Announcement

Collapse
No announcement yet.

একটি প্রশ্ন প্রযুক্তিগত

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • একটি প্রশ্ন প্রযুক্তিগত

    আস্ সালামু আলাইকুম...
    ১:আমি একটি mywapblog ব্লগ সাইট তৈরী করতে চাচ্ছি এজন্য কিকি কাজ করলে আমার মোবাইল যাতে তাগুত রা ট্রাক করতে না পারে?
    Plz কেউ যদি জানাতেন মনে হয় ভালো হত।
    যে কোন ফ্রী ব্লগের ক্ষেত্রে....Blogspot.com,, wordpress.com,, Mywapblog,, Facebook.com ইত্যাদি।

  • #2
    প্রিয় ভাই 'তথ্য প্রযুক্তি' তে গিয়ে যেনে নিতে পারেন।
    ইলম আমাদের বুঝতে শিখায় এবং জিহাদ আমাদের মানতে শিখায়

    Comment


    • #3
      আপনি বিভিন্ন আইপি হাইডিং
      সফটওয়্যার ব্যাবহার করতে পারেন - তবে
      আমি সবচেয়ে পছন্দ করি আল্ট্রাসার্ফ ।
      এটি গতি কমায় না-- এবং এফেক্টিভও।
      এছাড়া ব্যাবহার করতে পারেন --
      হটস্পটশিল্ড / টানেলবিয়ার /
      প্রাইভেটাইজ
      এগুলো সবগুলোই ফ্রী। এগুলো দিয়ে ব্লকড
      ওয়েবসাইটও(ইউটিউব ) ভিসিট করা
      যায়।





      Comment


      • #4
        ১। ভিপিএন না বুঝলে বা চালাতে
        না চাইলে পিসি থেকে Epic বা Tor
        ব্রাউজার ব্যবহার করুন।
        ২। মোবাইল থেকে UC mini ব্রাউজার
        ব্যবহার করুন।

