যেভাবে দাওয়াহ ইলাল্লাহ ফোরামের যেকোন মেম্বার বা যেকোন মিডিয়ার সকল পোস্ট একসাথে দেখা যাবে!
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد
الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد
হামদ ও সালাতের পর-
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
প্রিয় দ্বীনি ভাই ও বন্ধুরা! আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভাল আছেন। আপনারা সবসময় ভাল থাকুন, সুন্থ থাকুন, নিরাপদে থাকুন, দ্বীনি কাজে জড়িয়ে থাকুন, বিশেষ করে দ্বীনে কায়েমের সংগ্রামে অবিরত নিয়োজিত থাকুন, মহান রবের দরবারে সবসময় এই কামনা করি। আপনাদের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করি।
পর কথা হলো-
আপনারা সকলেই জানেন যে, আমাদের ফোরাম আপডেট করা হয়েছে। যার কারণে অনেক কিছুই পরিবর্তন হয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য একটি বিষয় হলো- কিভাবে কোন মিডিয়ার বা কোন মেম্বারের সকল পোস্ট একসাথে পাওয়া যাবে? অনেক সময় এটির প্রয়োজন দেখা দেয়। কিন্তু সিস্টেম জানা না থাকার কারণে অনেক ভাই উপকৃত হতে পারেন না। তো এটি নিয়েই আজকের পোস্টের অবতারণা করা হয়েছে।
আশা করছি- আপনার সকলেই উপকৃত হবেন। আল্লাহ তা‘আলা সহজভাবে বলার ও বুঝার তাওফীক দান করুন। আমীন ইয়া রব্বাল আলামীন।
এবার তাহলে শুরু করা যাক।
প্রথমে যেকোন আইডিতে ক্লিক করে প্রোফাইলে যান। মানে User Profile ওপেন করুন। উদাহারণস্বরূপ- মুহতারাম Hasan Abdus Salam হাফিযাহুল্লাহ’র আইডিতে ক্লিক করে উনার প্রোফাইলে প্রবেশ করুন।
আইডি লিঙ্ক: https://82.221.139.217/member/21805-hasan-abdus-salam
তারপর দেখুন- User Profile লেখার নিচে ডান দিকে সবার উপরে কিছু অপশন দেখা যাচ্ছে। যথা: Activities >About > Media > Infractions
এই চারটি অপশন থেকে দ্বিতীয় অপশনে তথা About এ ক্লিক করুন!
যেমন- https://82.221.139.217/member/21805-...us-salam/about
তারপর দেখবেন- ওখানে মৌলিক তিনটি অপশন আছে। আর এই তিনটির অধীনে আরও কিছু তথ্য আছে।
সেই তিনটি অপশন হলো-
১. Basic Information
২. Statistics
৩. Links
তো একদম নিচের দিকে ৩ নং যে অপশনটা আছে তথা Links এর নিচে দেখুন অনেকগুলো অপশন আছে। যথা:তো এখানের একদম প্রথমটাতে তথা Find all posts ক্লিক করুন!
ব্যস! এবার দেখবেন উনার সব পোস্ট ও কমেন্ট চলে এসেছে। আলহামদু লিল্লাহ।
আর যদি দ্বিতীয়টাতে তথা Find all started topics তে ক্লিক করেন, তাহলে শুধু উনার মূল পোস্টগুলো আসবে। কমেন্ট আসবে না।
নোট: যদি উক্ত আইডির পোস্ট সংখ্যা অনেক হয়, তাহলে পরবর্তী পেইজে যাওয়ার জন্য নিচের দিকে ডান কোণায় পেইজ নাম্বার দেওয়া আছে দেখবেন। সেখান থেকে Next ক্লিক করে করে সামনে যেতে পারবেন, ইন শা আল্লাহ।
তবে কোন কারণে পিছনের পেইজে ফিরে আসতে হলে Previous লেখাতে ক্লিক করলে পিছনের পেইজ চলে আসবে, ইন শা আল্লাহ।
আশা করি- আল্লাহর ইচ্ছায় সকলেই বুঝতে পেরেছেন। তো নিজেরা ট্রাই করে দেখে নিতে পারেন ও কমেন্ট করে জানাতে পারেন।
দু‘আর দরখাস্ত রইল সবার তরে...
ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ.
Comment