দ্বীনি ভাইদের সাহায চাই ভোটার আইডি কার্ড করলে কোন সমস্যা হবে কী?
Announcement
Collapse
No announcement yet.
দ্বীনি ভাইদের সাহায্য চাই ভোটার আইডি কার্ড করলে কি কোন সমস্যা হবে?
Collapse
X
-
بسم الله الرحمن الرحيم
الحمد لله والصلاة والسلام على رسول الله، أما بعد
জাতীয় পরিচয়পত্র তাগুতের প্রতি সমর্থন বা তাদের আনুগত্যের প্রমাণ বহন করে না। এটি কেবল এ কথার সনদ যে, আমি এ দেশের একজন নাগরিক। কাজেই প্রয়োজন পড়লে পরিচয়পত্র বানাতে সমস্যা নেই। একজন মুসলিম ও দেশের নাগরিক হিসেবে যে সকল অধিকার ও সুযোগ-সুবিধা আমার প্রাপ্য, পরিচয়পত্র না থাকলে তাগুত সরকার সেগুলোর অনেকগুলো আমাকে দেয় না; অধিকন্তু ক্ষেত্রবিশেষে হয়রানিও করে। ন্যায্য অধিকার সংরক্ষণ, অধিকার আদায় ও অনিষ্ট থেকে বাঁচার জন্যই মূলত পরিচয়পত্র গ্রহণ করা। তাগুতের সমর্থন বা আনুগত্য হিসেবে নয়। এর দৃষ্টান্ত অনেকটা জমির দলীলের মতো। জমি ভোগ বা বিক্রির জন্য শরয়ী দৃষ্টিকোণ থেকে প্রচলিত দলীল আবশ্যক নয়। কিন্তু দলীল দস্তাবেজ না করলে অনেক পেরেশানির সম্মুখীন হতে হয়। তাই তা করতে হয়। এটি যেমন তাগুতের আনুগত্য বা সমর্থন বুঝায় না, তেমনি জাতীয় পরিচয়পত্রও তাগুতের আনুগত্য বুঝায় না। বিস্তারিত জানার জন্য দেখতে পারেন: আররিসালাতুস সালাসিনিয়া, শায়খ মাকদিসি হাফিজাহুল্লাহ; পৃষ্ঠা: ১৮৭-১৮৯; হুকমু আখজিল জিনসিয়্যাহ লিলমুকরাহ মিন দাওলাতিন কাফিরাহ, শায়খ হামুদ বিন উকলা আশশুয়াইবি রহ. (ফতোয়া); আসইলাতু মিম্বারিত তাওহিদ ওয়াল জিহাদ, প্রশ্ন নং: ৩, ২৫৮, ৬২১, ৩৫৬০
فقط، والله تعالى أعلم بالصواب
আবু মুহাম্মাদ আব্দুল্লাহ আলমাহদি (উফিয়া আনহু)
গোপনে আল্লাহর অবাধ্যতা থেকে বেঁচে থাকার মধ্যেই রয়েছে প্রকৃত সফলতা ৷
- Likes 1
-
ভোটার আইডি কার্ড তো আপনি ভোট দেবার জন্য করছেন না বরং । নিজের প্রয়োজনে তা করছেন। তাই এটি আপনার প্রয়োজনীয় কাজ বলেই বিবেচিত হবে আর তাগুত যেহেতু আমাদের রাষ্ট্রীয় ক্ষমতায় সমসীন হয়ে আছে তাই তাগুতের অধীনে আইডি কার্ড গ্রহন করার দ্বারা পৃথকভাবে তাগুতকে সমর্থন করা হচ্ছে না এবং এই আইডি কার্ড গ্রহন না করার দ্বারা তাগুতের কোন ক্ষতিও হচ্ছে না বরং ক্ষতি হচ্ছে আপনার এবং এই কাজের দ্বারা নতুন ভাবে তাগুতের কোন অপকর্ম করতে সাহায্য করা হচ্ছে না এবং সমর্থনও করা হচ্ছে না এবং এর দ্বারা পৃথকভাবে তাগুতের হাত ও শক্তিশালী হচ্ছে না তাই এই কাজের কারার দ্বারা আপনি পৃথক ভাবে গুনাহগারও হচ্ছেন না।পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।
Comment
Comment