        Comment


        • #5
          টর কী ও কেন?
          টর ব্যবহার করা কেন উচিত তা নিয়ে
          নিজেদের সাইটে কিছু যুক্তি তুলে
          ধরেছে এর নির্মাতা প্রতিষ্ঠান ‘টর
          প্রজেক্ট’। এ বিষয়ে তাদের বক্তব্য হল—
          ০১. এর মাধ্যমে নীতিহীন বিজ্ঞাপন
          প্রচারণাকারীদের হাত থেকে
          নিজেদের গোপনীয়তা রক্ষা করা সম্ভব।
          অনেক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান
          অর্থের বিনিময়ে ব্যবহারকারীদের
          ব্রাউজিং রেকর্ড বিজ্ঞাপনদাতাদের
          দিয়ে দেয়। কিন্তু টর ব্যবহারের
          মাধ্যমে এ সমস্যা থেকে রেহাই পাওয়া
          সম্ভব।
          ০২. অনেক প্রতিষ্ঠান গ্রাহকদের ডেটার
          সুরক্ষা দিতে পারে না, নিজেদের তথ্য
          নিয়ে চিহ্নিত গ্রাহকরা এ কারণে টর
          ব্যবহার করে থাকেন।
          ০৩. এইচআইভি, জন্মনিয়ন্ত্রণের মত
          স্বাস্থ্যগত বিষয়ে অনেক গ্রাহক
          অনলাইনে চিকিৎসকের সঙ্গে বা
          গবেষকদের জরিপে নিজেদের তথ্য
          শেয়ার করতে চান না, তারা এসব কাজে
          টর ব্রাউজার বেছে নেন।
          ০৪. বিশ্বব্যাপী সাংবাদিকদের
          নিরাপত্তায় টর ব্রাউজার ব্যবহারের
          পরামর্শ দিয়েছে সাংবাদিকদের বাক-
          স্বাধীনতা রক্ষায় কাজ করা ফরাসী
          প্রতিষ্ঠান রিপোর্টার্স উইথআউট
          বর্ডার্স। যুক্তরাষ্ট্রভিত্তিক
          ইন্টারন্যাশনাল ব্রডকাস্টিং ব্যুরোও
          সংবাদমাধ্যমগুলোর স্বাধীনতা রক্ষায় টর
          ব্যবহারকে সমর্থন জানিয়েছে। ‘তদন্তের
          নিরাপত্তার স্বার্থে আইন-প্রণয়নকারী
          সংস্থাগুলোরও টর ব্যবহার উচিত’ বলে
          তারা নিজেদের সাইটে জানিয়েছে।
          সত্যিই কি তাই?
          এতসব সুবিধার পরও টর বা এ ধরনের
          কোনো প্রক্সি সেবা ব্যবহার করা উচিৎ
          নয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
          আইএসপি অ্যাসোসিয়েশন অফ
          বাংলাদেশ-এর সাবেক পরিচালক ও
          তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ সুমন আহমেদ
          সাবির এ প্রসঙ্গে বিডিনিউজ
          টোয়েন্টিফোর ডটকমকে বলেন, টর বা এ
          ধরনের প্রক্সি ওয়েব সার্ভিসকে
          সম্পূর্ণভাবে নিরাপদ আর গোপন ভাবার
          কোনও কারণ নেই।
          সুমন বলেন, “টর বা এ ধরনের প্রক্সি
          সার্ভার ব্যবহারে অনেক সময়
          ব্যবহারকারীর কম্পিউটারে ম্যালওয়্যার
          প্রবেশ করানো হতে পারে। এসব
          ম্যালওয়্যার ব্যবহারকারী কম্পিউটারে
          অ্যাকসেস নেওয়ার ঝুঁকি থাকে।”
          “আপনি যখনই টর ব্যবহার করছেন, মনে
          রাখবেন তখন আপনি যেমন অন্য কোনো
          সার্ভার বা পিসি ব্যবহার করে, ধরা
          যাক, এখন ফেইসবুকে ঢুকতে পারছেন,
          তেমনি আপনিও কিন্তু একইসঙ্গে আপনার
          পিসিটিও অন্যকে ব্যবহার করার জন্য
          অনুমতি দিয়ে দিচ্ছেন। এটি ছাড়া
          আপনি টর ব্যবহার করতে পারবেন না।”
          সুমন আরও যোগ করেন, “আপনি না হয়
          ফেইসবুকে লগইন করলেন, কিন্তু আপনার
          পিসি ব্যবহার করে অন্য দেশের কেউ যে
          কোনো নাশকতার জন্য বা আরও ভয়াবহ
          কোনও কাজে আপনার পিসিটি ব্যবহার
          করছে না, তার কিন্তু কোনও গ্যারান্টি
          নেই।”
          “এমনকি টর ব্যবহারের ফলে আপনি যে
          ব্যকডোর তৈরি করে দিচ্ছেন, সেটি
          আপনার দেশের বিরুদ্ধেই ব্যবহৃত হতে
          পারে।”
          সুমন যোগ করেন, “হয়ত আগামী কালই
          ফেইসবুক সরকারিভাবে খুলে দেওয়া
          হবে এবং আপনি টর ছাড়াই আগের মতো
          প্রচলিত ব্রাউজার ব্যবহার করে ফেইসবুক
          ব্যবহারে ফিরে গেলেন। কিন্তু যতদিন
          আপনার পিসিতে টর ইনস্টলড অবস্থায়
          থাকছে, ততদিন কিন্তু আপনি ঝুকিটি
          বহাল রাখছেন।”
          “কাজেই সরকারেরও উচিৎ হয়নি এভাবে
          ফেইসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্লক করে
          দেওয়া। এ মাধ্যমে সরকার নিজের
          অজান্তেই দেশের ভেতরে অসংখ্য
          ব্যককডোর তৈরি করে দেওয়ার ঝুঁকিটি
          নিল। এর আগে সরকারের উচিৎ ছিল
          বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া।”
          টর নিয়ে আরও তিন তথ্য
          ১। ২০০৭ সালের সেপ্টেম্বর মাসে টরের
          ‘এক্সিট নোড’ পর্যবেক্ষণ করে ইমেইল
          অ্যাকাউন্টের ইউজারনেইম আর
          পাসওয়ার্ড বিচ্ছিন্ন করার কথা জানান
          সুইডিশ নিরাপত্তা পরামর্শক ড্যান
          এগারস্ট্যান্ড। এভাবে এ ধরনের
          ব্রাউজারে আড়ি পেতে তথ্য চুরির ঝুঁকি
          থাকে।
          ২। ২০১১ সালের অক্টোবরে ফরাসী
          প্রযুক্তি গবেষণা বিশ্ববিদ্যালয়
          ইএসআইইএ টর নেটওয়ার্ক ডিক্রিপ্ট করে
          এর গোপনীয়তা ভঙ্গের দাবি করে।
          ৩। ফ্রেঞ্চ ইনস্টিটিউট ফর রিসার্চ ইন
          কম্পিউটার সায়েন্স অ্যান্ড অটোমেশন
          ইতোমধ্যে 'এক্সিট নোড' ব্যবহার করে টর
          বাইপাস করে দেখায়।
          তাই, টর বা এ ধরনের প্রক্সি ওয়েব
          সার্ভিসকে সম্পূর্ণ নিরাপদ আর গোপন
          ভাবার কোনও কারণ নেই।

