দাওয়াহ সাইটে কীভাবে পোষ্ট ও কমেন্ট করতে হবে?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
আমাদের অনেক ভাই হয়তো দাওয়াহ সাইটে পোষ্ট এবং কমেন্ট করতে পারেন না ৷
এর ফলে,ভাইয়েরা কোন বিষয় জানার জন্য প্রশ্নও করতে পারেন না এবং ভাইদের কোন বিষয় জানা থাকলেও পোষ্ট করতে পারেন না ৷
বা কোন পোষ্টের বিষয়ে মন্তব্যও করতে পারেন না ৷
আলহামদুলিল্লাহ এ বিষয়ে আল ফিরদাউস মিডিয়া ফাউন্ডেশনের সম্মানিত ভাইয়েরা ভিডিও ডকুমেন্টারি প্রকাশ করেছিল ৷
ভাইদের ভিডিও ডকুমেন্টারি থেকে আপনারা পোষ্ট ও কমেন্ট করার সিস্টেম জেনে নিতে পারেন ৷
দাওয়াহ ইলাল্লাহ ফোরামের টিউটোরিয়াল || কীভাবে দাওয়াহ ইলাল্লাহ ফোরামে পোস্ট করতে হয়?
ভাইদের সুবিধার্থে টিউটোরিয়াল লিঙ্ক যুক্ত করে দেওয়া হলো।
ভাইদের সুবিধার জন্য এখানে একটি আর্টিকেল তৈরী করে দিলাম ৷
নিচের লেখাগুলো ফলো করলে আপনিও দাওয়াহ সাইটে পোষ্ট এবং কমেন্ট করতে পারবেন ৷ ইনশাআল্লাহ
তো চলুন দেখে নেই,কীভাবে দাওয়াহ সাইটে পোষ্ট করতে হয়?
প্রথমে আপনি Tor Browser ইনস্টল করে ওপেন করবেন ৷ এরপর Connect এ ক্লিক করে 100% পূর্ণ করবেন ৷
১.Tor Browser এ https://dawahilallah.com লিখে সার্চ করে দাওয়াহ সাইটে প্রবেশ করতে হবে ৷
অথবা https://82.221.139.217/ আইপি এড্রেস ব্যবহার করেও সাইটে প্রবেশ করা যাবে।
২.এরপর বাংলায় লেখা “মূল ফোরাম” এ ক্লিক করতে হবে ৷
৩.এবার দেখবেন নির্বাচিত থ্রেড এর উপরে দুটো ফাঁকা ঘর আছে ৷
User Name এর সামনে দাওয়াহ সাইটে আপনি যে নামে আইডি করেছেন সে নাম লিখবেন ৷
আর Password এর সামনে দাওয়াহ সাইটে আইডি করার সময় যে পাসওয়ার্ড দিয়েছেন তা লিখবেন ৷
এরপর Log in এ ক্লিক করতে হবে ৷
৪.এবার আপনি পোষ্ট করতে পারবেন ৷ আপনি যে বিষয়ে পোষ্ট করবেন মূল ফোরাম এর নিচের সে অপশনে ক্লিক করবেন ৷
(যেমনঃ আল কুরআন,আল হাদিস,আল জিহাদ ইত্যাদি)
৫.এবার + Post New Thread লেখার উপর ক্লিক করতে হবে ৷
৬.এবার দুটো ফাঁকা ঘর দেখা যাবে ৷ প্রথমে ছোট ফাঁকা ঘরে Title এর নিচে পোষ্টের হেড লাইন দিতে হবে ৷
আর বড় ফাঁকা ঘরে পোষ্টের বিষয়বস্তু বিস্তারিত লিখে (ফাঁকা ঘরের উপরের বিভিন্ন অপশন থেকে বড় ছোট ও ডিজাইন করতে পারবেন)
Submit New Thread এ ক্লিক করতে হবে ৷
ব্যাচ পোষ্ট করা হয়ে গেল ৷ এবার আপনার পোষ্টটি সম্মানিত মডারেটর ভাইয়েরা গ্রহণ করবে,যদি তাদের কাছে গ্রহণযোগ্য হয় ৷
মডারেটর ভাইদের কাছে গ্রহণযোগ্য মনে হলে দাওয়াহ সাইটে প্রকাশিত হবে ৷ তবে দাওয়াহ ফোরামের মূলনীতি অনুযায়ী পোষ্টটি করতে হবে ৷
খুবই গুরুত্বপূর্ণ || দাওয়া ইলাল্লাহ ফোরামের নীতিমালা ও দিকনির্দেশনা
ভাইদের সুবিধার্থে ফোরামের রুলস লিঙ্ক যুক্ত করে দেওয়া হলো।
কীভাবে কমেন্ট করতে হয়?
দাওয়াহ সাইটে আইডি ও পাসওয়ার্ড বসিয়ে প্রবেশ করার পর
আপনি যে কোন পোষ্টে প্রবেশ করলে নিচে ফাঁকা ঘর দেখতে পাবেন ৷
কমেন্টে যা লিখতে চাচ্ছেন,ফাঁকা ঘরে তা লিখবেন ৷
এরপর Pist Quick Reply তে ক্লিক করতে হবে ৷
মডারেটর ভাইয়েরা অ্যাকসেপ্ট করলে,আপনার কমেন্ট সো হবে ৷
আশা করি,এই আর্টিকেলটি ফলো করলে,সহজেই দাওয়াহ সাইটে পোষ্ট ও কমেন্ট করতে পারবেন ৷
Comment