Announcement

Collapse
No announcement yet.

আসুন জেনে নিই, তগ্বু'তের গোয়ান্দাদের হাতে থাকা গোয়েন্দা নজরদারির প্রযুক্তিগুলো সম্পর্কে

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • আসুন জেনে নিই, তগ্বু'তের গোয়ান্দাদের হাতে থাকা গোয়েন্দা নজরদারির প্রযুক্তিগুলো সম্পর্কে

    #মোস্ট_ইম্পর্ট্যান্ট_পোষ্ট

    বিবিসি, হারেৎজ ও আলজাজিরার প্রতিবেদনের আলোকে বিস্তারিত...

    প্রথমে জেনে নিই
    "স্পাইওয়্যার" কী ?

    স্পাইওয়্যার হলো এক ধরনের ম্যালওয়্যার প্রোগ্রাম যা ম্যালওয়ারের বৈশিষ্ট্যসহ আরও কিছু কাজ করে থাকে। যেমনঃ ডিভাইস কারো ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে কোনো থার্ড পার্টিকে হস্তান্তর করা, কিংবা আপনার অনুমতি ব্যতীত আপনার ডিভাইস ব্যাকগ্রাউন্ডে সচল করা।

    এমন ৭ ধরনের "স্পাইওয়্যার" প্রযুক্তি সম্পর্কে আলোচনা করব ইন শা আল্লাহ


    | স্পিয়ারহিড প্রযুক্তি :

    এই সিস্টেমে রয়েছে নজরদারির সরঞ্জাম ও ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে সজ্জিত একটি ভ্যান।

    এটা সেলুলার ও ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করে।

    আশপাশের প্রায় আধা কিলোমিটারের মধ্যে থাকা এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ বার্তা, ফেসবুক চ্যাট, যোগাযোগের তালিকা, কল ও টেক্সট মেসেজ সংগ্রহ করতে পারে।

    উইস্পেয়ার নিয়ে একটি উপস্থাপনায় বলা হয়, এর মাধ্যমে আওতার মধ্যে থাকা কম্পিউটার ও ফোনে আড়ি পাতার জন্য স্পাইওয়্যারও প্রবেশ করিয়ে দেওয়া যায়।

    ২০২২ সালের জুন মাসে একটি স্পিয়ারহেড সিস্টেম সুইজারল্যান্ড থেকে ঢাকায় আনা হয়।

    সূএ: বিবিসি ও হারৎজের প্রতিবেদন


    ২| UFED - পাসওয়ার্ড দেয়া
    থাকলে আনলক করার প্রযুক্তি

    UFED একটি ট্যাবলেট আকৃতির ডিভাইস যা মূলত ব্যবহার হয়ে থাকে কোন পাসওয়ার্ড দেয়া থাকলে সেটা আনলক করে তথ্য সংগ্রহ করতে পারে

    UFED সাথে কোন ফোন যুক্ত করলে সেগুলো ফোনের মুছে ফেলা তথ্য বের করতে সক্ষম হয় একসাথে ব্যবহারকারী হয়ত জানে না কোন কোন ওয়াইফাই নেটওয়ার্ক সে ব্যবহার করেছে তার জিপিএস লোকেশন ওয়েব হিস্টোরি সবই বের করতে পারে এই প্রযুক্তি

    ২০১৮ সালে এই প্রযুক্তি RAB ক্রয় করেছে বলে জানা যায়

    (সূএ : বিবিসি আলজাজিরা ও হারেৎজ)


    ৩| সবচেয়ে আধুনিক
    জিরো ক্লিক "স্পাইওয়ার"
    'পেগাসাস'

    শুরুতে এ প্রযুক্তি ফিশিং এট্যাক করত
    অর্থাৎ টার্গেট করা ব্যক্তিকে কোন ইনক্রিপটেড লিংক অথবা বার্তা পাঠাতো আর সেটাতে ক্লিক করলে পেগাসস সেই ডিভাইসে ঢুকে পড়তো

    কিন্তু পরবর্তীতে এটি ব্যবহারকারীর কিছু করা ছাড়াই ফোনে ঢুকে যাওয়ার সক্ষমতা অর্জন করে

    এটি প্রথমে ব্যবহারকারীর অজান্তেই সকল লগ ইন তথ্য নিয়ে নেয় এরপর ব্যক্তিগত তথ্য গুলো কোম্পানির ক্লাউডে পাঠাতে থাকে

    পেগাসাস যদি একবার আপনার ফোনে ঢোকার পথ করে নিতে পারে,

    তাহলে আপনার অগোচরে সে আপনার ফোনকে পরিণত করবে ২৪ ঘণ্টার এক নজরদারির যন্ত্রে।

    ফোনে যত মেসেজ আসুক বা পাঠানো হোক, পেগাসাস তা কপি করে পাঠিয়ে দিতে নির্দিষ্ট জায়গায়।
    ফোনে থাকা ছবির ক্ষেত্রেও একই কথা খাটে।

