New Tor Browser HORNET:হর্নেট।
নামটি হচ্ছে ভিমরুলের ইংরেজী প্রতিশব্দ। এখন অনেকের চিন্তায় আসতে পারে এর সাথে প্রযুক্তির কি সম্পর্ক। সম্প্রতি একদল গবেষক প্রযুক্তির সাথে মেলবন্ধন করলেন এই নামটির।
তারা জানিয়েছেন, হর্নেট নামের উচ্চ গতি সম্পন্ন অ্যানোনিমাস ইন্টারনেট নেটওয়ার্কের কথা যার ডাটা ট্রান্সফার রেট হবে ৯৩ গিগাবাইট/সেকেন্ড।
কেন এই নাম? এর উত্তর লুকিয়ে আছে এর পূর্ণাঙ্গ নামের মধ্যে। হর্নেট এর পূর্ণ অর্থ হল হাই স্পিড অনিয়ন রাউটিং এট্ দা নেটওয়ার্ক লেয়ার।
প্রায় সব অ্যানোনিমাস সিস্টেমই কিছুটা ধীরগতির কারণ ডাটা ট্রান্সফারের সময় অনেকবার এনক্রিপসন প্রক্রিয়াটি চলে। যেমন ডার্ক ওয়েবে ব্রাউজিং এর জন্য টর। টরের প্রযুক্তির সাথে হর্নেটের অনেক মিল রয়েছে। কিন্তু গতির দিক থেকে অনেক এগিয়ে রয়েছে হর্নেট। এছাড়া টরে কিছু সীমাবদ্ধতা রয়েছে যা হর্নেটে পরিলক্ষিত হবে না।
অ্যানোনিমাস নেটওয়ার্কের ক্ষেত্রে সিকিউরিটি ছাড়া গতির কোন মূল্য নেই। এ সম্পর্কে গবেষকেরা বলেন, এই নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা ট্রাফিক অত্যন্ত সুরক্ষিতভাবে দ্রুতগতিতে স্থানান্তর হবে।
নামটি হচ্ছে ভিমরুলের ইংরেজী প্রতিশব্দ। এখন অনেকের চিন্তায় আসতে পারে এর সাথে প্রযুক্তির কি সম্পর্ক। সম্প্রতি একদল গবেষক প্রযুক্তির সাথে মেলবন্ধন করলেন এই নামটির।
তারা জানিয়েছেন, হর্নেট নামের উচ্চ গতি সম্পন্ন অ্যানোনিমাস ইন্টারনেট নেটওয়ার্কের কথা যার ডাটা ট্রান্সফার রেট হবে ৯৩ গিগাবাইট/সেকেন্ড।
কেন এই নাম? এর উত্তর লুকিয়ে আছে এর পূর্ণাঙ্গ নামের মধ্যে। হর্নেট এর পূর্ণ অর্থ হল হাই স্পিড অনিয়ন রাউটিং এট্ দা নেটওয়ার্ক লেয়ার।
প্রায় সব অ্যানোনিমাস সিস্টেমই কিছুটা ধীরগতির কারণ ডাটা ট্রান্সফারের সময় অনেকবার এনক্রিপসন প্রক্রিয়াটি চলে। যেমন ডার্ক ওয়েবে ব্রাউজিং এর জন্য টর। টরের প্রযুক্তির সাথে হর্নেটের অনেক মিল রয়েছে। কিন্তু গতির দিক থেকে অনেক এগিয়ে রয়েছে হর্নেট। এছাড়া টরে কিছু সীমাবদ্ধতা রয়েছে যা হর্নেটে পরিলক্ষিত হবে না।
অ্যানোনিমাস নেটওয়ার্কের ক্ষেত্রে সিকিউরিটি ছাড়া গতির কোন মূল্য নেই। এ সম্পর্কে গবেষকেরা বলেন, এই নেটওয়ার্কের মধ্য দিয়ে ডাটা ট্রাফিক অত্যন্ত সুরক্ষিতভাবে দ্রুতগতিতে স্থানান্তর হবে।
Comment