আখুন, আমি শেষ সপ্তাহ ধরে আর্কাইভে আপলোড করতে পারছি না । আমার আর্কাইভ আইডিসহ অন্যান্য সকল কিছু ঠিক আছে । আমি কোনো ভিডিও আপলোড করতে চেষ্টা করলে ভিডিওটা যতো এমবি ততোটুকু আপলোড শেষ হওয়ার পর internet connection slow দেখায় এবং এর নিচে resume ওপশান থাকে সেখানে ক্লিক করলে আপলোডিং অনবরত চলতে থাকে ।অর্থাৎ ধরেন, আমি যদি ৬ এমবির একটা ভিডিও আপলোড করি । তাহলে ৬ এমবি আপলোড হওয়ার পর internet connection slow দেখায়, তখন আমি resume ওপসানে ক্লিক করলে এটার আপলোডিং ৬ এমবি পার করে ১২,২০,২৪,......... এমবিও পার করে চলে যায় এবং অনবরত চলতে থাকে কিন্তু শেষ হয় না। তাই কোনো ভাই এই বিষয়ে সাহায্য করলে অনেক অনেক উপকৃত হতাম । জাজাকাল্লাহু খাইরান ।
Announcement
Collapse
No announcement yet.
আর্কাইভে ভিডিও আপলোড হচ্ছে না কেউ সাহায্য করলে অনেক অনেক উপকৃত হতাম
Collapse
X
-
আমি নিজেও এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম। কারো থেকে সমাধান পাইনি। তবে নিজে ফিকির করতে করতে আলহামদুলিল্লাহ কিছুটা সমাধান করতে পেরেছিলাম।
আমার সমাধানের সিস্টেম ছিলো -
১.ফাইলের নাম বাংলায় না লিখে ইংলিশ এ লিখা ।
২. ফাইলের নাম লিখতে সেমিকোলন (, কোলন ( এরকম চিহ্ন ব্যবহার না করা। তবে হাইফেন (-) ব্যবহার করা যেতে পারে।
৩.ফাইলের নাম বাংলায় লিখলে অতিরিক্ত বড় না লিখা। ইংলিশের ক্ষেত্রেও একই কথা।
এভাবে করে আমি অনেক ফাইল আপলোড করতে পেরেছি। আবার অল্প কিছু সংখ্যক ফাইল আপলোড করতে পারিনি ( হয়তো অন্য কোন সমস্যা ছিল)।
এভাবে ট্রাই করে দেখতে পারেন। ইনশাআল্লাহ
গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷
- Likes 1
Comment
Comment