          Comment


          • #6
            টর ব্যবহার করুন
            আপনার ওয়েব ব্রাউজিংয়ের তথ্য যদি
            কাউকে জানাতে না চান, তাহলে টর
            ব্রাউজার ব্যবহার করতে পারেন। নানা
            ধরনের অনলাইন টুলসের মাধ্যমে এখন
            ওয়েব ব্রাউজিংয়ের তথ্য হাতিয়ে
            নিয়ে থাকে হ্যাকাররা। ব্যবসায়িত
            প্রতিষ্ঠানগুলোরও আগ্রহ থাকে এসব
            তথ্যে। তাই আপনার ওয়েব
            ব্রাউজিংয়ের তথ্যকে কারও সাথে
            শেয়ার করতে না চাইলে টর নামের
            ব্রাউজারটি ব্যবহার করতে পারেন। এটি
            মূলত একটি প্রক্সি ব্রাউজার যা ওয়েব
            ব্রাউজিংয়ের সময় আপনার ব্যবহূত সব
            ধরনের অ্যাকাউন্টের তথ্যকে গোপন
            রাখতে পারে।
            হালনাগাদ থাকুন সবসময়
            অপারেটিং সিস্টেম থেকে শুরু করে সব
            ধরনের সফটওয়্যারের আপডেটের
            মাধ্যমেই মূলত সেগুলোকে আগের
            সংস্করণের তুলনায় আরও সুরক্ষিত করা
            হয়ে থাকে। তাই অপারেটিং সিস্টেম
            থেকে শুরু করে সব ধরনের সফটওয়্যারের
            প্যাচ এবং আপডেট নিয়মিত ইনস্টল করুন
            পিসি বা অন্য যেকোনো ডিভাইসে।
            এতে করে সাধারণ ম্যালওয়্যার বা
            স্পাইওয়্যার থেকে পিসিকে মুক্ত
            রাখতে আর বাড়তি কিছু করার প্রয়োজন
            হবে না।
            অ্যাড-ব্লকার ব্যবহার করুন
            ট্র্যাকিং কুকির উপস্থিতি এবং
            স্বয়ংক্রিয়ভাবে ইনস্টল হয়ে যাওয়া
            রোধ করতে ভালো মানের অ্যাড-ব্লকার
            ব্যবহার করুন আপনার ব্রাউজারে।
            অ্যাপলের সাফারি, গুগলের ক্রোম,
            মজিলার ফায়ারফক্স—সব ব্রাউজারের
            জন্যই এমন অ্যাড-ব্লকার পাওয়া যায়
            প্লাগ-ইনস বা অ্যাড-অনস হিসেবে।
            এক্ষেত্রেও চেষ্টা করুন যথাসম্ভব ওপেন
            সোর্স বা ফ্রি সলিউশন ব্যবহার করতে।
            এক্ষেত্রে ইউব্লক নামের অ্যাড-
            ব্লকারের ওপর নির্ভর করার পরামর্শ
            দিয়ে থাকেন অনেকেই।
            ওয়াই-ফাইয়ের জন্য
            ভিপিএন ব্যবহার করুন
            পাবলিক ওয়াই-ফাই নেটওয়ার্ক
            ব্যবহারকে নিরুত্সাহিত করে থাকেন
            বেশিরভাগ প্রযুক্তি বিশেষজ্ঞ।
            তারপরেও পাবলিক ওয়াই-ফাই
            নেটওয়ার্ক ব্যবহার করতে চাইলে
            ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক
            ব্যবহারের পরামর্শই প্রদান করে থাকেন
            তারা। হটস্পটশিল্ড বা ওপেনডিএনএসের
            মতো সব সেবা এক্ষেত্রে পাবলিক
            ওয়াই-ফাই নেটওয়ার্কেও আপনার সব
            ধরনের কার্যক্রম ও পরিচিতি গোপন
            রাখবে।

