Schmitz mittz glove
• অন্য সকল গ্লাভস থেকে এটি যথেষ্ট মজবুত, এমনকি বক্সিং গ্লাভ থেকেও।• এই গ্লাভের উপর দিয়ে চুরি চালালেও কিছু হয় না এমনকি চুরি মারলেও না। তবে অনেক জোরে চুরি মারলে এই গ্লাভ যথেষ্ট নয়।
• এই গ্লাভ দিয়ে মজবুত ভাবে ধরা যায়। তবে পিচ্ছিল হওয়ায় এই গ্লাভ নিয়ে লটকে থাকা সম্ভব নয়!
• এই গ্লাভ পরিধান করে মাঝারি আকারের হাতুড়ি দিয়ে হাতে আঘাত করলেও তা অনুভব হয় না, তবে ফাইবার ব্যতিত গ্লাভের অন্য স্থানে আঘাত করলে তা ভালই অনুভব হয়!
• এটি ব্যবহার করে হাতকে সুরক্ষিত রেখে ভাঙ্গা কাঁচ ধরা, মুচরানো ইত্যাদিসব ঝুঁকিপূর্ণ কাজ খুব সহজেই করা যায়।
• এই জাতীয় গ্লাভ বাইকাররা পরিধান করে থাকে।
• এটিকে বিশ্বের সবচেয়ে মজবুত গ্লাভ বলা হলেও এটি তেমন অপ্রতিরোধ্য মজবুত নয়। তবে এভারেইজ বিবেচনায় এটি অন্য সব গ্লাভস থেকে ভাল বলে মনে হয়। নাই মামার চেয়ে কানা মামা অনেক ভাল। আর, এই ক্ষণস্থায়ী দুনিয়ার জিনিসগুলো ক্ষণস্থায়ীই হবে, তাতে সীমাবদ্ধতা থাকবে এটাই স্বাভাবিক।
গুগলে এই গ্লাভ নিয়ে সার্চ করা যেতে পারে, ছবি দেখে নেওয়া যেতে পারে, সেই সাথে ইউটিউবে এর রিভিউ ভিডিও দেখে নেওয়া যেতে পারে।