    এই সফটওয়্যার ফোন কল রেকর্ড করতে পারে, এমনকি ফোনের ক্যামেরা ব্যবহার করে গোপনে আপনার ভিডিও ধারণ করতে পারে।

    আপনি হয়ত হাতের কাছে ফোন রেখে কারও সাথে কথা বলছেন।

    পেগাসাস আপনার ফোনের মাইক্রোফোনকে জাগিয়ে তুলে আপনার অজান্তেই সেই আলাপ রেকর্ড করে ফেলতে পারে।

    আপনি কোথায় আছেন, কিংবা কোথায় গিয়েছিলেন, কার সাথে দেখা করেছিলেন, সেসব বিষয়ও পেগাসাস চিহ্নিত করার ক্ষমতা রাখে বলে ধারণা করা হচ্ছে।

    পেগাসাসের কোন লিংকে ক্লিক না করলেও ওই ফোনের দখল নিতে পারে পেগাসাস।

    আবার সফটওয়্যারের ত্রুটি বা বাগ ব্যবহার করেও এ স্পাইওয়্যার ঢুকে পড়তে পারে ফোনে, যে ত্রুটির কথা হয়ত ফোন উৎপাদকরা জানেই না।

    পেগাসাস দিয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ফোন হ্যাক হচ্ছে। বিশেষ করে আইফোন। কিন্তু অন্যান্য এন্ড্রয়েড ফোন সেট নিরাপদ থাকছে না।

    ২০২১ সালে সামনে আনে এক অনুসন্ধানী রিপোর্ট,,

    ওয়াশিংটন পোস্ট যারা এ প্রকল্পের অন্যতম অংশীদার তাদের এক প্রকাশিত রিপোর্টে বাংলাদেশের নাম উল্লেখ করে

    সূএ :
    সংশোধিত ও পরিমার্জিত
    বিবিসি , আল জাজিরা ও হারেৎজ‌


    ৪| পিকসিক্স - নজরদারী সরঞ্জামের ম্যানুয়ালে এই যন্ত্রকে 'ইমসি ক্যাচার বা স্টিংরে নামে বর্ণনা করা হয়

    গণহারে' নজরদারী করার প্রযুক্তি

    পিকসিক্স নজরদারী সরঞ্জামের ম্যানুয়ালে এই যন্ত্রকে 'ইমসি ক্যাচার' (IMSI catcher) বা স্টিংরে নামে বর্ণনা করা হয়েছে, এবং বলা হয়েছে যে মোবাইল ফোন 'মনিটরিং' হচ্ছে এর কাজ।

    এই মেশিন একটি মোবাইল ফোন টাওয়ারের মত কাজ করে, বলছেন এই প্রযুক্তি বিশেষজ্ঞ এলিওট বেনডেনেলি
    ''এটা সেল টাওয়ারের মত আচরণ করে। একটি নির্দিষ্ট এলাকার সব মোবাইল ফোন তার সাথে যোগ হবে এবং এই যন্ত্র সব কমিউনিকেশন ইনটারসেপ্ট করতে পারবে।


    ''টেক্সট মেসেজ, ইন্টারনেট - সব ধরনের কমিউনিকেশন ইনটারসেপ্ট করতে পারবে, এবং যে কোন সময় ২০০ থেকে ৩০০ মোবাইল ফোন এক সাথে ইনটারসেপ্ট করতে পারবে।

    ''এই মডেল সরাসরি হস্তক্ষেপ করতে পারে, যেমন টেক্সট মেসেজের কথা বদলে দিতে পারে, যে ব্যবহার করছে তার পরিচয় বদলে দিতে পারে,"

    ২০১৮ সালে এই প্রযুক্তি ক্রয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী


    ৫| স্পেয়ারহিড প্রযুক্তি :

    এই সিস্টেমে রয়েছে নজরদারির সরঞ্জাম ও ট্র্যাকিং সফটওয়্যার দিয়ে সজ্জিত একটি ভ্যান।

    এটা সেলুলার ও ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে মুঠোফোন থেকে তথ্য সংগ্রহ করে। আশপাশের প্রায় আধা কিলোমিটারের মধ্যে থাকা এনক্রিপ্টেড হোয়াটসঅ্যাপ বার্তা, ফেসবুক চ্যাট, যোগাযোগের তালিকা, কল ও টেক্সট মেসেজ সংগ্রহ করতে পারে।

    উইস্পেয়ার নিয়ে একটি উপস্থাপনায় বলা হয়,
    এর মাধ্যমে আওতার মধ্যে থাকা কম্পিউটার ও ফোনে আড়ি পাতার জন্য স্পাইওয়্যারও প্রবেশ করিয়ে দেওয়া যায়।

