নিরাপদ Email Account খোলার নিয়ম
Announcement
Collapse
No announcement yet.
জরুরী জিজ্ঞাসা
Collapse
X
-
protonmail.com♦
আমাদের জানা মতে এটি অন্যান্য মেইলের চেয়ে অনেক বেশি নিরাপদ
REGISTER ACCOUNT
*****************
protonmail.com
লিখে সার্চ দিলে প্রথম পেইজেই লেখা দেখবেন
GET YOUR ENCRYPTED EMAIL ACCOUNT
সেখানে ক্লিক করার পর আরেকটি পেইজ আসবে সেখানে Use The Web Version এ ক্লিক করবেন।
তারপর FREE লেখায় ক্লিক করে সেখানের SELECT FREE PLAN এ ক্লিক করবেন।
CREATE YOUR ACCOUNT পেইজ আসবে
এটা পূরণ করবেন...
Choose username ... @ protonmail.com
Choose password ...
Recovery email ... (এটি না দিলেও হয়)
এরপর এই মেইল ভেরিফাই করার জন্য তিনটি কখন দুটি অপশন আসে
1. Email
2. SMS
3. Donate (টাকা দিয়ে খুলতে হবে)
*প্রথম টায় ক্লিক করলে এখানে আপনার অন্য কোনো সচল ফ্যাক মেইল যেমনঃ tutanota বা cock.li মেইল দিতে পারেন।
*দ্বিতীয় টায় ক্লিক করলে text now ও 2nd line থেকে নাম্বার নিয়ে ভেরিফাই করবেন।
অর্থাৎ সেখানে একটি কোড যাবে সেটি দিয়ে COMPLETE SETUP এ ক্লিক করলে ইনশাআল্লাহ ইমেইল খুলে যাবে।
LOG IN
*******
করার জন্য protonmail.com লিখে ঢোকার পর উপরের দিকে ডান পাশে ≡ এরকম চিহ্নে ক্লিক করলে login ও singup করার অপশন পাবেন।
LOG OUT
*********
করার জন্য মেইলে ঢোকার পর
উপরের দিকে বাম পাশে ≡ এমন চিহ্ন দেখবেন সেখানে ক্লিক করে নিচের দিকে logout এর লেখায় ক্লিক করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ।
বিশেষ দ্রষ্টব্যঃ-
***********
⁂ অনেক ক্ষেত্রে ভেরিফায়ের জন্য তিনটি অপশন আসে না। মেইলের অপশন আসে না। তখন textnow বা 2nd line থেকে ভেরিফাই করতে হবে।
⁂ Recovery email না দিলেও হবে তবে দেওয়া ভালো যদি এই ইমেলের পাসওয়ার্ড ভুলে যান বা কোনো সমস্যা হয় উঠাতে পারবেন এই রিকভারি মেইলের মাধ্যমে।
তবে না দিলে আপনাকে ওয়ার্নিং বার্তা দিবে Warning: You did not set a recovery email so account recovery is impossible if you forget your password. Proceed without recovery email?
তারপর CANCEL ও CONFROM লেখা আসবে। আপনি Canfrom এ ক্লিক করুন।
বা অনটাইম কোনো ফ্যাক মেইল দিন।
⁂ এই মেইলে আপনি ৫০০ এমবি পাবেন।
এর বেশি নিতে প্রিমিয়াম টা খুলতে হবে।
এতে টাকা লাগে।শিয়াল দেখলে যাদের গলা শুকিয়ে যায়,
সিংহের গর্জনে তাদের কলিজা ছিঁড়ে যাবে।
Comment
-
Yandex.com এ ইমেইল আডি খুলার নিয়ম:
প্রথমে https://yandex.com/ এই লিংকে অথবা Yandex.com লিখে সার্চ করুন। তারপর সেই পেইজে একটা সার্চ বার দেখবেন এর নিচে অনেকগুলো অপশন থাকবে তার মধ্য থেকে Mail অপশনটিতে ক্লিক করবেন সেখানে দুটি অপশন আসবে প্রথম লাইনে create an account এবং দ্বিতীয় লাইনে Log in অপশন থাকবে। যদি আপনার কোন আইডি থাকে তাহলে দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে লগ ইন করবেন আর না থাকলে তৈরি করার জন্য প্রথম অপশনটিতে ক্লিক করবেন পরে যেই পেইজটি আসবে সেখানের অপশনগুলো পূর্ণ করবেন। First name এ আপনার নামের প্রথম অংশ, Last name এ নামের দ্বিতীয় অংশ, Username এ আপনি যেই ইউজার নেইম ব্যবহার করতে চান তা পূর্ণ করবেন, Enter a password এ ইচ্ছেমতো পাসওয়ার্ড দিন তারপরের লাইনে দুটি অপশন থাকবে Mobile phone number ও I don't have a mobile phone এটা থাকবে আপনি নিচের অপশনটিতে ক্লিক করুন। দ্বিতীয় অপশনটিতে ক্লিক করে ডান পাশে স্করোলিং বার থাকবে সেখান থেকে ইচ্ছেমতো প্রশ্ন বাচাই করে নিচের বারটিতে উত্তর দিবেন। তারপর Enter the characters এই অপশনে নিচে দেওয়া কিছু ছবি থাকবে সেখান থেকে লেখাগুলো হুবহু উপরের বারে সম্পুর্ন সঠিকভাবে লিখবেন। তারপর সবগুলো অপশন পূর্ণ হয়ে গেলে আপনি Register এ ক্লিক করে দিবেন। তাহলেই ইনশাআল্লাহ আপনার নাম্বার ছাড়া আইডি খুলে যাবে।
মুহতাজে দোয়া, মাহদী হাসান।Last edited by ইরফান; 12-11-2020, 10:08 PM.শিয়াল দেখলে যাদের গলা শুকিয়ে যায়,
সিংহের গর্জনে তাদের কলিজা ছিঁড়ে যাবে।
Comment
Comment