            Comment


            • #7
              আসেন আজ টর্চ ফেলি ডার্ক ওয়েবের
              উপর। আর যারা জানেন না ডার্ক ওয়েব
              কি তাদের বলি ডার্ক ওয়েব হল
              ইন্টারনেটের সেই অংশ (যেটা
              ভিজিবল ওয়েবের চেয়ে ৫০০ গুন বড়)
              যেখানে আপনি চিরাচরিত উপায়ে
              যেতে পারেন না। ৫০০ গুন বড় শুনে
              যারা ভ্রু কোচকাচ্ছেন তাদের বলি
              মুড়ির ঠোঙা রেখে একটু ঢুকে দেখেন
              ডার্ক ওয়েবে। তার পর বলবেন মামা
              কি দেখাইলা!!! কি হয় ডার্ক ওয়েবে???
              খিক খিক খিক!!! এইটা কি জিগাইলেন
              মামা??? কি হয় না তাই কন। এইখানে
              সব ই আছে। সবই পাওয়া যায় । কথা
              বেশি কমু না চলেন অন্ধকার ওয়েবের
              উপর টর্চ ফেলি। কি মামা? ফায়ারফক্স
              খুলবার লাগছেন। খিক খিক খিক!!!
              চিপাগলিতে কি ভুঁড়িওয়ালা পুলিশ
              দৌড়াইতে পারে?? চলেন উহারে
              দৌড়ানি দিয়া এট্টু ছিপছিপা দাবাং
              কপ বানাইয়া ফালাই। টর ব্রাউজার
              ফায়ারফক্সের উপর কাজ করে। কিন্তু
              টরের ডার্ক ওয়েবে যাওয়ার ক্ষমতা
              আছে। বিল গেটসের মামারা এইখানে
              ক্লিক করেন (windows) https://
              www.torproject.org/dist/ torbrowser/tor-
              browser-2.3.25-8_en- US.exe পেঙ্গুইনের
              চাচারা এইখানে ক্লিক করেন (linux)
              https:// www.torproject.org/dist/ torbrowser/
              linux/tor-browser-gnu- linux-i686-2.3.25-8-
              dev-en- US.tar.gz এইবার ইন্সটল দিয়া
              ফালান। দেখেন স্টার্ট টর ব্রাউজার
              বলে একটা আইকন পাবেন। ডবল ক্লিক
              দিয়া ফালান। খুলছে টর ব্রাউজার???
              আগেই কইছি কথা কম কাজ বেশি।
              আ্যাড্রেসবার-এ নিচের আ্যাড্রেসটা
              দিয়া এন্টার মারেন তো মামা???
              http:// silkroadvb5piz3r.onion/ লগইন পেজ
              খুলছে??? কচি করে একটা একাউন্ট
              রেজিস্টার করে লগ ইন করিয়ে ফালান।
              তারপর কি করতে হইব আর আমি কমু না..!
              :P :P :P আরো ডার্ক সাইটের
              অ্যার্রেস চাই??? কি ভাবতাছেন???
              গুগলাইবেন??? আরে রেখেন মিয়া।
              গুগুলের বাপও ডার্কওয়েবের সাইটগুলার
              আ্যাড্রেস খুজে বের করতে পারবে না।
              তাহলে উপায়??? চিন্তায় মাথা
              চুলকাইয়েন না মামা। আঙুলের আঘাতে
              দুইটা চারটা উকুন মারা গেলে তখন
              আবার উকুনাধিকার লঙ্ঘনের দায়ে
              পড়বেন। এই নেন কালো দুনিয়ার
              সার্চইঞ্জিন... ডিপ সার্চ--> http://
              xycpusearchon2mc.onion.to/ টর্চ ------->
              http:// xmh57jrzrnw6insl.onion.to/ ***এইসব
              আকাম করার সময় নিজের ম্যাক