    ২০১৯ সালে এই প্রযুক্তি ক্রয় করে জাতীয় গোয়েন্দা সংস্থা NSI

    সূএ :
    ( বিবিসি ও হারৎজের প্রতিবেদন )


    বিস্তারিত জানতে পারেন
    সম্প্রীতি (১ মাস আগে) বিবিসি'র বিশেষ প্রতিবেদনটি দেখে নিতে পারেন ।

    বিবিসি'র সেই বিশেষ প্রতিবেদন'র
    ইউটিউব লিংক
    https://m.youtube.com/watch?v=A_R-SY...ature=youtu.be

    সেখানে তাদের তথ্য মতে আরো দু'টি প্রযুক্তি তগ্বু'তের গোয়েন্দা এজেন্সি ক্রয় করে বলে জানানো হয়


    তবে কোন দু'টি প্রযুক্তি সেই বিষয়ে সুস্পষ্ট ভাবে বলা হয় নি...

    মানব জমিন ও নেএ নিউজের পত্রিকাগুলো তথ্য অনুযায়ী ,,
    এই দু'টি গোয়েন্দা নজরদারির প্রযুক্তি তাদের কাছে আছে বলে বুঝা যায়

    যা সম্প্রতি বিবিসির প্রতিবেদনে উঠে না আসলেও ইঙ্গিত করা হয়েছে


    ৬| সোশ্যাল মিডিয়া নেটওয়ার্ক মনিটরিং সিস্টেম (এসএমএনএমএস)

    এটি কমান্ড অনুযায়ী ব্যবহারকারী লোকেশন, সামাজিক যোগাযোগ মাধ্যমের পারস্পরিক যোগাযোগ বার্তা, ব্যবহারকারীর পূর্ণ প্রোফাইলসহ বিভিন্ন বিষয় খুবই অল্প সময়ের মধ্যে পাওয়া যাবে।

    ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, গুগল প্লাস, ইউটিউবসহ ওয়ার্ডপ্রেসসহ সব ধরনের ব্লগের তথ্য সংগ্রহ করতে পারবে।

    মানবজমিনে প্রতিবেদনে
    বলা হয় ;

    সনাতন পদ্ধতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো নজরদারি করায় অনেক সময় এসব অগোচরে থেকে যাচ্ছে। সফটওয়ারের মাধ্যমে নজরদারি করায় কেউ এসব অপরাধ কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না।

    এ ছাড়া বর্তমানে উগ্রপন্থি দলের সদস্যদের বেশির ভাগই উচ্চ প্রযুক্তি জ্ঞানসম্পন্ন।

    সূত্র জানায়, ইন্টারনেটে প্রচুর ব্লগ ও ওয়েবসাইটে উগ্রপন্থিরা তাদের নানা রকম উসকানিমূলক ভিডিও এবং অডিও আপলোড করছে।

    বিশেষ করে আই×এস ও
    আ|ল-কা|য়েদা|র শীর্ষ নেতাদের বিতর্কিত বক্তব্য বাংলায় অনুবাদ করে আপলোড করা হচ্ছে।

    সনাতন পদ্ধতিতে অনুসন্ধান করে এসবের বিষয়ে নজরদারি করা হলেও বেশির ভাগই আড়ালে থেকে যায়।

    এখন সফটওয়্যারের মাধ্যমে এ সাইটগুলো সহজেই চিহ্নিত করতে পারবে RAB

    একই সঙ্গে এসব সাইট কোথায় থেকে পরিচালনা করা হয় এবং পরিচালনার সঙ্গে কারা জড়িত তাদেরও শনাক্ত করা সহজ হবে।

    নিয়মিত অনুসন্ধান করে গোয়েন্দাদের সাইটগুলো আবিষ্কার করতে হয়। কিন্তু RAB এই সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে এই সাইটগুলো চিহ্নিত করবে।

    RAB একজন কর্মকর্তা জানান, নজরদারির কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমের কোনো পোস্ট ব্লক করার ক্ষমতা এই সফটওয়্যারের নেই।

    তবে যেসব পোস্ট সমাজ, রাষ্ট্র ও সরকারের পক্ষে ক্ষতিকর মনে হবে সেসব পোস্টের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে প্রশাসন।

    ওই কর্মকর্তা জানান, শুধু ব্যক্তি বিশেষই নয়, কোনো পোস্টে কারা মন্তব্য করছেন বা কোন কোন পোস্ট কারা শেয়ার করছেন, সেটাও নজরে রাখা হবে এই সফটওয়্যারের মাধ্যমে

    সূএ : (মানবজমিন পত্রিকা)


