আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, সবাইকে পবিত্র মাহে রমাদানের শুভেচ্ছা।
আমার একটা পরামর্শ ছিলো ফোরামের ইউজার ইন্টারফেস এর সৌন্দর্য আনয়নের জন্য।
সেটা হলো, এখানে হোমপেইজে দৃশ্যমান লেখাগুলো মূলত দুটি ক্যাটাগরিতে রাখা হয়েছে।
১. নির্বাচিত পোস্টসমূহ
২. সাধারণ পোস্টসমুহ
এখন, উভয় অংশেরই বিশাল অংশ জুড়ে আছে আল ফিরদাউস ডট কমের বিভিন্ন নিউজ ও রিপোর্টে। যার ফলে
১. ভাইদের লেখাগুলো খুব সহজে না খুঁজলে চোখে পড়ে না।
২. অনেকটা অগোছালো মনে হয় ফলে বাইরের কোনো ব্যক্তি এসে ফোরাম ভিজিট করতে চাইলে হয়তো তেমন রুচি পাবে না। আল্লাহ আলাম।
৩. ভাইদের লেখাগুলো খুব তাড়াতাড়ি ডিজএপেয়ারড্ হয়ে যায়। কারো লেখা ৪০/৫০ জন দেখার আগেই কখনো পিছনের পাতায় চলে যায়।
সমাধানকল্পে কি করা যায়?
যেহেতু আল ফিরদাউস ডট কম হলো ফোরামের সাথে সম্পৃক্ত একটা নিউজ পোর্টাল, এই কারণে এর সাথে অন্যান্য লেখক ভাইদের লেখাগুলো মিশ্রিত না করে আল ফিরদাউস নিউজ পোর্টালের জন্য আলাদা একটি ক্যাটাগরি খুলে পোস্ট করা উচিত বলে মনে করি।
এতে লেখক ভাইদের লেখা ও নিউজ আলাদা হয়ে যাবে ও হোমপেইজ বেশ পরিপাটি দেখাবে।
এই হলো আমার অভিমত, অন্যান্য ভাইদের কোনো সৎপরামর্শ থাকলে দেবার অনুরোধ।
আমার একটা পরামর্শ ছিলো ফোরামের ইউজার ইন্টারফেস এর সৌন্দর্য আনয়নের জন্য।
সেটা হলো, এখানে হোমপেইজে দৃশ্যমান লেখাগুলো মূলত দুটি ক্যাটাগরিতে রাখা হয়েছে।
১. নির্বাচিত পোস্টসমূহ
২. সাধারণ পোস্টসমুহ
এখন, উভয় অংশেরই বিশাল অংশ জুড়ে আছে আল ফিরদাউস ডট কমের বিভিন্ন নিউজ ও রিপোর্টে। যার ফলে
১. ভাইদের লেখাগুলো খুব সহজে না খুঁজলে চোখে পড়ে না।
২. অনেকটা অগোছালো মনে হয় ফলে বাইরের কোনো ব্যক্তি এসে ফোরাম ভিজিট করতে চাইলে হয়তো তেমন রুচি পাবে না। আল্লাহ আলাম।
৩. ভাইদের লেখাগুলো খুব তাড়াতাড়ি ডিজএপেয়ারড্ হয়ে যায়। কারো লেখা ৪০/৫০ জন দেখার আগেই কখনো পিছনের পাতায় চলে যায়।
সমাধানকল্পে কি করা যায়?
যেহেতু আল ফিরদাউস ডট কম হলো ফোরামের সাথে সম্পৃক্ত একটা নিউজ পোর্টাল, এই কারণে এর সাথে অন্যান্য লেখক ভাইদের লেখাগুলো মিশ্রিত না করে আল ফিরদাউস নিউজ পোর্টালের জন্য আলাদা একটি ক্যাটাগরি খুলে পোস্ট করা উচিত বলে মনে করি।
এতে লেখক ভাইদের লেখা ও নিউজ আলাদা হয়ে যাবে ও হোমপেইজ বেশ পরিপাটি দেখাবে।
এই হলো আমার অভিমত, অন্যান্য ভাইদের কোনো সৎপরামর্শ থাকলে দেবার অনুরোধ।
Comment