              অ্যাড্রেস চেঞ্জ করে নিতে ভুলবেন
              না। নেটকাট নামে একটা সফট্ওয়্যার
              আছে যা খুব ভালো ভাবে ম্যাক চেঞ্জ
              করে এবং এটি ফ্রি। (নেটকাটের আরও
              অনেক গুন আছে বিশেষত নিজের
              নেটওয়ার্কের ভিতরের কাউরে ডলা
              দিতে খুবই কামের। এই ব্যাপারে পরে
              কমুনে।) এখন ডাউনলোড লিঙ্ক নেন...
              http://www.arcai.com/ download/ netcut.exe
              *** লিনাক্স ইউজাররা নেটকাটের বদলে
              টাস্ককাট ইউস করুন। ***কোথাও নিজের
              ইমেল অ্যাড্রেস দেবেন না। নিতান্তই
              দরকার হলে একটি নতুন ইমেইল তৈরী
              করে দিন। (বি: দ্র: এটি একটি এডুকেশন
              পারপাস পোষ্ট, ডার্ক ওয়েবে কোন
              ক্ষতির সম্মুখীন হলে লেখক দায়ী নয়)
              *************************************************
              *************************************************
              ***** আপডেট: অনেকে কমেন্টে আরও
              লিঙ্ক চেয়েছেন। ইন্টারেস্টিং কিছু
              থাকলে শেয়ার করতে বলেছেন। আমি
              এই চাহিদার কথা পুর্বানুমান করেই
              কিন্তু একটি সার্চ ইঞ্জিনের অ্যাড্রেস
              দিয়েছিলাম। যাই হোক আরও কিছু
              ইন্টারেস্টিং লিঙ্ক সংযোজন করলাম।
              আশা করি আপনাদের ভালো লাগবে...
              দ্য হিডেন উইকি http://
              kpvz7ki2v5agwt35.onion.to/ অ্যাপেলের
              আইফোন ৫ দাম ৩৩০ ডলার অ্যাপেলের
              আইপ্যাড উইথ রেটিনা ডিসপ্লে দাম
              ৩৫০ ডলার বিশ্বাস হয় না??? নিচের
              অ্যাড্রেসে গুতা দেন... http://
              tfwdi3izigxllure.onion.to/ আমেরিকার
              সিটিজেনশিপ চান বিনা ঝামেলায়???
              দাম ১০০০০ ডলার নিচের অ্যাড্রেসে
              গুতা দেন... http://
              xfnwyig7olypdq5r.onion.to/ ইউ.কে
              পাসপোর্ট ও ড্রাইভিং লাইসেন্স
              চান??? নিচের অ্যাড্রেসে গুতা দেন...
              http://vfqnd6mieccqyiit.onion.to/ http://
              en35tuzqmn4lofbk.onion.to/ কাউরে ডলা
              দিতে হবে??? প্রফেশনাল হ্যাকার
              ভাড়া চান??? নিচের অ্যাড্রেসে গুতা
              দেন... http://2ogmrlfzdthnwkez.onion.to/
              নেদারল্যান্ড, গ্রেট ব্রিটেন, কানাডা,
              ফ্রান্স, ডেনমার্ক, ইত্যাদি দেশের
              পাসপোর্ট, আইডেনটিটি কার্ড,
              ড্রাইভিং লাইসেন্স চাই??? নিচের
              অ্যাড্রেসে গুতা দেন... http://
              abbujjh5vqtq77wg.onion.to/ আরো লাগবে
              এইরকম আকর্ষনীয় সাইটের লিঙ্ক???
              নিচের অ্যাড্রেসে গুতা দিলেই পাবেন
              ক্যাটাগরি অনুযায়ী সাজানো প্রচুর
              লিঙ্ক... http:// torlinkbgs6aabns.onion.to/
              http:// dppmfxaacucguzpc.onion.to/