    ৭| "টুকান " - টেলিগ্রামে আড়িপাতার যন্ত্র

    এই সিস্টেম ব্যবহার করে টেলিগ্রাম ব্যবহারকারীদের পরিচয় উদ্ঘাটন (ডিঅ্যানোনিমাইজ করা), টেলিগ্রাম প্ল্যাটফর্মে নির্দিষ্ট কিছু শব্দ বা কি-ওয়ার্ড নিয়ে কিছু প্রকাশিত হলেই তা জানা এবং ব্যবহারকারীদের মেটাডাটা (যেমন: ফোন নম্বর, ঠিকানা ও ইমেইল) সংগ্রহ করা সম্ভব।”

    টেলিগ্রামে ব্যাক্তিগত বার্তা আদানপ্রদানে অনুপ্রবেশ করা সম্ভব হলে, ব্যবহারকারীদের প্রকাশ্য ও গোপন বার্তা সংগ্রহ করা এবং সম্ভাব্য মানসিক বিশ্লেষণের কাজে তা ব্যবহার করা সম্ভব হবে।

    ব্যবহারকারীর নাম ও ফোন নম্বরের বিপরীতে খোলা অন্যান্য বার্তা আদানপ্রদানের মাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের সঙ্গে টেলিগ্রাম থেকে প্রাপ্ত তথ্য মিলিয়ে দেখাতেও সক্ষম টুকান

    বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সম্প্রতি এনক্রিপ্টেড বার্তা আদানপ্রদানের জনপ্রিয় মাধ্যম টেলিগ্রামে আড়িপাতার যন্ত্র কিনেছে বলে ফ্রান্স-ভিত্তিক একটি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে।

    প্যারিস-ভিত্তিক সংবাদমাধ্যম ইন্টেলিজেন্স অনলাইন জানিয়েছে, “টুকান” নামক ওই যন্ত্র কেনা হয়েছে ইজ্জি (Ezzy) কমিউনিকেশন্স নামের একটি স্থানীয় পরিবেশকের মাধ্যমে।

    সূএ ;

    বিস্তারিত:
    https://netra.news/2022/telegram-sur...e-rab-ezzy-bn/

    সম্পূর্ণঃ https://storage.googleapis.com/netra...-bn/index.html


    ___আপনার নেক দোয়ায় আমাকে শরীক করতে কখনো ভুলবেন না

    ___নীরবতার প্রাচীর
    বন্দী ভাই ও তাদের পরিবারের জন্য আপনার সাহায্যের হাতকে প্রসারিত করুন

  • #2
    সোস্যাল মিডিয়া ব্যবহারে আমাদের অনেক সতর্ক হতে হবে, নাহলে বিপদ আসতে সময় লাগবেনা,

    নিরাপত্তা আগে অন্যথায় সোস্যাল মিডিয়া ব্যবহার বন্ধ করা ছাড়া উপায় থাকবেনা,

    যারা সোস্যাল মিডিয়া সম্বন্ধে জানেন না তারা ভাল করে জেনেবুঝে সোস্যাল সাইট ব্যবহার করুন। উপকারী পোস্ট অনেকেই উপকৃত হবে ইন শা আল্লাহ,

    আল্লাহ কারীম আমাদের নিরাপদে রাখুন।।

    জাঝাকুমুল্লাহ খায়রান ভাইসাব।।
    সর্বোত্তম আমল হলো
    আল্লাহর প্রতি ঈমান আনা এবং মহান মহীয়ান
    আল্লাহর পথে জিহাদ করা।নাসায়ী,শরীফ

    Comment


    • #3
      সিমের মধ্যমে এবং মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলোর মাধ্যমে তাগুত আমাদের মোবাইলে আড়ি পাততে পারে কিনা?
      পৃথিবীর রঙ্গে রঙ্গিন না হয়ে পৃথিবীকে আখেরাতের রঙ্গে রাঙ্গাই।

      Comment


      • #4
        Originally posted by mahmud123 View Post
        সিমের মধ্যমে এবং মোবাইল নেটওয়ার্ক টাওয়ার গুলোর মাধ্যমে তাগুত আমাদের মোবাইলে আড়ি পাততে পারে কিনা?
        তগ্বু'তের এজেন্সি আপনার মোবাইল ফোন নাম্বার জেনে ফেলতে পারলে আপনার মোবাইল ট্র্যাকিং করে আপনার অবস্থান শনাক্ত করা সম্ভব

        আর সিম কোম্পানিগুলো কাছে তগ্বু'তের গোয়েন্দা এজেন্সিরা গ্রাহকের তথ্যের ব্যাপারে জানতে চাইলে সব ধরনের সহযোগিতা করে থাকে
        বন্দী ভাই ও তাদের পরিবারের জন্য আপনার সাহায্যের হাতকে প্রসারিত করুন

        Comment

        Working...
        X