লেখা আছে:“ধৈর্যশীল সতর্ক ব্যক্তিরাই লড়াইয়ের জন্য উপযুক্ত।”-শাইখ উসামা বিন লাদেন রহ.
আচ্ছা! তাহলে আর দেরী না করে নিয়মটা জেনে নেয়া যাক। নিয়মটা হলো: আপনারা প্রথমে নিজেদের আইডি লগইন করবেন। তারপর ফোরামের একদম উপরের ডান দিকে দেখবেন লেখা আছে...Welcome, id name(আপনার আইডি নাম), Notifications. My Profile. Settings. Log Out. ও প্রশ্ন করুন।
এখান থেকে প্রথমে Settings এ ক্লিক করবেন। তারপর বামদিকে দেখবেন- My Settings লেখার নিচে অনেকগুলো অপশন দেখা যাচ্ছে। সেখান থেকে আপনি Edit Signature এ ক্লিক করবেন। তারপর সেখানে পোষ্ট করার মত একটি ঘর ওপেন হবে। তখন আপনি যে লেখা/বাণী দিতে চাচ্ছেন, তা লিখবেন। লিখার পর প্রয়োজনীয় সম্পাদনা করবেন। যেমন বানান, কালার, সাইজ ইত্যাদি।
তারপর Preview Signature তে ক্লিক করবেন। তখন দেখবেন- আপনার লেখাটা উপরের দিকে দেখা যাচ্ছে। যদি দেখেন সব ঠিক আছে, যেমন- কালার, সাইজ, বানান ইত্যাদি। তাহলে Save Signature তে ক্লিক করবেন। তারপর থেকে আপনি যত পোষ্ট বা কমেন্ট করেছেন বা করবেন, তার নিচে আপনার লেখাটা অটোমেটিক শো করছে দেখতে পাবেন, ইনশা আল্লাহ।
ব্যস কাজ হয়ে গেল, আলহামদুলিল্লাহ।
আশা করি- সবাই ভালোভাবেই বুঝতে পেরেছেন। তাহলে এবার কাজ শুরু করে দিতে পারেন, ইনশা আল্লাহ। আর যদি কোন ভাই এর দ্বারা উপকৃত হোন, তাহলে এই অধমকে আপনার নেক দু‘আয় স্মরণ রাখার বিনীত অনুরোধ থাকল।
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
**************
আপনাদের নেক দু‘আয় আপনাদের মুজাহিদীন ভাইদেরকে ভুলে যাবেন না।
আপনাদের নেক দু‘আয় আপনাদের মুজাহিদীন ভাইদেরকে ভুলে যাবেন না।
Comment