              Comment


              • #8
                কম্পিউটারের জন্য ভাল FireWall ব্যবহার
                করুন।
                * CCleaner ব্যবহার করে নিয়মিত
                কুকিজ, হিস্ট্রি মুছে ফেলুন।
                * নিচে কিছু সফটওয়্যারের ঠিকানা
                দেওয়া হল ব্যবহার করে দেখুনঃ
                Filter installing programs: https://

                Public info when you are online: https://

                CCleaner: https://www.piriform.com/ccleaner/
                download/
                VPN: https://www.tunnelbear.com/





                Google New Anonymous:



                Block adds: https://adblockplus.org/en/
                Encryption Files: https://lockcrypt.com/

                Torrent: https://utorrent.com/
                Secure drop: https://freedom.press/
                securedrop/
                * Firefox এর জন্য Adblockplus add-
                ons ব্যবহার করুন।
                * jpg image/ doc file এসব ফাইল কোথাও
                পাঠানোর আগে ফাইলের Proparty তে
                যেয়ে information গুলো ডিলিট করে দিন
                যাতে ফাইলে আপনার কম্পিউটারের
                ইনফরমেশন লেখা না থাকে। — Right
                click>Properties>Details>Remove properties &
                personal informations> Remove following
                properties> Select all> OK.
                * অতি সতর্কতার জন্য VirtualBox/
                VMware দিয়ে Tails OS লাইভ ব্যবহার
                করতে পারেন। লিনাক্স বেসড এই
                অপারেটিং সিস্টেম ইন্টারনেট
                সম্পর্কিত সব কিছু টর ব্যবহার করে চলে।www.hideme.be

                Comment


                • #9
                  যারা সবথেকে বেশি নিরাপদ
                  থাকতে চান, তারা “টর ব্রাউজার” ইউজ
                  করতে পারেন। এই ব্রাউজার অনেক
                  নিরাপদ ও ইন্টারনেট থেকে সহজে
                  ডাউনলোড করে নিতে পারবেন। এই
                  বাউজারের মাধ্যমে আপনার আইপি
                  এড্রেস ট্রেস করতে পারবেনা। আরও বড়
                  সুবিধা হল, আপনারা এই ব্রাউজারে
                  ম্যানুয়্যালি প্রতি মিনিটে ও আইপি
                  চেঞ্জ করতে পারবেন।

                  Comment


                  • #10
                    মানবতাবাদী ভাই,

                    copy past করার আগে নিজের পক্ষ থেকে একটু সম্পাদনা করলে মনে হয় ভাল হয়। কারন কিছু শব্দ আছে যা দীনি সাইটে মানায় না।
                    উপরের কিছু যায়গায় কথা আছে,
                    ১/ সুমন টরের ব্যপারে যা বলেছে তাতে বুঝা যায় ওনিয়ন রাউটারের ব্যপারে সে কিছুই জানে না। মূলত ফেইসবুক বন্ধ করার পর যখন সবাই টর ব্যবহার শুরু করেছে সরকার আবার তাড়াতাড়ি চালু করে দিয়েছে। এখনা আবার টর ছেড়ে দেয়ার জন্য বিভিন্ন ভূয়া খবর ছড়াচ্ছে।
                    ২/ ডার্ক ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ (যেটা ভিজিবল ওয়েবের চেয়ে ৫০০ গুন বড়) এটা একটা প্রশিদ্ধ ভূল তথ্য। কারন অনেক যা একটু চিন্তা করলে ঘাটাঘাটি করলেই পাবেন।

                    জাযাকাল্লাহ।

                    Comment

                    Working...
                    X