মোবাইল এনক্রিপ্ট করার পদ্ধতি!
এনক্রিপ্ট কিঃএনক্রিপ্ট হল এমন এক পদ্ধতি বা উপায় যেটি করা হলে নির্দিষ্ট ব্যাক্তি ছাড়া অন্য কেউ তার তথ্য দেখতে পারে না।এই প্রযুক্তি বিশেষ কিছু সাংকেতিক বর্ণ চিহ্ন ব্যবহার করে নির্দিষ্ট টেক্স বা লেখাকে তার নিজস্ব নিয়ম অনুযায়ী রুপান্তর করে নতুন টেক্স বা লেখা সৃষ্টি।
ডিভাইস এনক্রিপ্টঃ মোবাইলকে এনক্রিপ্ট করাকে ডিভাইস এনক্রিপ্ট বলে।
মোবাইল ফোন এনক্রিপ্ট করার নিয়ম-
১।প্রথমে মোবাইলটি কে ১০০% চার্জ দিতে হবে।
২।মোবাইল এর সাথে চার্জার যুক্ত করে চার্জ দিতে থাকুন ১০০% চার্জ হবার পরেও
৩।এবার আপনার মোবাইলের সেটিংস এ্যাপ এ যান।
৪।সিকিউরিটি অপশনে প্রবেশ করুন।
৫। ডিভাইস এনক্রিপ্ট এ চাপ দিন।
৬।আপনাকে একটি বার্তা দেখাবে।
৭।মোবাইলের পিন কোডটি টাইপ করুন। যে পিন দিয়ে সবসময় ফোন আনলক করে থাকেন।যদি পিন না থাকে তাহলে সাময়িক সময়ের জন্য একটা পিন সেট করে প্রথম ধাপ থেকে শুরু করুন।
৮।ফোনটি রিবুট নিবে।
৯।কিছুক্ষন অপেক্ষা করুন।
১০।এবার আপনার পিন কোড চাইবে এটি টাইপ করুন।
আপনার ফোন এনক্রিপ্ট সম্পূর্ণ
মোবাইল এনক্রিপ্টের সুবিধাঃ
১।মোবাইল এনক্রিপ্ট করা থাকলে তাগুত বাহিনী আপনার ফোন থেকে রিকভারি সফটওয়্যার দিয়ে কোন ফাইল দেখতে পারবে না। (পাসওয়ার্ড/পিন কোড না পাওয়া পর্যন্ত )
২। সেনসিটিভ তথ্য নিরাপদ থাকে।
৩।ফোনের ভিতর যাবতীয় মোবাইল নাম্বার, ছবি,পিডিএফ, ভিডিও সব কিছু নিরাপদ থাকে।
অসুবিধাঃ
১।এনক্রিপ্ট করার কারনে ফোন হালকা স্লো বা ধীর হতে পারে, তবে সেটি খুব বেশি বা চোখে পড়ার মত না
২।পাওয়ার অন করতে ৩০ সেকেন্ড বেশি সময় লাগবে
৩।কিছু সেটিংস চেঞ্জ হতে পারে
৪। প্রতিবার ফোন স্টার্ট করার সময় পাসোয়ার্ড/পিন কোড দিতে হবে।
Comment